____ glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
A
Because
B
Unless
C
Although
D
If
উত্তরের বিবরণ
Options:
ক) Because: সে-কারণে; কেননা; যেহেতু।
খ) Unless: যদি না।
গ) Although: যদিও; যদ্যপি।
ঘ) If: যদি।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে "Although" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
Complete sentence: Although glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
Source: Accessible Dictionary.
0
Updated: 1 month ago
Mr Hasan deals ____ bricks.
Created: 1 month ago
A
with
B
in
C
by
D
on
বাক্যটি “Mr Hasan deals in bricks” বোঝায় যে মিস্টার হাসান ইটের ব্যবসা করছেন। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Deal in হলো একটি phrase, যার অর্থ কোনো পণ্য বা সামগ্রী ক্রয়-বিক্রয় করা বা ব্যবসা করা।
-
এখানে মিস্টার হাসান ইট কেনেন এবং বিক্রি করেন; অর্থাৎ ইট ব্যবসায় জড়িত।
-
Deal with হলে অর্থ হবে কোনো সমস্যা বা বিষয় মোকাবেলা করা, যা এখানে প্রযোজ্য নয়।
-
বাক্যে in প্রিপজিশন ব্যবহার করা ঠিক, কারণ এটি ব্যবসার পণ্য বা পরিষেবার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে।
-
Other options:
-
ক) with – “deal with” মানে সমস্যা বা কাজ সামলানো; ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
গ) by – প্রিপজিশন হিসেবে অর্থের সঙ্গে মিল নেই।
-
ঘ) on – সাধারণত ব্যবসার জন্য ব্যবহৃত হয় না।
-
0
Updated: 1 month ago
She is committed to _______ her skills.
Created: 2 months ago
A
improving
B
be improved
C
be improving
D
improve
Use of Verb+ing after Certain Phrases with “to”
-
সাধারণত to এর পর Verb এর base form আসে, তবে কিছু বিশেষ phrase বা expression এর পরে verb+ing ব্যবহার হয়।
প্রধান phrase সমূহ:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence Example:
-
She is committed to improving her skills.
-
এখানে committed to phrase এর পরে improving ব্যবহার করা হয়েছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Neither the boy nor his friends ____ present.
Created: 2 months ago
A
was
B
is
C
are
D
has
Correct Answer: গ) are
ব্যাখ্যা:
-
Neither...nor যুক্ত subject-এর verb নির্বাচন করা হয় দ্বিতীয় subject অনুযায়ী।
-
এখানে:
-
প্রথম subject: the boy → singular
-
দ্বিতীয় subject: his friends → plural
-
-
তাই verb হবে plural → are
-
সম্পূর্ণ বাক্য:
Neither the boy nor his friends are present.
-
অর্থ: "না ছেলেটি, না তার বন্ধুরা উপস্থিত ছিল।"
Other Options:
-
was – ভুল, singular verb; friends অনুযায়ী plural verb দরকার।
-
is – ভুল, singular verb; his friends-এর সাথে মেলে না।
-
has – ভুল, possession বোঝায়, এখানে প্রযোজ্য নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago