নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A
মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
B
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
C
আমি সন্তুষ্ট হলাম।
D
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
উত্তরের বিবরণ
অশুদ্ধ ও শুদ্ধ বাক্য:
-
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম। -
অশুদ্ধ: মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
শুদ্ধ: মেয়েটি সুকেশী ও সুহাসিনী। -
অশুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। -
অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
"শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে"- বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্তায় শূন্য
B
কর্মে শূন্য
C
অপাদানে শূন্য
D
অধিকরনে শূন্য
বাক্যটিতে ‘বিদ্যালয়’ শব্দটি কর্তৃকারক এবং এতে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে, কারণ এখানে বিদ্যালয় নিজেই বন্ধ থাকার কাজটি করছে, অর্থাৎ ক্রিয়ার কার্যসম্পাদনকারী বিষয় হিসেবে এটি কর্তা। স্থান যখন নিজেই কাজটি সম্পাদন করে, তখন তাকে কর্ম-কর্তৃবাচ্যের কর্তা বা কর্তাকারক বলা হয়।
তথ্যসমূহ:
-
কর্তৃকারক: যে ব্যক্তি, বস্তু বা স্থান কোনো কাজ সম্পাদন করে বা যার সম্বন্ধে কিছু বলা হয়, তাকে কর্তৃকারক বলা হয়। এই বাক্যে “বিদ্যালয়” নিজেই “বন্ধ থাকার” কাজটি করছে, তাই এটি কর্তা হিসেবে গণ্য।
-
শূন্য বিভক্তি: কোনো শব্দে যদি বিভক্তি চিহ্ন না থাকে, অর্থাৎ কোনো প্রত্যয় যুক্ত না হয়, তবে তাকে শূন্য বিভক্তি বলা হয়। এখানে “বিদ্যালয়” শব্দের সঙ্গে কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই এটি শূন্য বিভক্তি ধারণ করেছে।
-
কর্ম-কর্তৃবাচ্যের কর্তা: যখন ক্রিয়ার কার্য নিজেই কোনো বস্তুর বা স্থানের মাধ্যমে সম্পন্ন হয়, তখন সেটিকে কর্ম-কর্তৃবাচ্যের কর্তা বলা হয়। “বিদ্যালয় বন্ধ আছে”—এই বাক্যে বিদ্যালয় নিজেই বন্ধ অবস্থায় রয়েছে, তাই এটি এই শ্রেণিতে পড়ে।
0
Updated: 2 weeks ago
'কাঙাল' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কাঙালনী
B
কাঙালিনি
C
কাঙালইনী
D
কাঙালনি
স্ত্রীবাচক রূপ নির্ণয়
-
কিছু শব্দের সঙ্গে ‘ইনী’ প্রত্যয় যুক্ত করে তাদের স্ত্রীবাচক রূপ তৈরি করা হয়।
-
উদাহরণ:
-
কাঙাল → কাঙালিনী / কাঙালিনী
-
গোয়ালা → গোয়ালিনী
-
বাঘ → বাঘিনী
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
আমি সন্তোষ হলাম
B
আমি সন্তুষ্ট হলাম
C
আমি সন্তোষ্ট হইলাম
D
আমি সন্তূষ্ট হলাম
'আমি সন্তুষ্ট হলাম' বাক্যটি শুদ্ধ। আমি সন্তোষ হলাম, আমি সন্তোষ্ট হইলাম বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
0
Updated: 1 month ago