A
Praise
B
Mock
C
Encourage
D
Respect
উত্তরের বিবরণ
• Deride:
-
English meaning: to laugh at or show no respect for someone or something, because you think they are stupid or of no value.
-
Bangla meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।
Options:
ক) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
খ) Mock: কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা।
গ) Encourage: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।
ঘ) Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Deride" হলো Mock।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 day ago
In his first appearance Hamlet was wearing-
Created: 1 week ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
No subjects available.
Hamlet’s First Appearance and Attire
-
In his first appearance in Hamlet (Act 1, Scene 2), Hamlet is wearing a mourning dress.
-
He is dressed in black clothing, described as an “inky cloak”, which signifies his grief over the recent death of his father, King Hamlet.
-
This choice of attire sets him apart from the rest of the court, emphasizing his mourning and emotional state.

0
Updated: 1 week ago
Identify the word which remains the same in its plural form :
Created: 2 days ago
A
aircraft
B
intention
C
mouse
D
thesis
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aircraft remains the same in its plural form.
অর্থাৎ এর singular and plural form একই।
- এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই
- aircraft, corps, deer, gross, pice, salmon, series, sheep, swine etc.
• অন্য অপশন গুলোর মধ্যে -
- Appendix হচ্ছে singular, যার plural form হচ্ছে Appendices.
- Mouse শব্দটির plural form হলো - Mice.
- Intention শব্দটির plural form হলো - Intentions.
Source: Accessible Dictionary bt Bangla Academy.

0
Updated: 2 days ago
'Gulliver's Travels' is a famous satire from -
Created: 1 week ago
A
18th century
B
19th century
C
20th century
D
21st century
✦ Gulliver's Travels (উপন্যাস)
-
লেখক: Jonathan Swift
-
প্রকাশকাল: ১৭২৬
-
ধরণ: 18th century-এর বিখ্যাত satire
-
লিখিতকালের ঐতিহাসিক প্রেক্ষাপট: Augustan Age
-
সংখ্যা খন্ড: ৪
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
কাহিনি সংক্ষেপ
-
নায়ক: Lemuel Gulliver
-
সমুদ্র ভ্রমণে বের হওয়ার সময় ঝড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং এমন এক দেশে পৌঁছে যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুট রাজ্যে:
-
Gulliver তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা কাজে সাহায্য করে।
-
পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এক পর্যায়ে সে রোষের শিকার হয়; তার চোখ তুলে ফেলার শাস্তি হয়।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়িয়ে বেঁচে ফিরে আসে।
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
বিশেষত্ব: Augustan Age-এর প্রখ্যাত prose satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-

0
Updated: 1 week ago