My uncle and benefactor _____ come.
A
has
B
is
C
are
D
have
উত্তরের বিবরণ
Complete Sentence: My uncle and benefactor has come.
-
যখন দুইটি শব্দ/পদ (যেমন: uncle এবং benefactor) একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, তখন subject টি singular noun হিসেবে বিবেচিত হয়।
-
এখানে My uncle and benefactor একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই singular verb (has) ব্যবহার করতে হবে।
নির্দিষ্ট নিয়ম:
-
কোনো conjunction (and) থাকলেও, যদি and দ্বারা দুটি উপাধি বা একই ব্যক্তির দুই পরিচিতি যুক্ত হয়, তাহলে verb হবে singular।
-
উদাহরণ: The poet and philosopher has died. (একই ব্যক্তি)
-
-
কিন্তু ভিন্ন ব্যক্তি হলে plural verb হবে:
-
উদাহরণ: My uncle and my benefactor have come. (দুই ব্যক্তি)
-
0
Updated: 1 month ago
Which is the antonym of “skeptical”?
Created: 1 month ago
A
Cautious
B
Emission
C
Credulous
D
Torison
• সঠিক উত্তর: গ) credulous.
• Skeptical
- Bangla Meaning: সন্দেহপ্রবণ।
- English Meaning: as in suspicious.
গ) Credulous
- Bangla Meaning: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ।
- English Meaning: ready to believe especially on slight or uncertain evidence.
Other options:
ক) Cautious
- Bangla Meaning: সতর্ক।
- English Meaning: careful about avoiding danger or risk.
খ) Emission
- Bangla Meaning: প্রেরণ; নিক্ষেপ; নির্গতকরণ।
- English Meaning: an act or instance of emitting : emanation.
ঘ) Torsion
- Bangla Meaning: পাকানো অথবা পাকানোর প্রক্রিয়া।
- English Meaning: the twisting of a bodily organ or part on its own axis.
0
Updated: 1 month ago
Opposite of “Scarce”?
Created: 2 months ago
A
Rare
B
Abundant
C
Little
D
Empty
Correct Answer: খ) Abundant
Scarce (Adj)
-
Bangla Meaning: অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ
-
English Meaning: not plentiful or abundant
Abundant (Adj)
-
Bangla Meaning: প্রচুর; অঢেল
-
English Meaning: existing or occurring in large amounts; ample
Other Options:
-
Rare – বিরল; seldom occurring or found; uncommon
-
Little – তুলনামূলকভাবে ছোট; small in size or extent; tiny
-
Empty – শূন্য; খালি; containing nothing
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
The Da Vinci Code is written by -
Created: 1 month ago
A
Sidney Sheldon
B
Leonardo da Vinci
C
Dan Brown
D
Paulo Coelho
The Da Vinci Code
-
লেখক: Dan Brown
-
প্রকাশ: রহস্য-থ্রিলার উপন্যাস
-
কেন্দ্রীয় ঘটনা: লুভর মিউজিয়ামের কিউরেটর Jacques Sauniere-এর হত্যাকাণ্ড।
মূল চরিত্র ও ঘটনা:
-
Robert Langdon: হার্ভার্ডের ধর্মীয় প্রতীকবিদ্যা অধ্যাপক, রহস্য সমাধানে মূল চরিত্র।
-
Sophie Neveu: ফরাসি ক্রিপ্টোলজিস্ট, Langdon-এর সহযোগী।
-
গুরুত্বপূর্ণ সংগঠন: Priory of Sion, Opus Dei।
-
অন্যান্য চরিত্র: রহস্যময় সন্ন্যাসী Silas, ব্রিটিশ ঐতিহাসিক Sir Leigh Teabing।
-
প্লট: লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মে লুকানো সংকেত অনুসন্ধান এবং ধর্ম, ইতিহাস ও শিল্পের জটিল সম্পর্কের মধ্যে গোপন সত্য উন্মোচন।
Dan Brown সম্পর্কে:
-
জন্ম: June 22, 1964
-
প্রখ্যাত রচনাসমূহ:
-
Angels & Demons
-
The Da Vinci Code
-
The Lost Symbol
-
Inferno
-
Source: Britannica
0
Updated: 1 month ago