নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ ?


A

যারা ধার্মিক তারা সুখী।


B

আমাদের সমাজ আর তাদের সমাজ এক নয়।


C

তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই।


D

ধনী হলেও তুমি উদার নও।


উত্তরের বিবরণ

img

যৌগিক বাক্য:
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।

বৈশিষ্ট্য:

  • যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো সাধারণত এবং, কিন্তু, ও, অথবা, অথচ, কিংবা, বরং, তবে, তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযুক্ত থাকে।

উদাহরণ:

  • আমাদের সমাজ আর তাদের সমাজ এক নয়।

  • সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয়।

অন্য ধরনের বাক্য:

  • জটিল বাক্য: যারা ধার্মিক তারা সুখী।

  • সরল বাক্য: তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই।

  • সরল বাক্য: ধনী হলেও তুমি উদার নও।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরনের বাক্য?

Created: 1 week ago

A

সরল বাক্য

B

মিশ্র বাক্য

C

যৌগিক বাক্য

D

বৈপরীত্যমূলক বাক্য

Unfavorite

0

Updated: 1 week ago

কোনটি যৌগিক বাক্য?


Created: 2 months ago

A

সত্য কথা না বলে বিপদে পড়েছি।


B

মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।



C

মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।


D

খ ও গ উভয়ই


Unfavorite

0

Updated: 2 months ago

নিচের কোনটি যৌগিক বাক্য?

Created: 1 month ago

A

দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।

B

তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।

C

মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।

D

ছেলেটি চঞ্চল তবে মেধাবী।

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD