A
whereas
B
as soon as
C
so
D
but
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.

0
Updated: 1 day ago
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:
Created: 1 month ago
A
He has no desire for fame.
B
I intend going to Rajshahi.
C
He is too miserly to part with his money.
D
He has invited me for dinner.
ভুল বাক্য
I intend going to Rajshahi.
এই বাক্যটি ভুল। কারণ intend ক্রিয়ার পর to + verb-এর মূল রূপ (infinitive) বসে।
সঠিক বাক্য:
I intend to go to Rajshahi.
বাংলা অর্থ: আমি রাজশাহী যাওয়ার ইচ্ছা রাখি।
intend (verb) মানে:
-
ইচ্ছা করা
-
মনস্থ/সংকল্প করা
-
কোনো কাজ করার অভিপ্রায় থাকা
অন্য সঠিক বাক্যগুলোর বিশ্লেষণ:
(ক) He has no desire for fame.
বাংলা অর্থ: তার খ্যাতির প্রতি কোনো ইচ্ছা নেই।
এখানে desire for মানে হলো: কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা।
(গ) He is too miserly to part with his money.
বাংলা অর্থ: সে এতটাই কৃপণ যে তার টাকা খরচ করতে চায় না।
too...to গঠন বোঝায় – “এতটাই...যে...না”।
(ঘ) He has invited me for dinner.
বাংলা অর্থ: সে আমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
invite এর পরে to বা for প্রিপজিশন বসে (উদ্দেশ্য অনুযায়ী)।

0
Updated: 1 month ago
I prefer walking ___ driving in the city.
Created: 2 weeks ago
A
to
B
by
C
than
D
of
Correct Answer: to
Complete Sentence:
-
I prefer walking to driving in the city.
ব্যাখ্যা:
-
Prefer (someone or something) to (someone or something else)
-
English meaning: To choose or want one thing rather than another
-
Bangla meaning: অধিক পছন্দ করা
-
-
দুইটি জিনিসের মধ্যে আপেক্ষিকভাবে একটি জিনিস বেশি পছন্দ করতে Prefer এর পর সর্বদা to ব্যবহার করা হয়।
-
Grammatical structure: prefer + [verb/gerund/noun] + to + [verb/gerund/noun]
-
এখানে walking তুলনায় driving বেশি পছন্দ করা বোঝাতে to সঠিক।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
খ) by: মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয় (e.g., by car, by train) — এখানে প্রযোজ্য নয়।
-
গ) than: "prefer" নয়, এটি comparative বা rather than স্ট্রাকচারের জন্য ব্যবহৃত হয়।
-
ঘ) of: ownership বা অংশ বোঝাতে ব্যবহৃত হয় — এখানে অনুপযুক্ত।
আরও উদাহরণ:
-
I prefer writing to reading.
-
He prefers milk to tea.
-
Elmee prefers mutton to beef.
📚 Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 2 weeks ago
Which "But" is an adverb?
Created: 1 week ago
A
We worked hard but failed to achieve our goal.
B
None but the hardworking succeed in life.
C
You are but a child.
D
But me no buts.
But (Word Usage)
১. But as Adverb (only, just, মাত্র)
-
Example: You are but a child.
-
Explanation: এখানে but = only অর্থে ব্যবহার হয়েছে।
২. But as Conjunction (কিন্তু, তবে)
-
Example: We worked hard but failed to achieve our goal.
-
Explanation: দুটি বাক্যাংশ বা clause যুক্ত করার জন্য conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩. But as Preposition (ব্যতিরেকে, ছাড়া)
-
Example: None but the hardworking succeed in life.
-
Explanation: এখানে but = except অর্থে ব্যবহৃত হয়েছে।
৪. But in Imperative Sentence / Determiner Context
-
Example: But me no buts.
-
Explanation:
-
Sentence শুরুতে But Verb হিসেবে ব্যবহার হয়েছে।
-
Sentence-এর শেষে but Determiner বা Adjective হিসেবে ব্যবহার হয়েছে।
-
Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 week ago