A
কর্তৃবাচ্য
B
কর্মবাচ্য
C
ভাববাচ্য
D
কর্মকর্তৃবাচ্য
উত্তরের বিবরণ
কর্মকর্তৃবাচ্য:
বাংলায় এমন একটি প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়, যাকে কর্মকর্তৃবাচ্য বলা হয়।
বৈশিষ্ট্য:
-
এই ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে।
-
ওই কর্মপদই কর্তার কাজ করে।
-
অর্থাৎ, যে বাক্যে কর্তা নেই, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
উদাহরণ:
-
কাজটা ভাল দেখায় না।
-
বাঁশি বাজে ঐ দূরে।
(এখানে কর্তা নেই; বাঁশিই কর্তার মতো বাক্যকে নেতৃত্ব দিচ্ছে বা কাজ সম্পন্ন করছে)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 day ago