They suffered much _____ tornado had hit their village.
A
as if
B
since
C
until
D
let alone
উত্তরের বিবরণ
→ [31st BCS Preli]
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) as if: যেন।
খ) since: (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে; তখন থেকে।
গ) until: পর্যন্ত; যে পর্যন্ত না।
ঘ) let alone: দূরে থাক; চিন্তাই করা যায় না এমন।
অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে "since" শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: They suffered much since the tornado had hit their village.
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 1 month ago
What is The Rape of the Lock about?
Created: 2 months ago
A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।
0
Updated: 2 months ago
"Oliver Twist" is the title character of a novel, created by-
Created: 1 month ago
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
0
Updated: 1 month ago
He acts as though nothing happened. The underlined phrase is a/an -
Created: 1 month ago
A
Adjective phrase
B
Prepositional phrase
C
Conjunctional phrase
D
Both B & C
“He acts as though nothing happened” বাক্যে “as though” phrase-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Conjunctional Phrase:
-
যে phrase conjunction-এর কাজ করে, অর্থাৎ দুইটি idea, clause বা sentence-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে Conjunctional Phrase বলা হয়।
-
এখানে as though একটি conjunctional phrase, যা main clause (He acts) এবং subordinate clause (nothing happened)-কে সংযুক্ত করছে।
উদাহরণ:
-
She enjoys reading as well as writing.
-
Even though it was raining, they went for a walk.
-
In addition to studying, he works part-time.
বৈশিষ্ট্য:
-
Conjunctional phrases ideas, clauses, বা sentences-কে সংযুক্ত করে।
-
সম্পর্কের ধরন যেমন cause, condition, comparison, addition ইত্যাদি প্রকাশ করতে পারে।
-
কিছু সাধারণ Conjunctional Phrases: as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only…but also ইত্যাদি।
Source:
0
Updated: 1 month ago