অস্বচ্ছ যুক্তবর্ণ -
A
ল্ক
B
ন্ধ
C
ল্প
D
শ্চ
উত্তরের বিবরণ
ধ্য/দ্ধ/ন্ধ – অস্বচ্ছ যুক্তবর্ণ
যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলা হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এই দিক থেকে যুক্তবর্ণ দুই ধরনের: স্বচ্ছ ও অস্বচ্ছ।
স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ:
জ, ব্দ, ম্ফ, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প, ল্ফ, শ্চ, ষ্ট ইত্যাদি
অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ:
-
দ্ধ (দ+ধ)
-
ন্ধ (ন্+ধ)
-
ব্ধ (ব্+ধ)
-
ভ্র (ভ্+র)
-
ষ্ণ (ষ্ + ণ)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)
0
Updated: 1 month ago
কোনটি সঠিক যুক্তবর্ণ?
Created: 2 months ago
A
ঙ্ + চ = ঞ্চ
B
হ্ + ন = হ্ন
C
হ্ + ঊ = হু
D
হ্ + ণ = হৃ
যুক্তবর্ণ
-
সঠিক যুক্তবর্ণ:
-
হ্ + ন = হ্ন
-
-
অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধরূপ:
-
ঞ্ + চ = ঞ্চ
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ–২০২১)
0
Updated: 2 months ago
কোন দুটি বর্ণযোগ্য 'জ্ঞ' যুক্তব্যঞ্জনটি গঠিত?
Created: 1 day ago
A
ঞ্ + জ
B
ঞ্ + ড
C
ড্ + ঞ
D
জ্ + ঞ
0
Updated: 1 day ago
‘হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি?
Created: 1 month ago
A
ক + ষ
B
হ + ম
C
হ + ন
D
ষ + ণ
দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ = ক্ষ, হ + ন = হ্ন, ষ + ণ = ষ্ণ ।
0
Updated: 1 month ago