অস্বচ্ছ যুক্তবর্ণ -
A
ল্ক
B
ন্ধ
C
ল্প
D
শ্চ
উত্তরের বিবরণ
ধ্য/দ্ধ/ন্ধ – অস্বচ্ছ যুক্তবর্ণ
যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলা হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এই দিক থেকে যুক্তবর্ণ দুই ধরনের: স্বচ্ছ ও অস্বচ্ছ।
স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ:
জ, ব্দ, ম্ফ, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প, ল্ফ, শ্চ, ষ্ট ইত্যাদি
অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ:
-
দ্ধ (দ+ধ)
-
ন্ধ (ন্+ধ)
-
ব্ধ (ব্+ধ)
-
ভ্র (ভ্+র)
-
ষ্ণ (ষ্ + ণ)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)
0
Updated: 1 month ago
'ক্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 months ago
A
ক্ + ন = ক্ম
B
ক্ + স = ক্ম
C
ক্ + ম = ক্ম
D
ক্ + ণ = ক্ম
যুক্তবর্ণ
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। যুক্তবর্ণ দুই রকম।
যথা- স্বচ্ছ ও অস্বচ্ছ।
• স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স), গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক), জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ), ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র), দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ ), ভ্র ( ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ), রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago
বিজ্ঞান যুক্তবর্ণ, 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
Created: 1 week ago
A
জ+ন
B
জ+ঞ
C
জ+য
D
জ+ম
বাংলা ভাষায় যুক্তবর্ণ গঠিত হয় দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ মিলিয়ে। শব্দের মধ্যে যখন পরপর দুটি ব্যঞ্জনবর্ণ আসে এবং তাদের মাঝে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় না, তখন যুক্তবর্ণ তৈরি হয়।
‘বিজ্ঞান’ শব্দেও এমন একটি যুক্তবর্ণ আছে যা জ এবং ঞ এই দুই ব্যঞ্জনের সংযোগে গঠিত। এই যুক্তবর্ণের উচ্চারণে একটি বিশেষ ধ্বনি তৈরি হয়, যা বাংলা ভাষায় জ্ঞান বা সংজ্ঞা ধরনের শব্দে সাধারণত দেখা যায়।
প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হলোঃ
যুক্তবর্ণ গঠন: যুক্তবর্ণ গঠনের জন্য প্রথম বর্ণের হসন্ত (্) ব্যবহার করে পরের বর্ণের সাথে যুক্ত করা হয়। যেমন— জ্ + ঞ = জ্ঞ।
-
‘বিজ্ঞান’ শব্দের বিশ্লেষণ:
-
মূল শব্দ: ‘বিজ্ঞান’।
-
বিভাজন: বি + জ্ঞান।
-
এখানে ‘জ্ঞান’ অংশে যুক্তবর্ণ হলো ‘জ্ঞ’।
-
-
উচ্চারণ বৈশিষ্ট্য:
-
‘জ্ঞ’ যুক্তবর্ণের উচ্চারণ সাধারণত ‘গ্যান’ বা ‘জ্ঞা’ রূপে হয়।
-
যেমন— বিজ্ঞান (বিগ্যান), সংজ্ঞা (সংগ্যা)।
-
-
আরও কিছু উদাহরণ:
-
জ্ঞান: জানা সম্পর্কিত বিষয় বোঝায়।
-
সংজ্ঞা: কোনো কিছুর নির্দিষ্ট ব্যাখ্যা।
-
অজ্ঞ: জ্ঞানের অভাব বোঝায়।
-
প্রজ্ঞা: তীক্ষ্ণ বা গভীর জ্ঞান বোঝায়।
-
-
বানান ও লেখার নিয়ম:
-
যুক্তবর্ণ লেখার সময় প্রথম ব্যঞ্জনে হসন্ত চিহ্ন (্) যোগ করে পরের ব্যঞ্জন যুক্ত করতে হয়।
-
জ + হসন্ত (্) + ঞ = জ্ঞ — এটিই সঠিক রূপ।
-
-
ব্যবহারিক দিক:
-
‘জ্ঞ’ যুক্তবর্ণ সাধারণত শিক্ষা, জ্ঞান, বোঝাপড়া বা মানসিক বিষয়ের সাথে সম্পর্কিত শব্দে ব্যবহৃত হয়।
-
-
ভাষাগত গুরুত্ব:
-
যুক্তবর্ণ বাংলা ভাষার ধ্বনি বৈচিত্র্য বৃদ্ধি করে।
-
এটি শব্দের অর্থ ও উচ্চারণে পার্থক্য আনে।
-
সংক্ষেপে, ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণ ‘জ্ঞ’ গঠিত হয়েছে জ্ + ঞ দ্বারা। এটি বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ, যা শিক্ষাবিষয়ক ও জ্ঞানসংক্রান্ত শব্দগুলোতে ব্যবহৃত হয়।
0
Updated: 1 week ago
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
হ্ + ন
B
হ্ + ণ
C
হ্ + র
D
হ্ + ঋ
বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ হলো দুটি বা ততোধিক বর্ণের সংযোগ থেকে গঠিত একক ধ্বনি। যেমন, হ্ + ঋ = হৃ।
-
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্চ = ঞ্ + চ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ন = হ্ন
-
উৎস:
0
Updated: 1 month ago