নিত্যস্ত্রীবাচক শব্দ কোনটি?
A
যোগিনী
B
সধবা
C
জেনানা
D
গুণবতী
উত্তরের বিবরণ
নিত্য স্ত্রীবাচক শব্দ: সধবা
নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে, এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়।
উদাহরণ: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি
নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ যা কেবল স্ত্রীকে নির্দেশ করে, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি
অন্যান্য স্ত্রীবাচক রূপ:
-
যোগী → যোগিনী
-
মরদ → জেনানা
-
গুণবান → গুণবতী
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Created: 3 days ago
A
সাহেব
B
বেয়াই
C
সঙ্গী
D
কবিরাজ
নিত্য লিঙ্গবাচক শব্দসমূহ
বাংলা ভাষায় শব্দগুলোকে লিঙ্গভিত্তিক তিন প্রকারে ভাগ করা হয় — নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক, এবং যোগবাচক। এখানে নিত্য পুরুষবাচক ও নিত্য স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করা হলো।
নিত্য পুরুষবাচক শব্দ:
যে সমস্ত শব্দের কোনো স্ত্রীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। অর্থাৎ, এই ধরনের শব্দ সাধারণত পুরুষ লিঙ্গ বোঝায় এবং এর স্ত্রীবাচক রূপ ব্যবহার হয় না। উদাহরণস্বরূপ—
রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ:
বাংলা ভাষায় এমন কিছু শব্দও রয়েছে যেগুলোর পুরুষবাচক রূপ নেই এবং তারা নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত। অর্থাৎ, এই ধরনের শব্দগুলো শুধুমাত্র নারী লিঙ্গ বোঝায়। যেমন—
সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, এয়ো, দাই, কুলটা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।
যোগবাচক শব্দের উদাহরণ:
কিছু শব্দের পুরুষবাচক ও স্ত্রীবাচক দুটোই থাকে। যেমন—
-
সঙ্গী (পুরুষ) – সঙ্গিনী (স্ত্রী)
-
সাহেব (পুরুষ) – বিবি (স্ত্রী)
-
বেয়াই (পুরুষ) – বেয়াইন (স্ত্রী)
উৎস:
-
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 3 days ago
নতুন শব্দ গঠন করে-
Created: 2 months ago
A
সন্ধি ও সমাস
B
সন্ধি ও কারক
C
সমাস ও পদ
D
প্রত্যয় ও পুরুষ
সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। যেমন: সন্ধি: হিম ও আলয় দুইটা আলাদা শব্দ। যদি সন্ধির মাধ্যমে দুইটিকে একত্রিত করা যায়, তাহলে নতুন শব্দ হয় এবং উচ্চারণে সুবিধা হয়। যেমন: হিম + আলয় = হিমালয় সমাস: সমাস এর মাধ্যমে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন: দোয়াত ও কলম = দোয়াত - কলম
0
Updated: 2 months ago
গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?
Created: 2 months ago
A
তৎসম
B
অর্ধ-তৎসম
C
দেশি
D
বিদেশি
"গিন্নী" এবং "কেষ্ট" — এই দুটি শব্দ দেশি শব্দ।
✅ সঠিক উত্তর: গ) দেশি ✅
0
Updated: 2 months ago