Choose the antonym of "Deferential":
A
Obedient
B
Disrespectful
C
Praise
D
Submissive
উত্তরের বিবরণ
• Deferential:
-
English meaning: showing that you respect somebody/something, especially somebody older or more senior than you.
-
Bangla meaning: শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ।
Options:
ক) Obedient: আজ্ঞানুবর্তী; বাধ্য।
খ) Disrespectful: অসম্মানজনক; অশ্রদ্ধাপূর্ণ।
গ) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
ঘ) Submissive: বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Deferential" হলো Disrespectful।
Source: Accessible Dictionary.
0
Updated: 1 month ago
If I ___ a millionaire, I ___ helped every worthy cause. Fill in the blank with correct right form of verbs.
Created: 5 days ago
A
were, would
B
were, would have
C
had been, would have
D
have been, would have
If I were a millionaire, I would have helped every worthy cause.
(যদি আমি একজন ধনী মানুষ হতাম, তবে আমি প্রতিটি যোগ্য কাজে সাহায্য করতাম।)
ব্যাখ্যা (বাংলায় সহজভাবে):
এই বাক্যটি হলো একটি Mixed Conditional Sentence (Type 2 + Type 3) — এখানে বর্তমান ও অতীত দুই সময়কে একসাথে বোঝানো হয়েছে।
-
If-clause (Type 2 — বর্তমানের অবাস্তব শর্ত):
-
If I were a millionaire → বোঝায় এমন একটি শর্ত যা বর্তমানে সত্য নয়।
-
আমি এখন ধনী নই, কিন্তু কল্পনা করছি যদি আমি ধনী হতাম।
-
এখানে “was” নয়, “were” ব্যবহার করা হয় কারণ এটি অবাস্তব বা কাল্পনিক অবস্থা।
-
-
Main clause (Type 3 — অতীতের অবাস্তব ফল):
-
I would have helped every worthy cause → বোঝায় অতীতে যে কাজটি ঘটেনি, কিন্তু ঘটতে পারত যদি শর্তটি সত্য হতো।
-
মানে, আমি যদি এখন ধনী হতাম, তবে অতীতে প্রতিটি ভালো কাজে সাহায্য করতে পারতাম।
-
0
Updated: 4 days ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 2 months ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica
0
Updated: 2 months ago
Choose the correct passive voice of:
"Who taught you English?"
Created: 2 months ago
A
Who were you taught English by?
B
By whom were you taught English?
C
By whom you were taught English?
D
Whom were you taught English by?
Correct Answer
খ) By whom were you taught English? ✅
Explanation:
-
Who যুক্ত Interrogative Sentence কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:
-
Who → By whom হয়
-
তারপর tense ও subject অনুযায়ী auxiliary verb বসে
-
Object → Subject হয়
-
মূল verb এর Past Participle বসে
-
প্রশ্নবোধক চিহ্ন (?) বসানো হয়
-
Example:
-
Active: Who taught you English?
-
Passive: By whom were you taught English?
Other Options
ক) Who were you taught English by? → অনানুষ্ঠানিক ও অস্বস্তিকর গঠন; grammatically possible হলেও standard formal নয়।
গ) By whom you were taught English? → word order ভুল; interrogative না হয়ে assertive হয়ে গেছে।
ঘ) Whom were you taught English by? → “Whom” ঠিক আছে, কিন্তু standard formal usage-এ শুরুতেই “By whom” বসানো উত্তম।
0
Updated: 2 months ago