"বাংলাদেশ জিতে থাকবে।" - এখানে ক্রিয়ার কোন কাল রয়েছে?
A
সাধারণ ভবিষ্যৎ কাল
B
ঘটমান ভবিষ্যৎ কাল
C
পুরাঘটিত ভবিষ্যৎ কাল
D
ভবিষ্যৎ অনুজ্ঞা
উত্তরের বিবরণ
পুরাঘটিত ভবিষ্যৎ কাল:
যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে।
বৈশিষ্ট্য:
-
ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সমাপ্ত হয়ে যাবে।
উদাহরণ:
-
বাংলাদেশ জিতে থাকবে।
-
কাঞ্চন বোধহয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে।
(এখানে "বুঝে থাকবে" নির্দেশ করছে যে ভবিষ্যতের নির্দিষ্ট এক সময়ে অঙ্ক বোঝার কাজ সমাপ্ত হবে)
উৎস:
বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
সাধারণ অতীত কালের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
তারা মাঠে খেলছিল।
B
তখন বাতিটা জ্বলে উঠল।
C
খরবটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।
D
তিনি রোজ সকালে বাগানে পানি দিতেন।
অতীত কালের প্রকারভেদ
১। সাধারণ অতীত:
অতীতে সম্পন্ন হওয়া কাজকে বোঝায়।
যেমন—
-
তারা সেখানে বেড়াতে গেল।
-
তখন বাতিটা জ্বলে উঠল।
২। ঘটমান অতীত:
অতীতে চলমান অবস্থায় যে কাজ হচ্ছিল তাকে বোঝায়।
যেমন—
-
আমরা তখন বই পড়ছিলাম।
-
তারা মাঠে খেলছিল।
৩। পুরাঘটিত অতীত:
অতীতে কোনো একটি কাজ বহু আগে সম্পন্ন হয়েছে এবং পরে আরেকটি কাজ ঘটেছে— এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
যেমন—
-
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
-
খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।
৪। নিত্য অতীত:
অতীতে কোনো কাজ প্রায়ই বা নিয়মিতভাবে ঘটতো বোঝালে নিত্য অতীত হয়।
যেমন—
-
খুব সকালে ঘুম থেকে উঠতাম।
-
তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।
-
তিনি রোজ সকালে বাগানে পানি দিতেন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ঘটমান অতীত কাল নির্দেশ করে?
Created: 1 month ago
A
পড়ছিলাম
B
পৌঁছেছিলাম
C
উঠতাম
D
করেছিলাম
অতীত কালের প্রকারভেদ
বাংলা ভাষায় অতীত কালের ক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যা ক্রিয়ার সময় এবং ঘটনার প্রকৃতির ওপর নির্ভর করে।
• ঘটমান অতীত:
যে ক্রিয়া অতীত কালে চলছিল বা নির্দিষ্ট সময়ের মধ্যে চলছিল, তাকে ঘটমান অতীত বলে।
উদাহরণ: আমরা তখন বই পড়ছিলাম।
• সাধারণ অতীত:
অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গেছে, তাকে সাধারণ অতীত বলে।
উদাহরণ: তারা সেখানে বেড়াতে গেল।
• পুরাঘটিত অতীত:
অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে অন্য ঘটনা সংঘটিত হয়েছে, তার কালকে পুরাঘটিত অতীত বলে।
উদাহরণ:
-
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।
-
দায়িত্বটি আমি পালন করেছিলাম।
• নিত্য অতীত:
অতীত কালে এমন ক্রিয়া যা প্রায়ই ঘটত, তাকে নিত্য অতীত বলে।
উদাহরণ: খুব সকালে ঘুম থেকে উঠতাম।
0
Updated: 1 month ago
’তিথি অঙ্কটি করেছে।’- বাক্যটি কোন কালের উদাহরণ?
Created: 1 month ago
A
সাধারণ অতীত
B
পুরাঘটিত বর্তমান
C
অনুজ্ঞা বর্তমান
D
পুরাঘটিত অতীত
বর্তমান কালের বিভাজন
সাধারণ বর্তমান:
যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত বা অভ্যাসগতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে।
উদাহরণ:
-
আমি স্কুলে যাই।
-
সূর্য পূর্ব দিকে ওঠে।
ঘটমান বর্তমান:
যে ক্রিয়া বর্তমানে ঘটছে বা চলছে, তাকে ঘটমান বর্তমান কাল বলে।
উদাহরণ:
-
আমি স্কুলে যাচ্ছি।
-
আমাদের পরীক্ষা চলছে।
পুরাঘটিত বর্তমান:
যে ক্রিয়া অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
উদাহরণ:
-
তিথি অঙ্কটি করেছে।
-
তারা বাড়িতে ফিরেছে।
অনুজ্ঞা বর্তমান:
যে ক্রিয়ার মাধ্যমে বর্তমান কালে আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ বা উপেক্ষা প্রকাশ পায়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
উদাহরণ:
-
তাড়াতাড়ি কাজটি করো।
-
সকলের মঙ্গল হোক।
0
Updated: 1 month ago