‘নিরাময়’ - এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A
নিরঃ + ময়
B
নিরা + ময়
C
নিঃ + আময়
D
নির + ময়
উত্তরের বিবরণ
নিরাময়’ এর সন্ধি-বিচ্ছেদ: নিঃ + আময়
নিরাময় (বিশেষণ):
- 
রোগহীন; নীরোগ; সুস্থ 
- 
দূরীকৃত; বিতাড়িত (চিকিৎসা দ্বারা নিরাময় করা) 
নিরাময় (বিশেষ্য):
- 
দূরীকরণ; বিতাড়ন (অসুস্থতা নিরাময়ের জন্য) 
নিরাময়:
- 
শব্দ: তৎসম বা সংস্কৃত 
- 
সন্ধি-বিচ্ছেদ: নিঃ + আময় 
- 
সমাস: বহুব্রীহি সমাস 
উৎস: অভিগম্য অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ব্য+অর্থ
B
বি+অর্থ
C
ব্যা+অর্থ
D
ব+অর্থ
“ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ -
Created: 3 months ago
A
শির + ছেদ
B
শিরঃ + ছেদ
C
শিরশ্ + ছেদ
D
শির + উচ্ছেদ
• 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ - 'শিরঃ + ছেদ'।
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘােষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমন:
• সূত্র: ( ঃ + চ / ছ = শ + চ / ছ),
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। 
• সূত্র: (ঃ + ট / ঠ = ষ + ট/ ঠ),
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর। 
• সূত্র: (ঃ + ত / থ = স + ত / থ),
- দুঃ +তর = দুস্তর।
- দুঃ +থ = দুস্থ।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
’সংহার’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
সয়ং + হার
B
সম্ + হার
C
সঙ + হার
D
সম্ং + হার
- (ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি) নিয়মে গঠিত ব্যঞ্জন সন্ধি।
- ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার হয়।
যেমন-
- সম্ + বাদ = সংবাদ,
- সম্ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্ + লাপ = সংলাপ;
- সম্ + শয় = সংশয়;
- সম্ + সার = সংসার;
- সম্ + হার = সংহার।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago