Far and wide means -
A
Over a large area
B
By a very large amount
C
With absolute accuracy
D
Sometimes, but not regularly
উত্তরের বিবরণ
Answer: Over a large area
Far and wide
-
English Meaning: over a large area / everywhere
-
Bangla Meaning: দিগন্ত জুড়ে / সর্বত্র
Example Sentence: His reputation as a scholar spread far and wide.
Bangla Meaning: বিদ্বান হিসেবে তার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 2 months ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.
0
Updated: 2 months ago
Who is the author of "Queen Mab"?
Created: 1 month ago
A
P. B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
Queen Mab হলো P. B. Shelley-এর লেখা একটি বিখ্যাত philosophical poem, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৩ সালে বেনামে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৮১৬ সালে। এটি Shelley-এর প্রথম প্রধান কবিতা এবং নয়টি canto-তে বিভক্ত, blank verse-এ রচিত। কবিতায় Queen Mab, fairies-এর রাণী, Ianthe-এর আত্মাকে মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাধ্যমে একটি দর্শন প্রদর্শন করেন।
-
পুরো শিরোনাম: Queen Mab, a Philosophical Poem: With Notes
-
কবিতার মূল উদ্দেশ্য: মানবজাতির অজ্ঞতা, ভুল এবং সামাজিক সমস্যার সমালোচনা করা।
-
মূল চরিত্র: Queen Mab ও Ianthe (Shelley-এর প্রথম সন্তানের নাম)
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: Sussex, England
-
পড়াশোনা: Oxford University, তবে ১৮১১ সালে The Necessity of Atheism লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।
-
২১ বছর বয়সে নিজেকে নাস্তিক (Atheist) ঘোষণা করেন।
-
Shelley-কে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
-
তিনি বিশ্বাস করতেন যে সমাজ পরিবর্তনের জন্য গুণগত বিপ্লবের প্রয়োজন।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
-
উপাধি: The Poet of Hope and Regeneration
উল্লেখযোগ্য কাজ:
Poems:
-
Queen Mab (প্রথম প্রধান কবিতা)
-
Ode to the West Wind
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
0
Updated: 1 month ago
The Pilgrim's Progress is a/an -
Created: 4 weeks ago
A
elegy
B
sonnet
C
religious allegory
D
dramatic monologue
The Pilgrim's Progress হলো John Bunyan রচিত একটি প্রসিদ্ধ religious allegory prose, যা ১৬৭৮ সালে লেখা হয়। এটি Neoclassical Period-এর অন্যতম সাহিত্যকর্ম এবং puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশদভাবে প্রকাশ করে। কবিতার মতো নয়, এটি একটি প্রতীকী কাহিনী, যা একজন ধার্মিক মানুষের জীবনের যাত্রাপথকে চিত্রিত করে। জনপ্রিয়তার দিক থেকে, The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় স্থান দখল করেছিল এবং মুদ্রিত কপি সমূহের মধ্যে এখনও এটি সবচেয়ে জনপ্রিয় Christian allegory।
-
লেখক: John Bunyan
-
জন্ম: 1628
-
ধরণ: Religious allegory prose
-
প্রকাশকাল: ১৬৭৮
-
প্রসঙ্গ: ধার্মিক মানুষের জীবনের প্রতীকী যাত্রা
-
উপলব্ধি: Puritan religious outlook
John Bunyan সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English minister, preacher এবং author।
-
Restoration period-এর একজন স্বনামধন্য সাহিত্যিক।
John Bunyan-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Grace Abounding
-
The Holy War
-
The Life and Death of Mr. Badman
-
The Pilgrim’s Progress
0
Updated: 4 weeks ago