Some of the studies show positive results, ______ others do not.
A
whereas
B
as soon as
C
so
D
but
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.
0
Updated: 1 month ago
I'm not conversant _____ the rules of chess.
Created: 1 month ago
A
of
B
on
C
with
D
off
শূন্যস্থানে সঠিক preposition হলো with, যা কোনো বিষয়ের সঙ্গে পরিচিত বা জ্ঞানসম্পন্ন থাকা বোঝাতে ব্যবহার হয়।
-
Complete sentence: I'm not conversant with the rules of chess.
-
Conversant (with) / be conversant with something
-
English Meaning: to be familiar with, and have knowledge or experience of the facts or rules of something
-
Bangla Meaning: অবগত; গভীর জ্ঞানসম্পন্ন
-
-
অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে conversant এর পরে with বসানো হয়।
0
Updated: 4 weeks ago
Who wrote The Bluest Eye?
Created: 2 months ago
A
Alice Walker
B
Toni Morrison
C
Zora Neale Hurston
D
Maya Angelou
• The Bluest Eye:
- এটি Toni Morrison রচিত।
- এটি একটি novel.
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।
• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো -
- Beloved,
- Song of Solomon,
- The Bluest Eye.
0
Updated: 2 months ago
'Epithalamion' is related to -
Created: 2 months ago
A
Criticism of social norms
B
Depiction of war and heroism
C
Celebration of a wedding
D
A heroic epic
0
Updated: 2 months ago