A
গরিয়াসী
B
গরীয়সী
C
গরীয়াসী
D
গরিয়ানী
উত্তরের বিবরণ
‘গরীয়ান’ শব্দটির স্ত্রীবাচক: গরীয়সী
গরীয়ান:
-
অর্থ: মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর, বৃহত্তর, বিত্তশালী, মহার্ঘ
-
স্ত্রীলিঙ্গ: গরীয়সী
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 day ago
নিত্যস্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 day ago
A
যোগিনী
B
সধবা
C
জেনানা
D
গুণবতী
নিত্য স্ত্রীবাচক শব্দ: সধবা
নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে, এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়।
উদাহরণ: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি
নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ যা কেবল স্ত্রীকে নির্দেশ করে, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি
অন্যান্য স্ত্রীবাচক রূপ:
-
যোগী → যোগিনী
-
মরদ → জেনানা
-
গুণবান → গুণবতী
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 1 month ago
দুর্দমনীয়' বলতে কী বোঝায়?
Created: 2 weeks ago
A
নষ্ট হওয়াই স্বভাব নয় যার
B
যা নিবারণ করা কষ্টকর
C
যা দমন করা কষ্টকর
D
যা দমন করা যায় না
দুর্দমনীয়
-
অর্থ: যা দমন করা কষ্টকর বা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
অদম্য – যা দমন করা যায় না।
-
দুর্নিবার – যা নিবারণ করা কষ্টকর।
-
অবিনশ্বর – নষ্ট হওয়াই স্বভাব নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago