'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
A
অর্থহীন কথা
B
কালে-ভদ্রে
C
অপ্রত্যাশিত বাধা
D
অপরিহার্য অবলম্বন
উত্তরের বিবরণ
‘অকালের বাদলা’ বাগধারার অর্থ: অপ্রত্যাশিত বাধা
অন্যান্য বাগধারা ও অর্থ:
-
‘অন্ধের যষ্টি’ → অপরিহার্য অবলম্বন
-
‘আগরম বাগড়ম’ → অর্থহীন কথা
-
‘অবরেসবরে’ → কালে-ভদ্রে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
Created: 3 weeks ago
A
বিশৃঙ্খল
B
বেহায়া
C
অত্যন্ত গরিব
D
খুব অলস
‘গোঁফ খেজুরে’ বাগ্ধারার অর্থ হলো খুব অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এই বাগ্ধারাটি এমন মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে বা সময় অপচয় করে।
অন্যদিকে:
-
চশমখোর অর্থ বেহায়া বা নির্লজ্জ ব্যক্তি।
-
ছা-পোষা অর্থ অত্যন্ত গরিব বা দরিদ্র অবস্থা সম্পন্ন ব্যক্তি।
-
জগাখিচুড়ি অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা।
0
Updated: 3 weeks ago
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
Created: 2 months ago
A
তুলসী বনের বাঘ
B
বিড়াল তপস্বী
C
ভিজা বিড়াল
D
বকধার্মিক
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটি অর্থ–ভণ্ড, শয়তান। ‘বকধার্মিক’ বাগধারাটি অর্থ–ভণ্ড। ‘বিড়াল তপস্বী’ বাগধারাটি অর্থ–ভণ্ড তপস্বী। অন্যদিকে, ‘ভিজা বিড়াল’ বাগধারাটি অর্থ–সাধু বেশে অসৎ লোক।
0
Updated: 2 months ago