A
Wuthering Heights
B
Mansfield Park
C
David Copperfield
D
Jane Eyre
উত্তরের বিবরণ
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
ধরন: English Novel, সামাজিক ও নৈতিক উপন্যাস
-
মূল বিষয়:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Fanny Price
-
Fanny একটি দরিদ্র পরিবার থেকে আসে এবং ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠানো হয়।
-
শুরুতে পরিবারের সদস্যরা তাকে রুঢ় আচরণ করে, কিন্তু তার নৈতিকতা ও দৃঢ় ব্যক্তিত্ব শেষ পর্যন্ত সকলকে মুগ্ধ করে।
-
শেষে Fanny Price Edmund Bertram-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
-
Jane Austen
-
জাতীয়তা: English
-
বিশেষত্ব: সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও চরিত্রচর্চার মাধ্যমে উপন্যাসকে আধুনিক রূপ দিয়েছেন।
-
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস:
-
Wuthering Heights — Emily Bronte
-
David Copperfield — Charles Dickens
-
Jane Eyre — Charlotte Bronte
Source: Britannica

0
Updated: 1 day ago
Who is Elizabeth Bennet’s eldest sister?
Created: 1 month ago
A
Jane
B
Lydia
C
Mary
D
Kitty

0
Updated: 1 month ago
He played instead of _______ .
Created: 2 weeks ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 2 weeks ago
Who is described as having “fine eyes” in the novel “Pride and Prejudice”?
Created: 1 week ago
A
Jane Bennet
B
Elizabeth Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
Elizabeth-এর সৌন্দর্য আলাদা করে তোলা হয় তার “fine eyes”-এর মাধ্যমে। Darcy প্রথমে Elizabeth-কে তেমন সুন্দর মনে না করলেও, পরে তার চোখের সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তাকে আকর্ষণ করে। Austen এখানে দেখাতে চেয়েছেন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চোখের বুদ্ধি, প্রাণশক্তি ও চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। Elizabeth-এর চোখ Darcy-র দৃষ্টি আকর্ষণের মাধ্যম হলেও, পাঠকের কাছে এটি তার স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির প্রতীক।

1
Updated: 1 week ago