'বউভাত' কোন সমাসের উদাহরণ?
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
বহুব্রীহি সমাস
D
তৎপুরুষ সমাস
উত্তরের বিবরণ
বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
উদাহরণ:
-
বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত
-
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি
দ্বন্দ্ব সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
উদাহরণ:
-
ভাইবোন
-
তালতমাল
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং পূর্বপদটি পরপদের বিশেষণের মত কাজ করবে, তাকে কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:
-
নীল যে কমল = নীলকমল (এখানে পূর্বপদ নীল হচ্ছে পরপদ কমলের বিশেষণ এবং 'নীলকমল' শব্দে কমলেরই অর্থ প্রাধান্য)
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
'কালােবরণ' শব্দটি কোন সমাস?
Created: 2 months ago
A
কর্মধারয়
B
বহুব্রীহি
C
তৎপুরুষ
D
অব্যয়ীভাব
সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
-
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়।
-
উদাহরণ:
-
কালো বরণ যার → কালোবরণ
-
পোড়া কপাল যার → পোড়াকপালে
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
'গায়ে হলুদ' কোন সমাস?
Created: 6 months ago
A
অব্যয়ীভাব সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
0
Updated: 6 months ago
নিচের কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
তেপায়া
B
জীবন্মৃত
C
ঘরমুখো
D
বিড়ালচোখী
বহুব্রীহি সমাসের প্রকারভেদ
১. প্রত্যয়ান্ত বহুব্রীহি:
-
সংজ্ঞা: যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকে।
-
উদাহরণ:
-
এক দিকে চোখ (দৃষ্টি) যার → একচোখা (চোখ + আ)
-
ঘরের দিকে মুখ যার → ঘরমুখো (মুখ + ও)
-
নিঃ (নেই) খরচ যার → নি-খরচে (খরচ + এ)
-
-
অন্যান্য উদাহরণ: দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা, ঊনপাঁজুরে
২. সংখ্যাবাচক বহুব্রীহি:
-
সংজ্ঞা: পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। সমস্তপদে 'আ', 'ই', 'ঈ' যুক্ত হয়।
-
উদাহরণ:
-
দশ গজ পরিমাণ যার → দশগজি
-
চার চাল যে ঘরের → চৌচালা
-
অন্যান্য উদাহরণ: চারহাতি, তেপায়া
-
৩. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি:
-
সংজ্ঞা: এমন বহুব্রীহি সমাস যা সাধারণ ব্যাকরণগত নিয়মের অধীনে নয় এবং ব্যাখ্যা স্বাভাবিক নিয়মে হয় না।
-
উদাহরণ:
-
দ্বীপ = দু দিকে অপ (জল) যার
-
অন্তরীপ = অন্তর্গত অপ (জল) যার
-
নরপশু = নরাকার পশু যে
-
জীবন্মৃত = জীবিত থেকেও যে মৃত
-
পণ্ডিতমূর্খ = পণ্ডিত হয়েও যে মূর্খ
-
৪. মধ্যপদলোপী বহুব্রীহি:
-
সংজ্ঞা: এমন বহুব্রীহি সমাস যেখানে ব্যাসবাক্যের মধ্যবর্তী কোনো অংশ সমস্তপদে লোপ পায়।
-
উদাহরণ:
-
বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর → বিড়ালচোখী ('চোখের ন্যায়' লোপ পেয়েছে)
-
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে → হাতেখড়ি ('দেওয়া হয় যে অনুষ্ঠানে' লোপ পেয়েছে)
-
অন্যান্য উদাহরণ: গায়ে হলুদ, মেনিমুখো
-
0
Updated: 1 month ago