স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টরসমূহ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশকে সামরিকভাবে পরিচালনার সুবিধার্থে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়। এই ১১টি সেক্টরের অধীনে আরও ৬৪টি সাব-সেক্টর গঠন করা হয়।
১ নম্বর সেক্টর গঠিত হয় চট্টগ্রাম অঞ্চল নিয়ে। শুরুতে এই সেক্টরের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান; পরে এই দায়িত্বে ছিলেন মেজর রফিকুল ইসলাম।
২ নম্বর সেক্টর গঠন করা হয় ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে। প্রাথমিকভাবে এর দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, যার পর নেতৃত্ব দেন মেজর এ.টি.এম. হায়দার।
এছাড়া, নৌবাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সেক্টর, ১০ নম্বর সেক্টর, গঠন করা হয়। এই সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার নিযুক্ত ছিলেন না।
তথ্যসূত্র:
-
বাংলাপিডিয়া
0
Updated: 5 months ago
মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
Created: 6 days ago
A
১নং সেক্টর
B
৬নং সেক্টর
C
৮নং সেক্টর
D
৯নং সেক্টর
উত্তর: ঘ) ৯নং সেক্টর
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দেশটি ১১টি সেক্টরে বিভক্ত ছিল, যার প্রতিটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল এবং দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের অধীনে পরিচালিত হয়। বরিশাল অঞ্চলটি মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরের অধীনে ছিল।
এই সেক্টরটি ছিল দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যা বর্তমান বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করেছিল। এর মূল দায়িত্ব ছিল শত্রু বাহিনীর নৌ-যোগাযোগ ব্যাহত করা এবং দক্ষিণাঞ্চলকে মুক্তাঞ্চলে পরিণত করা।
৯নং সেক্টরের মূল তথ্যসমূহ:
-
সেক্টর সদর দপ্তর: কালাইয়া (পরে পটুয়াখালী অঞ্চলে স্থানান্তরিত হয়)
-
সেক্টর কমান্ডার: মেজর জিয়াউদ্দিন (Major Ziauddin)
-
অঞ্চল: বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ইত্যাদি এলাকা এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
-
যুদ্ধ কৌশল: এই অঞ্চলে মুক্তিবাহিনী নৌপথের মাধ্যমে গেরিলা আক্রমণ ও নদীপথের কৌশল ব্যবহার করেছিল। কারণ দক্ষিণাঞ্চল নদীবেষ্টিত হওয়ায় নৌ-যুদ্ধ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
-
গুরুত্ব: বরিশাল ও তার আশেপাশের অঞ্চল ছিল শত্রু বাহিনীর জন্য অত্যন্ত কৌশলগত স্থান। মুক্তিযোদ্ধারা এই এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে শত্রুদের ক্ষতিগ্রস্ত করেছিল।
অন্যদিকে—
-
১নং সেক্টর ছিল চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকা।
-
৬নং সেক্টর অন্তর্ভুক্ত করেছিল রংপুর ও দিনাজপুর অঞ্চল।
-
৮নং সেক্টর ছিল খুলনা ও যশোর অঞ্চলের জন্য নির্ধারিত।
অতএব, বরিশাল অঞ্চল মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরের অধীনে ছিল এবং সেখানে বীর মুক্তিযোদ্ধারা দেশের দক্ষিণাঞ্চলকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
0
Updated: 6 days ago
’বরিশাল’ মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরের অন্তর্গত ছিল?
Created: 1 month ago
A
৯নং
B
৫নং
C
২নং
D
৩নং
মুক্তিযুদ্ধকালীন সেক্টর ৯নং গঠিত হয়েছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য। এটি পটুয়াখালী, বরিশাল এবং খুলনার কিছু অংশ অন্তর্ভুক্ত করেছিল।
-
সেক্টরটি গঠিত হয়েছিল পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে।
-
ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর জয়নাল আবেদীন।
-
অতিরিক্ত দায়িত্বে ছিলেন মেজর এম এ মঞ্জুর।
-
সেক্টর ৯নং-এ মোট ৩টি সাব-সেক্টর ছিল।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Created: 2 months ago
A
৭টি
B
৯টি
C
১১টি
D
১৩টি
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
-
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ৬৪টি সাব-সেক্টর গঠন করা হয়।
-
১নং সেক্টর: চট্টগ্রাম–পার্বত্য চট্টগ্রাম; হেডকোয়ার্টার হরিনাতে; কমান্ডার মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম।
-
২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালি; সদর মেলাঘর; কমান্ডার খালেদ মোশাররফ ও এ.টি.এম. হায়দার।
-
৩নং সেক্টর: সিলেট–শ্রীমঙ্গল এলাকা; কমান্ডার কে.এম. শফিউল্লাহ ও এ.এন.এম নূরুজ্জামান।
-
৪নং সেক্টর: সিলেট সীমান্ত অঞ্চল; হেডকোয়ার্টার করিমগঞ্জ-মাসিমপুর; কমান্ডার সি.আর. দত্ত ও ক্যাপ্টেন এ রব।
-
৫নং সেক্টর: ডাউকি–দুর্গাপুর এলাকা; হেডকোয়ার্টার বাঁশতলা; কমান্ডার মীর শওকত আলী।
-
৬নং সেক্টর: রংপুর–ঠাকুরগাঁও অঞ্চল; কমান্ডার এম. খাদেমুল বাশার।
-
৭নং সেক্টর: রাজশাহী–বগুড়া এলাকা; কমান্ডার নাজমুল হক, এ. রব, কাজী নূরুজ্জামান।
-
৮নং সেক্টর: কুষ্টিয়া–যশোর–খুলনা এলাকা; কমান্ডার আবু ওসমান ও এম.এ মঞ্জুর।
-
৯নং সেক্টর: বরিশাল–পটুয়াখালী–খুলনার অংশ; হেডকোয়ার্টার টাকি; কমান্ডার এম.এ জলিল, মঞ্জুর, জয়নাল আবেদীন।
-
১০নং সেক্টর: নৌ-কমান্ডো সেক্টর; নিয়মিত কমান্ডার ছিলেন না।
-
১১নং সেক্টর: ময়মনসিংহ এলাকা; কমান্ডার এম. আবু তাহের ও হামিদুল্লাহ।
সূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago