A
John Steinbeck
B
Toni Morrison
C
Chinua Achebe
D
Saul Bellow
উত্তরের বিবরণ
Seize the Day
-
লেখক: Saul Bellow
-
ধরন: Novella
-
প্রকাশ: 1956
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
কাহিনী কেন্দ্রিত Tommy Wilhelm-এর জীবনের একদিনের ওপর।
-
Tommy মধ্যম স্তরের চাকরিজীবী থেকে পতিত হয়ে বেকারত্ব, বিবাহবিচ্ছেদ এবং হতাশার মধ্যে পড়ে।
-
গল্পটি মানুষের পার্থিব সাফল্যের প্রতি দ্ব্যর্থক মনোভাব ও নায়কের জীবন সংগ্রামের যাত্রাকে তুলে ধরে।
-
Saul Bellow
-
জাতীয়তা: American
-
পেশা: Novelist
-
পুরস্কার ও সম্মাননা:
-
Nobel Prize (1976)
-
Pulitzer Prize (1976)
-
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Seize the Day
-
The Adventure of Augie March
-
Herzog
-
Dangling Man
-
Henderson the Rain King
-
The Victim
-
Source: Britannica

0
Updated: 1 day ago
What is Denotation?
Created: 3 weeks ago
A
The Repetition of a synonym at the beginning
B
The Repetition of a vowel at the beginning
C
The theme or central idea of a work
D
The direct or lexical meaning of any word
• Denotation:
- The direct or lexical meaning of any word.
- Denotation is a word or thing’s literal or main definition
- অর্থাৎ এটি কোনো শব্দের সরাসরি বা আভিধানিক অর্থ নির্দেশ করে।
Example:
- A "Bird" is a winged biped that can Fly.
- "Man" is a wingless biped.
• Denotation শব্দের প্রকৃত বা আক্ষরিক অর্থ বুঝতে সাহায্য করে এবং যোগাযোগে সঠিকতা বজায় রাখে। এটি ভাষা এবং সাহিত্য বিশ্লেষণে একটি মৌলিক ধারণা।
উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

0
Updated: 3 weeks ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 4 days ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।

0
Updated: 4 days ago
The line "Fools that will laugh on earth, most weep in hell" appears in which play?
Created: 1 week ago
A
The Tempest
B
Macbeth
C
Doctor Faustus
D
Othello
Line:
"Fools that will laugh on earth, most weep in hell" — appears in Doctor Faustus.
Doctor Faustus
-
Author: Christopher Marlowe
-
Full Title: The Tragicall History of D. Faustus
-
Published: 1604
-
Structure: 5 acts, tragedy
Summary:
Faustus, a scholar, sells his soul to Mephistopheles for 24 years of unlimited power. Despite opportunities to repent, he ultimately remains bound to his pact and is dragged to hell.
Important Characters:
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel & The Evil Angel
-
Wagner
-
The Old Man
Notable Quotes:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"Money can't buy love, but it improves your bargaining position."
-
"He that loves pleasure must for pleasure fall."
About Christopher Marlowe:
-
Elizabethan poet, called The Father of English Tragedy
-
Part of the University Wits
-
Other Works: The Jew of Malta, Tamburlaine the Great, Dido, Queen of Carthage
Note: The other options (The Tempest, Macbeth, Othello) are all by William Shakespeare.

0
Updated: 1 week ago