‘যা প্রকাশ করা হয়নি’ এর এক কথায় প্রকাশ কোনটি?
A
অবক্তব্য
B
অব্যক্ত
C
অনুক্ত
D
অশ্রুতপূর্ব
উত্তরের বিবরণ
‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায়: অব্যক্ত
অন্য শব্দসমূহ:
-
‘যা বলা হয় নি এমন’ → অনুক্ত
-
‘যা পূর্বে শোনা যায় নি এমন’ → অশ্রুতপূর্ব
-
‘কথায় প্রকাশ করার অযোগ্য’ → অবক্তব্য
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 3 months ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।
0
Updated: 3 months ago
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
Created: 1 month ago
A
ন্যায়বাগীশ
B
নৈয়ায়িক
C
ন্যায়পাল
D
ন্যায়ঋদ্ধ
এক কথায় প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির বা বৈশিষ্ট্যের নাম/শব্দের অর্থ বোঝানো হয়। গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হলো:
-
ন্যায় শাস্ত্র জানেন যিনি – নৈয়ায়িক
-
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি – ঋত্বিক
-
যুদ্ধে স্থির থাকেন যিনি – যুধিষ্ঠির
-
মায়া জানে না যে – অমায়িক
-
বিবাদ করে যে – বিবাদমান
-
বচনে কুশল – বাগ্মী
-
বিদ্যা আছে যার – বিদ্বান
-
বেদ সম্বন্ধীয় – বৈদিক
-
বেশি কথা বলে যে – বাচাল
0
Updated: 1 month ago
‘সকলের জন্য প্রযোজ্য’ – এক কথায় কী হবে?
Created: 3 weeks ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
সর্বজনস্বীকৃত
D
সর্বজনগ্রাহ্য
“সকলের জন্য প্রযোজ্য” বলতে বোঝানো হয়—যা সব মানুষ বা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারও জন্য আলাদা নয়। এর একক শব্দ হচ্ছে “সর্বজনীন”।
-
সর্বজনীন = সর্ব (সব) + জন (মানুষ) + য়ীন (সম্পর্কিত) → অর্থাৎ সবার জন্য প্রযোজ্য, সর্বত্র মান্য।
-
সার্বজনীন শব্দটিও বাংলায় প্রচলিত, তবে এটি সংস্কৃত রূপ “সার্ব” (সব) থেকে এসেছে। আধুনিক প্রমিত বাংলায় “সর্বজনীন” শব্দটিই সঠিক ও প্রচলিত।
-
সর্বজনস্বীকৃত = যা সবাই স্বীকার করে নিয়েছে।
-
সর্বজনগ্রাহ্য = যা সবাই গ্রহণ করেছে বা মান্য করেছে।
তবে এ দুটো (স্বীকৃত/গ্রাহ্য) “সকলের জন্য প্রযোজ্য” অর্থ প্রকাশ করে না, বরং “সবার কাছে গ্রহণযোগ্য” বোঝায়।
তাই সঠিক উত্তর: সর্বজনীন।
0
Updated: 3 weeks ago