'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
A
অর্থহীন কথা
B
কালে-ভদ্রে
C
অপ্রত্যাশিত বাধা
D
অপরিহার্য অবলম্বন
উত্তরের বিবরণ
‘অকালের বাদলা’ বাগধারার অর্থ: অপ্রত্যাশিত বাধা
অন্যান্য বাগধারা ও অর্থ:
-
‘অন্ধের যষ্টি’ → অপরিহার্য অবলম্বন
-
‘আগরম বাগড়ম’ → অর্থহীন কথা
-
‘অবরেসবরে’ → কালে-ভদ্রে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
‘ছকড়া নকড়া’ – বাগধারাটির অর্থ কী?
Created: 3 weeks ago
A
সস্তা দর
B
নষ্ট করা
C
দুর্লভ বস্তু
D
আশায় নৈরাশ্য
‘ছকড় নকড়া’ বাগধারাটির অর্থ– ‘সস্তা দর’। বাক্য গঠন: ছকড়া নকড়া দামে পুরনো গাড়িটা বিক্রি করে দিলাম। তাছাড়া, ‘ছিনিমিনি খেলা’ বাগধারাটির অর্থ- – ‘নষ্ট করা’ ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ– ‘দুর্লভ বস্তু’, ‘গুড়ে বালি’ বাগধারাটির অর্থ– ‘আশায় নৈরাশ্য’।
0
Updated: 3 weeks ago
‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
বৃহৎ বিষয়
B
গ্রন্থ
C
ছোটোগল্প
D
কোনোটিই নয়
’সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়। ১৪শ শতকে মাধব কন্দলী অসমীয়া ভাষায় সম্ভকাও রামায়ণ নামে বাল্মীকি রামায়ণ অনুবাদ করেন। এটি সাতটি খণ্ডে বিভক্ত ছিল এবং আকার ছিল বড় ও বিস্তৃত।
0
Updated: 1 month ago
‘ইঁদুর কপাল’ – এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
অদৃষ্টের পরিহাস
B
চাঁদের হাট
C
একাদশে বৃহস্পতি
D
কেউকেটা
‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago