A
উল + লাস
B
উৎ + লাস
C
উদ্ + লাস
D
উলঃ + লাস
উত্তরের বিবরণ
ব্যঞ্জনসন্ধি:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
উদাহরণ:
-
চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)
-
বিপদ্ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)
-
উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 day ago
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
বনঃ + পতি
B
বন + পতি
C
বনস + পতি
D
বন + স্পতি
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বনঃ + পতি = বনস্পতি, পর + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।

0
Updated: 1 month ago
‘তদ্রুপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 4 days ago
A
তৎ + রূপ
B
তদ + রূপ
C
তৎ + রুপ
D
তদ + রুপ
‘তদ্রুপ’ — সঠিক সন্ধি বিচ্ছেদ: তৎ + রূপ = তদ্রুপ
অনুরূপ কিছু সন্ধি বিচ্ছেদ:
-
উৎ + ঘাটন = উদ্ঘাটন
-
উৎ + যোগ = উদ্যোগ
-
উৎ + বন্ধন = উদ্বন্ধন
-
তৎ + মধ্যে = তন্মধ্যে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 4 days ago
'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
রবী + ইন্দ্র
B
রবী + ঈন্দ্র
C
রবি + ইন্দ্র
D
রবি + ঈন্দ্র
সঠিক সন্ধি বিচ্ছেদ
‘রবীন্দ্র’ শব্দটির সন্ধি হলো – রবি + ইন্দ্র = রবীন্দ্র।
নিয়ম:
যখন ই-কার (ি) বা ঈ-কার (ী) এর পর আবার ই-কার (ি) বা ঈ-কার (ী) আসে, তখন এরা মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার (ী) হয়ে যায়। আর এই দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
অতি + ইত = অতীত
অতএব, নিয়ম অনুযায়ী রবি + ইন্দ্র = রবীন্দ্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago