A
সন্ধিজনিত
B
বিভক্তিজনিত
C
প্রত্যয়জনিত
D
বাহুল্যজনিত
উত্তরের বিবরণ
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি:
-
অশুদ্ধ উদাহরণ: সৌন্দর্যতা
-
শুদ্ধ শব্দ: সৌন্দর্য
-
প্রকৃতি: প্রত্যয় – সুন্দর + য
‘তা’ প্রত্যয়ের শুদ্ধ ও অশুদ্ধ প্রয়োগ:
-
‘তা’, ‘ত্ব’ প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।
-
এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে।
-
তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
-
বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।
উদাহরণ: সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন

0
Updated: 1 day ago
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Created: 1 week ago
A
জবাবদিহি
B
মিথস্ক্রিয়া
C
অধীনস্থ
D
গৌরবিত
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:
• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- একত্রিত - একত্র;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য;
- বাহ্যিক - বাহ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago
কোনটি অপপ্রয়োগ?
Created: 2 hours ago
A
আলস্য
B
সখ্য
C
মৈত্রতা
D
লাঘব
‘মৈত্রতা’ শব্দটি অপপ্রয়োগ।
-
এটি ‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগজনিত ভুল।
-
শুদ্ধ প্রয়োগ: মৈত্র, মিত্রতা।
অন্যদিকে, লাঘব, সখ্য, আলস্য—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 hours ago
নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি?
Created: 1 day ago
A
একত্রিত
B
অধীনস্থ
C
করিতকর্মী
D
ঘূর্ণায়মান
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি:
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে ভুল হয়, সেরকম কিছু শব্দের তালিকা নিম্নরূপঃ
অশুদ্ধ শব্দ | শুদ্ধ শব্দ |
---|---|
আবশ্যকীয় | আবশ্যক |
একত্রিত | একত্র |
অধীনস্থ | অধীন |
করিতকর্মী | করিতকর্মা |
গণ্যনীয় | গণনীয় |
জ্ঞানমান | জ্ঞানবান |
ঘূর্ণীয়মান | ঘূর্ণায়মান |
পুজ্য | পূজ্য |
বাহ্যিক | বাহ্য |
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago