A
অর্থহীন কথা
B
কালে-ভদ্রে
C
অপ্রত্যাশিত বাধা
D
অপরিহার্য অবলম্বন
উত্তরের বিবরণ
‘অকালের বাদলা’ বাগধারার অর্থ: অপ্রত্যাশিত বাধা
অন্যান্য বাগধারা ও অর্থ:
-
‘অন্ধের যষ্টি’ → অপরিহার্য অবলম্বন
-
‘আগরম বাগড়ম’ → অর্থহীন কথা
-
‘অবরেসবরে’ → কালে-ভদ্রে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 day ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 1 week ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 1 week ago
নদের চাঁদ বাগধারাটির অর্থ কি?
Created: 13 hours ago
A
বিশেষ শোম্মানিত ব্যক্তি
B
অদৃষ্টের পরিহাস
C
অতি আকাঙ্খিত বস্তু
D
অহমিকাপূর্ণ নির্গুন ব্যক্তি
নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।

0
Updated: 13 hours ago
কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 4 days ago
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 4 days ago