Who wrote the play The Alchemist?
A
Paulo Coelho
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Webster
উত্তরের বিবরণ
The Alchemist (Play)
-
লেখক: Ben Jonson
-
ধরন: Play / Comedy
-
সংখ্যা: ৫ অ্যাক্টের নাটক
-
প্রকাশের সাল: ১৬১২
-
বিষয়বস্তু:
-
Lovewit লন্ডনের বাড়ি ছেড়ে গেলে তার চতুর চাকরী Face সেখানে নানা ছলচাতুরি শুরু করে।
-
নাটকটি deception (প্রতারণা) এবং schemes-এর উপর কেন্দ্রীভূত।
-
Ben Jonson
-
ইংরেজি Stuart যুগের নাট্যকার, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Every Man in His Humour
-
Volpone
-
Epicoene; or, The Silent Woman
-
The Alchemist
-
Bartholomew Fair (1614)
দ্রষ্টব্য: Paulo Coelho-এর “The Alchemist” একটি সম্পূর্ণ ভিন্ন inspirational novel, যা ১৯৮৮ সালে প্রকাশিত।
Source: Britannica
0
Updated: 1 month ago
"Ralph Roister Doister" is best known as –
Created: 2 months ago
A
The first English tragedy
B
The first English comedy
C
A religious miracle play
D
A Shakespearean romance
Ralph Roister Doister
-
রচয়িতা: Nicholas Udall
-
ধরণ: Comedy (প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি কমেডি)
-
কাহিনি: ধনী বিধবা Christian Custance-কে কেন্দ্র করে, যিনি Gawyn Goodluck নামক এক ব্যবসায়ীর সাথে বাগদত্তা। আত্মম্ভরী Ralph Roister Doister, এক ধূর্ত ব্যক্তির প্ররোচনায় Christian Custance-কে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
Nicholas Udall
-
পরিচয়: English playwright, translator, schoolmaster
-
খ্যাতি: Ralph Roister Doister — ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কমেডি
Notable work:
-
Ralph Roister Doister
0
Updated: 2 months ago
Nineteen Eighty-four is written by -
Created: 1 month ago
A
Aldous Huxley
B
George Orwell
C
Ray Bradbury
D
J.R.R. Tolkien
Nineteen Eighty-Four হলো George Orwell রচিত একটি বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। কাহিনীর পটভূমি গড়ে উঠেছে Oceania নামক এক কর্তৃত্ববাদী রাষ্ট্রে, যেখানে স্বাধীন চিন্তা ও বাক স্বাধীনতার কোনো স্থান ছিল না।
-
রাষ্ট্রীয় সরকার জনগণকে ব্রেইনওয়াশ করে এবং সমালোচনা বা ভিন্নমত সম্পূর্ণভাবে দমন করত।
-
সরকারের মূল স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” এবং “Ignorance is strength।”
-
কেন্দ্রীয় চরিত্র Winston Smith সরকারী দায়িত্বে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস রচনায় নিযুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে সে সত্য উদঘাটনে আগ্রহী হয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে।
-
Winston, Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে এবং তারা একসাথে গোপনে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত হয়। তবে সরকারের কড়া নজরদারির কারণে তারা ধরা পড়ে।
-
শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে গ্রেফতার হয়ে তারা সংশোধনাগারে পাঠানো হয়।
Important Terms from the Novel:
-
Newspeak
-
Big Brother
-
Thought Police
George Orwell (1903–1950):
-
প্রকৃত নাম: Eric Arthur Blair।
-
জন্ম: ব্রিটিশ ভারতে।
-
তাঁর উল্লেখযোগ্য দুই উপন্যাস হলো Animal Farm এবং Nineteen Eighty-Four।
Famous Works:
Novels:
-
Animal Farm (1945 – a fairy story)
-
Nineteen Eighty-Four
-
Burmese Days
-
Coming Up for Air
Stories/Essays:
-
Shooting an Elephant
-
A Hanging
Source:
0
Updated: 1 month ago
Which of the following novels is written by Charles Dickens?
Created: 1 month ago
A
Pride and Prejudice
B
Jude the Obscure
C
The White Tiger
D
Our Mutual Friend
Our Mutual Friend হলো Charles Dickens-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস যা অর্থ, সামাজিক ভণ্ডামি এবং মানবীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে।
-
Novel: Our Mutual Friend
-
এটি Charles Dickens-এর শেষ সম্পূর্ণ উপন্যাস।
-
১৮৬৪–৬৫ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত এবং ১৮৬৫ সালে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসে মানুষের টাকার প্রতি লোভ, সামাজিক ভণ্ডামি এবং শ্রেণি বিভাজনের কাহিনি উঠে এসেছে।
-
কাহিনি শুরু হয় লন্ডনের টেমস নদীতে পাওয়া এক মৃতদেহকে কেন্দ্র করে।
-
উপন্যাসে দেখানো হয়েছে— কীভাবে অর্থ উত্তরাধিকার মানুষকে বদলে দেয় এবং কীভাবে ভালোবাসা, বন্ধুত্ব ও মানবিকতা অর্থলোভের অন্ধকার অতিক্রম করতে পারে।
-
-
Charles Dickens (1812-1870):
-
তিনি একজন ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সকল মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তার সাহিত্যিক গুণাবলীর কারণে তার খ্যাতি দ্রুত বিস্তৃত হয়।
-
-
প্রখ্যাত উপন্যাসসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Dombey and Son
-
Hard Times
-
-
Non-fiction:
-
American Notes
-
-
অন্য লেখকদের উল্লেখযোগ্য কাজ:
-
Pride and Prejudice – Jane Austen রচিত
-
Jude the Obscure – Thomas Hardy রচিত
-
The White Tiger – Aravind Adiga রচিত
-
0
Updated: 1 month ago