What does the interjection "Yikes" express?
A
Happiness
B
Fear
C
Anger
D
Sadness
উত্তরের বিবরণ
Answer: Fear
Yikes (interjection)
-
English Meaning: used to express fear or astonishment; expressing shock and alarm, often for humorous effect.
-
Bangla Meaning: ভয় বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়।
Example Sentence:
-
Yikes! I left my keys inside the house.
Source:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 1 month ago
He studies _____ French and wants to visit ______ France someday.
Created: 2 months ago
A
the, the
B
no article, the
C
no article, no article
D
the, no article
Article (নিবন্ধক)
সংজ্ঞা:
-
Article হলো শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে।
প্রধান দুই ধরণ:
-
Indefinite Articles:
A,An -
Definite Article:
The
নিয়মাবলী:
-
ভাষার নামের আগে Article ব্যবহার হয় না।
-
উদাহরণ:
French→ No article
-
-
দেশের নাম সাধারণত নির্দিষ্ট proper noun, তাই এর আগে Article লাগে না।
-
উদাহরণ:
France→ No article
-
-
জাতির নামের আগে সাধারণত
theব্যবহার হয়।
উদাহরণপূর্ণ বাক্য:
He studies French and wants to visit France someday.
তথ্যসূত্র: Advanced Learner's Communicative English Grammar & Composition – Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Choose the word that best matches the meaning of "Benevolent".
Created: 1 month ago
A
Altruistic
B
Belligerent
C
Petulant
D
Reclusive
• Word: Benevolent
-
Closest in meaning: Altruistic
Details:
-
Part of Speech: Adjective
-
English Meaning: Showing kindness and goodwill; having a desire to help others.
-
Bangla Meaning: দয়ালু; পরোপকারী।
Option Analysis:
-
Altruistic: পরোপকারী; অন্যের কল্যাণে উৎসর্গীকৃত।
-
Belligerent: যুদ্ধরত; হিংস্র; লড়াকু। (Opposite meaning)
-
Petulant: কদাকার; রেগে যাওয়া সহজ। (Opposite meaning)
-
Reclusive: একান্তবাসী; সমাজ থেকে বিচ্ছিন্ন। (Not related in meaning)
0
Updated: 4 weeks ago
Identify the correct passive form: ‘Do not close the door.’
Created: 1 month ago
A
Let not the door close.
B
Let not the door be closed.
C
Let not the door close.
D
Let not door closed.
Imperative Sentence কে Passive Voice রূপান্তর করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এসব নিয়ম মেনে চললে বাক্যটি সঠিকভাবে Passive Voice এ রূপান্তরিত হয়।
-
বাক্যের শুরুতে Let বসে।
-
যদি Active Voice এ Do not থাকে, তাহলে Passive Voice এ শুধু not বসে।
-
Active Voice এর Object, Passive Voice এ গিয়ে Subject এর স্থানে বসে।
-
ক্রিয়ার আগে be যোগ হয়।
-
মূল Verb এর Past Participle ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago