They suffered much _____ tornado had hit their village.
A
as if
B
since
C
until
D
let alone
উত্তরের বিবরণ
→ [31st BCS Preli]
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) as if: যেন।
খ) since: (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে; তখন থেকে।
গ) until: পর্যন্ত; যে পর্যন্ত না।
ঘ) let alone: দূরে থাক; চিন্তাই করা যায় না এমন।
অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে "since" শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: They suffered much since the tornado had hit their village.
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 1 month ago
Who wrote the poem Ode to a Nightingale?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Lord Byron
Answer: John Keats
Ode to a Nightingale:
-
রচনা করেছেন John Keats।
-
এটি একটি Ode, যা শিল্প ও জীবনের প্রতি ধ্যান ও মননকে প্রকাশ করে।
-
কবিতাটি লেখা হয়েছে nightingale পাখির গানে অনুপ্রাণিত হয়ে।
-
কবি বাগানে গান করছে এমন পাখির সাথে কাল্পনিক কথোপকথনে আনন্দ অনুভব করছেন।
-
কবিতায় পাখিকে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
-
কবি দুঃখ-বেদনা পাশ কাটিয়ে চিরসুখী হতে চাচ্ছেন, কিন্তু শেষমেশ উপলব্ধি করছেন, সুখ, সৌন্দর্য ও যৌবন সবই ক্ষণস্থায়ী।
John Keats:
-
English Romantic lyric poet।
-
তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা এবং মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
-
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
প্রধান কাজের ধরন: sonnets, odes, epics।
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet, The Youngest Poet of English Literature।
প্রখ্যাত কবিতাসমূহ:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
0
Updated: 1 month ago
The antonym of the word "Obscure" is –
Created: 1 month ago
A
Lucid
B
Cryptic
C
Esoteric
D
Pacification
Obscure (Adjective, Verb & Noun)
-
English Meaning: Not well known or difficult to understand; not clear or easy to see.
-
Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
Synonyms:
-
Cryptic – গুপ্ত; দুর্বোধ্য।
-
Recondite – সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়।
-
Esoteric – কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
Antonyms:
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট।
-
Lucid – স্বচ্ছ; সহজবোধ্য।
-
Obvious – স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
উল্লিখিত অপশনগুলো:
-
Lucid – স্বচ্ছ; সহজবোধ্য।
-
Cryptic – গুপ্ত; দুর্বোধ্য।
-
Esoteric – কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
-
Pacification – শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা।
Example Sentences:
-
Clouds obscured the mountain peak.
-
The instructions were obscure and confused everyone.
Source:
0
Updated: 1 month ago
If you stay calm, you will succeed.Make it compound.
Created: 2 months ago
A
Staying calm makes you successful.
B
Stay calm and you will succeed.
C
Keep calm to succeed.
D
In order to be successful, you need to be calm.
Complex Sentence থেকে Compound Sentence এ রূপান্তর (Negative অর্থসহ)
মূল নিয়ম:
-
Complex sentence-এর subordinate clause (যেমন If-Clause) থেকে If ও subject তুলে নিয়ে বাক্য শুরু করা যায়।
-
বাকী clause-এর সাথে coordinating conjunction ব্যবহার করে সংযুক্ত করা হয়। সাধারণ conjunction: and, but, or।
-
If-Clause কে imperative (command/নির্দেশ) আকারে রূপান্তর করা যায়।
উদাহরণ:
-
Complex Sentence: If you stay calm, you will succeed.
-
Compound Sentence: Stay calm and you will succeed.
বিস্তারিত ব্যাখ্যা:
-
মূল Complex Sentence: If you stay calm → subordinate clause
-
Compound Sentence-এ: Stay calm (imperative) + and + you will succeed
-
অর্থ একই থাকে, কিন্তু sentence structure পরিবর্তিত হয়।
0
Updated: 2 months ago