Which of the following is a Coordinating Conjunction?
A
After
B
If
C
Once
D
Nor
উত্তরের বিবরণ
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।
0
Updated: 1 month ago
The movie was _____________ everyone stayed until the very end.
Created: 2 months ago
A
so exciting that
B
such exciting those
C
very exciting thus
D
exciting so that
• Complete Sentence: The movie was so exciting that everyone stayed until the very end.
- Bangla Meaning: সিনেমাটি এতই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই শেষ অবধি অপেক্ষা করল।
- এখানে, exciting হচ্ছে - adjective.
• So... that
- It expresses a cause and effect.
• Structure:
So + adjective/adverb + that
Examples:
- The box was so heavy that we needed help to carry it.
- The weather was so cold that the lake froze overnight.
- He was so tired that he fell asleep during the meeting.
- The cake was so delicious that I had to ask for the recipe.
- যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে past tense থাকায় পরের অংশেও past tense হবে।
0
Updated: 2 months ago
Guy de Maupassant is an author from -
Created: 1 month ago
A
France
B
Germany
C
America
D
Scotland
Guy de Maupassant ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, যিনি মূলত ছোটগল্প (short story) রচনার জন্য খ্যাত। তার সাহিত্যকর্ম ফরাসি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য।
-
জন্ম ও মৃত্যু: জন্ম 5 আগস্ট 1850; মৃত্যু 6 জুলাই 1893।
-
তিনি একজন French naturalist writer, যিনি ছোটগল্প ও উপন্যাস রচনার জন্য প্রসিদ্ধ এবং সাধারণভাবে সর্বশ্রেষ্ঠ ফরাসি ছোটগল্প লেখক হিসেবে বিবেচিত।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
A Woman’s Life
-
Bel-Ami
-
Boule de Suif
-
L’Inutile Beauté
-
La Maison Tellier
-
Le Rosier de Madame Husson
-
Mont-Oriol
-
Notre coeur
-
Pierre et Jean
-
The Horla
-
Toine
উৎস:
0
Updated: 1 month ago
The money was stolen by an employee of the bank. [active]
Created: 1 month ago
A
An employee of the bank had stolen the money.
B
An employee of the bank steal the money.
C
An employee of the bank stole the money.
D
The money can be stolen by an employee of the bank.
সঠিক উত্তর হলো: গ) An employee of the bank stole the money।
Passive voice কে Active voice এ রূপান্তরের নিয়ম:
-
Passive voice-এর object Active voice-এর subject হয়।
-
Tense অনুযায়ী Auxiliary verb বসে।
-
মূল verb-এর base form ব্যবহার করা হয়।
-
Passive voice-এর subject Active voice-এর object হয়।
-
Preposition (যেমন: by, with, at, to, in) সাধারণত উঠে যায়।
প্রয়োগ উদাহরণ:
-
Passive: The money was stolen by an employee of the bank.
-
Active: An employee of the bank (object of passive → subject of active) stole (verb, past tense) the money (subject of passive → object of active)।
অন্য অপশন বিশ্লেষণ:
-
ক) An employee of the bank had stolen the money. → এখানে had stolen (past perfect) ব্যবহার হয়েছে, মূল passive বাক্যটি simple past (was stolen) ছিল, তাই tense পরিবর্তিত হয়েছে, যা ভুল।
-
খ) An employee of the bank steal the money. → এখানে steal (present tense) ব্যবহার হয়েছে, যা মূল বাক্যের past tense-এর সাথে মিল নেই।
-
ঘ) The money can be stolen by an employee of the bank. → এটি passive voice এবং modal verb can ব্যবহার করে সম্ভাবনা বোঝাচ্ছে, যা মূল past action-এর সাথে মিলে না।
0
Updated: 1 month ago