Choose the correct sentence.
A
Let him answer the question honestly.
B
Let him to answer the question honestly.
C
Let him answering the question honestly.
D
Let him to answering the question honestly.
উত্তরের বিবরণ
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- তাই, answer verb-টি to-বিহীন infinitive form বসবে।
0
Updated: 1 month ago
Which option contains only correct spellings?
Created: 1 month ago
A
Ebullance, Ebulliate
B
Ebulense, Ebulant
C
Ebullinse, Ebullint
D
Ebullience, Ebullient
Ebullient একটি adjective, যা বোঝায় উত্তেজিত ও উদ্দীপ্ত মনোভাব, আনন্দ বা উদ্দীপনা প্রকাশ করা। এর সাথে সংশ্লিষ্ট noun Ebullience, যা উচ্ছ্বাস বা উদ্দীপনা বোঝায়।
-
Ebullient (adjective)
English Meaning: Excited and enthusiastic
Bangla Meaning: উচ্ছ্বসিত -
Correct Spellings / Answer: ঘ) Ebullience, Ebullient
-
Other Forms:
-
Ebullience (noun): উচ্ছ্বাস
-
-
Example Sentence:
-
His mood was ebullient, and he had every reason to be satisfied.
-
-
Source:
0
Updated: 1 month ago
What does Ulysses mean by “mete and dole / Unequal laws unto a savage race”?
Created: 1 month ago
A
He rules fairly over wise men
B
He gives unjust laws to uncivilized people
C
He ignores governance entirely
D
He loves his people deeply
ইউলিসিস অভিযোগ করেন যে তাঁর কাজ শুধু আইন বিতরণ করা। তিনি বলেন, তাঁর প্রজারা হলো এক “savage race” বা অসভ্য জাতি, যারা রাজাকে বোঝে না। তারা কেবল খাওয়া-দাওয়া, ঘুম আর সম্পদ সঞ্চয়ে ব্যস্ত। এর ফলে তাঁর আইনকানুনের মূল্য তাদের কাছে নেই। ইউলিসিসের এই মন্তব্য দেখায় যে রাজ্যপাট তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছে।
তিনি মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও গৌরবের তুলনায় রাজকীয় দায়িত্ব খুব ক্ষুদ্র। তাই তাঁর মনে হয় তিনি যেন অন্যায় আইন বিতরণ করছেন। এটি মূলত রাজ্যজীবনের প্রতি তাঁর অবসাদ ও বিরক্তি প্রকাশ করছে।
1
Updated: 1 month ago
In literature, what is an Apostrophe?
Created: 2 months ago
A
A punctuation mark used in contractions
B
A speech made to the audience
C
A direct address to an absent or imaginary person or object
D
A comparison using 'like' or 'as'
Answer: A direct address to an absent or imaginary person or object
Apostrophe (সম্বোধন অলঙ্কার):
-
এটি এক ধরনের rhetorical device যেখানে অনুপস্থিত কোনো ব্যক্তি বা abstract বস্তুকে এমনভাবে সম্বোধন করা হয় যেন সে উপস্থিত।
-
লেখক প্রানহীন বা অনুপস্থিত বস্তু/ব্যক্তিকে ব্যক্তিরূপে সম্বোধন করে, যা প্রায়ই Personification এর সাথে যুক্ত।
-
সাধারণত বক্তা শ্রোতার দিকে না তাকিয়ে, একক ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কথা বলেন।
উদাহরণ:
-
"O wind, if winter comes, can spring be far behind?"
-
এখানে বাতাসকে সরাসরি সম্বোধন করা হয়েছে, যদিও বাতাস সচেতন নয়।
-
0
Updated: 2 months ago