If only it were that simple. Here, 'that' is -
A
Adverb
B
Conjunction
C
Interjection
D
Adjective
উত্তরের বিবরণ
If only it were that simple. এখানে 'that' একটি Adverb।
That [adverb]:
-
English meaning: to such a degree; so.
-
Bangla meaning: অতটা; অতখানি এই অর্থে।
Example:
-
If they are that close, they will be here in minutes.
-
If only it were that simple.
Source: Oxford Dictionary.
0
Updated: 1 month ago
Identify the correct spelling
Created: 1 month ago
A
questionaire
B
questionoir
C
questionnaire
D
questionair
Questionnaire (noun)
English Meaning: A set of questions designed to collect information, either personal or for statistical analysis.
Bengali Meaning: প্রশ্নমালা; এমন একটি সেট প্রশ্ন যা ব্যক্তিগত তথ্য বা পরিসংখ্যানের জন্য ব্যবহার করা হয়।
Example Sentences:
-
This professional group in primary care was not fully represented in the questionnaire survey.
-
Participants who signed and returned the consent form were given the questionnaire.
Sources: Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
______ can influence our mood and feelings.
Created: 1 month ago
A
Sceneries
B
A scenery
C
The sceneries
D
Scenery
সঠিক উত্তর হলো Scenery can influence our mood and feelings. Scenery শব্দটি সাধারণত কোনো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বা নৈসর্গিক শোভা বোঝাতে ব্যবহৃত হয়। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো।
-
Scenery (Noun)
-
English Meaning: The natural features of an area, such as mountains, valleys, rivers and forests, when you are thinking about them being attractive to look at.
-
Bangla Meaning: কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা।
-
-
Scenery শব্দটি Uncountable Noun
-
এর আগে article (a, an) বসানো যায় না এবং এর Plural form হয় না।
-
নির্দিষ্ট কোনো দৃশ্য বোঝাতে article the ব্যবহার করা হয়।
-
এটিকে countable noun করার জন্য a piece of scenery ব্যবহার করা হয়।
-
0
Updated: 1 month ago
None but the brave deserves the fair. Here, 'but' is a/an-
Created: 3 weeks ago
A
Pronoun
B
Adverb
C
Preposition
D
Conjunction
বাক্য “None but the brave deserve the fair”–এ but শব্দটির কাজ হলো “except” বোঝানো, অর্থাৎ সাহসী ছাড়া কেউ সুন্দরী পাওয়ার যোগ্য নয়। এখানে but = except হলে এটি Preposition হিসেবে ব্যবহৃত হয়।
ইংরেজিতে but শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে:
-
But (Pronoun): Nobody but has his fault.
এখানে but অর্থে “that not” বা “who not” ব্যবহৃত হয়েছে। -
But (Preposition): No one there but me.
অর্থ: আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। এখানে but = except; apart from; other than। -
But (Adverb): You can but request.
English অর্থ: only; no more than
Bangla অর্থ: শুধু; কেবল; মাত্র
অর্থাৎ মাত্র বা কেবল বোঝাতে but adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। -
But (Noun): But me no buts.
এখানে buts অর্থ: কোনো আপত্তি বা যুক্তি (an objection; an argument against something)। -
But (Verb): But me no buts.
প্রথম But টি verb হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি imperative sentence–এর শুরুতে। অর্থ: কোনো আপত্তি করা বা ‘কিন্তু’ বলা বন্ধ করতে নির্দেশ দেওয়া।
0
Updated: 3 weeks ago