A
Oscar Wilde
B
Charles Dickens
C
George Orwell
D
Mark Twain
উত্তরের বিবরণ
The Picture of Dorian Gray
-
লেখক: Oscar Wilde
-
ধরন: Philosophical / Moral Fantasy / Gothic Novel
-
প্রকাশের সাল: ১৮৯০ (Novella), ১৮৯১ (Novel-রূপে অতিরিক্ত ৬টি চ্যাপ্টারসহ)
-
কেন্দ্রীয় চরিত্র: Dorian Gray
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Dorian Gray একজন যুবক, যিনি তার চিরকালীন যৌবন অটুট রাখতে চায়।
-
তিনি তার ছবির মাধ্যমে বয়স বৃদ্ধির পরিবর্তে চিত্রকর্মটি বয়সিত হতে দেয়।
-
Lord Henry Wotton তাকে কুমন্ত্রণা দিয়ে অপকর্মের পথে প্ররোচিত করেন।
-
কাহিনীর শেষে Dorian তার আত্মা বিক্রির ভয়াবহতা উপলব্ধি করে এবং ছবিটি ধ্বংস করার চেষ্টা করে।
-
এই কাজের ফলে তার নিজের মৃত্যু ঘটে।
Oscar Wilde
-
জাতীয়তা: Irish
-
পেশা: Poet, Novelist, Playwright
-
পূর্ণ নাম: Oscar Fingal O’Flahertie Wills Wilde
-
খ্যাতিমান রচনা:
-
The Picture of Dorian Gray
-
Lady Windermere’s Fan
-
The Importance of Being Earnest
-
Source: Britannica.com

0
Updated: 1 day ago
Which Bennet daughter elopes with Wickham?
Created: 1 week ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Kitty
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেপরোয়া মেয়ে। তার বয়স কম, কিন্তু সে ফ্লার্ট এবং বাহুল্য জীবন ভালোবাসে। Wickham-এর সঙ্গে পালিয়ে গিয়ে সে পুরো পরিবারের সম্মান নষ্ট করে। Austen দেখাতে চান—অভিভাবকের অবহেলা (Mr. Bennet-এর দায়িত্বহীনতা, Mrs. Bennet-এর বোকামি) কীভাবে বিপদ ডেকে আনে। শেষ পর্যন্ত Darcy অর্থ ও প্রভাব খাটিয়ে Wickham-কে বিয়ে করতে বাধ্য করে। এতে Bennet পরিবারের মান রক্ষা হয়। Lydia–Wickham-এর বিয়ে দেখায় irresponsible marriage।

0
Updated: 1 week ago
The correct antonym of “Bombastic” is -
Created: 2 days ago
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary

0
Updated: 2 days ago
Who works as the conscience of King Lear?
Created: 1 week ago
A
Regan
B
Edgar
C
Cordelia
D
Fool
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
The Fool in King Lear – Lear’s Conscience
-
Truth-Teller:
-
After Lear banishes Cordelia and gives his kingdom to Goneril and Regan, the Fool constantly reminds Lear of his foolishness.
-
He is the only character who can speak blunt truths to the king without punishment, fulfilling the traditional role of a court jester.
-
-
Uses Riddles and Jokes:
-
His wisdom comes through riddles, songs, and jokes, exposing the absurdity of Lear’s actions.
-
Example: "Thou hadst little wit in thy bald crown when thou gav’st thy golden one away."
-
Acts as the voice of reason that Lear ignored.
-
-
Lear’s Other Half:
-
The Fool is an extension of Lear’s mind, representing the part that recognizes his error.
-
Stays with Lear through his descent into madness, commenting on his guilt and regret.
-

0
Updated: 1 week ago