‘বিস্ময়াপন্ন’ পদটির সঠিক ব্যাসবাক্য-
A
বিস্ময়ে যে আপন্ন
B
বিস্ময় দ্বারা আপন্ন
C
বিস্ময়কে আপন্ন
D
বিস্ময়ে আপন্ন
উত্তরের বিবরণ
দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে ইত্যাদি) লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
বিপদকে আপন্ন → বিপদাপন্ন
-
বিস্ময়কে আপন্ন → বিস্ময়াপন্ন
-
পরলোকে গত → পরলোকগত
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
Created: 2 months ago
A
গাছো
B
গাছি
C
গেছো
D
আরোহী
গাছে উঠতে পটু যে - গেছো। আরোহণ করে যে - আরোহী।
0
Updated: 2 months ago
‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-
Created: 2 months ago
A
কৃত্তি
B
নির্মোক
C
অজিন
D
করভ
'নির্মোক' শব্দের অর্থ হলো সাপের ফেলা খোলস বা ত্বক। এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ। যখন সাপ তার পুরনো চামড়া বদলায়, সেই খোলসটিকে 'নির্মোক' বলা হয়।
0
Updated: 2 months ago
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?
Created: 1 month ago
A
ঐতিহাসিক
B
ইতিহাসবিদ
C
ইতিহাস রচয়িতা
D
ইতিহাসবেত্তা
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
0
Updated: 1 month ago