A
উপসর্গ
B
প্রত্যয়
C
সমাস
D
বলক যোগে
উত্তরের বিবরণ
‘ছাত্রসমাজ’ - শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ: ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)

0
Updated: 1 day ago
‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্তপদ?
Created: 4 days ago
A
উপমিত কর্মধারয়
B
রূপক কর্মধারয়
C
অলুক তৎপুরুষ
D
উপমান কর্মধারয়
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন - তুষারশুভ্র (বিশেষ্য + বিশেষণ) = তুষারের ন্যায় শুভ্র। কাজলকালো (বিশেষ্য + বিশেষণ) = কাজলের ন্যায় কালো। অরুণের ন্যায় রাঙা = অরুনরাঙা।

0
Updated: 4 days ago
সমাস ভাষাকে কী করে?
Created: 1 month ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
অর্থপূর্ণ করে
D
অর্থের রূপান্তর ঘটায়
● সমাস কী?
-
সমাস হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একাধিক শব্দকে মিলিয়ে একটি নতুন, ছোট অথচ অর্থপূর্ণ শব্দ তৈরি করা হয়।
-
‘সমাস’ শব্দের মানে হলো সংক্ষেপ বা একত্রে মিলন।
-
সমাসের মূল কাজ হলো ভাষাকে ছোট করে সহজ করা এবং নতুন অর্থ তৈরি করা।
-
সমাস নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে, বিশেষ করে শব্দ ও রূপতত্ত্ব অংশে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 1 month ago
সমাস সাধিত পদ কোনটি?
Created: 12 hours ago
A
বোনাই
B
চাষী
C
দম্পতি
D
মানব
বিশেষ্য+ বিশেষ্য= দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি= দম্পতি।

0
Updated: 12 hours ago