'ছাত্রসমাজ' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
A
উপসর্গ
B
প্রত্যয়
C
সমাস
D
বলক যোগে
উত্তরের বিবরণ
‘ছাত্রসমাজ’ - শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ: ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 2 months ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।
0
Updated: 2 months ago
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
Created: 4 weeks ago
A
প্রত্যয়াস্ত বহুব্রীহি
B
সংখ্যাবাচক বহুব্রীহি
C
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
D
ব্যধিকরণ বহুব্রীহি
অন্তরীপ সমস্তপদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। এই ধরনের বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয়। যেমন: দু দিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।
0
Updated: 4 weeks ago
'কদর্থ' কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়।
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্য বোঝালে।
উদাহরণ: যে চালাক সেই চতুর → চালাক-চতুর
২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে।
উদাহরণ: যিনি জজ তিনিই সাহেব → জজ সাহেব
৩. কার্যের পরম্পরা বোঝাতে দুটি কৃতান্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়।
উদাহরণ: আগে ধোয়া পরে মোছা → ধোয়ামোছা
৪. পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়।
উদাহরণ: সুন্দরী যে লতা → সুন্দরলতা, মহতী যে কীর্তি → মহাকীর্তি
৫. পূর্বপদে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ থাকলে 'মহৎ' বা 'মহান' স্থানে ‘মহা’ হয়।
উদাহরণ: মহৎ যে জ্ঞান → মহাজ্ঞান, মহান যে নবি → মহানবি
৬. পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে ‘কৎ’ হয়।
উদাহরণ: কু যে অর্থ → কদর্থ, কু যে আচার → কদাচার
৭. পরপদে ‘রাজা’ শব্দ থাকলে কর্মধারয় সমাসে এটি ‘রাজ’ হয়।
উদাহরণ: মহান যে রাজা → মহারাজ
0
Updated: 1 month ago