What does the term ‘Catharsis’ refer to in literature?
A
The purging or cleansing of emotions
B
The dialogue between two characters
C
The tragic end of dramatic events
D
The indirect meaning of a word
উত্তরের বিবরণ
Catharsis
-
উত্তর: ক) The purging or cleansing of emotions
-
অর্থ: আবেগমুক্তি; দয়া (pity) এবং ভয় (fear) থেকে মুক্তি পাওয়া।
-
সংজ্ঞা:
-
গ্রীক শব্দ “catharsis” থেকে উদ্ভূত, যার অর্থ “cleansing” বা পরিশোধন।
-
Aristotle-এর মতে, ট্র্যাজেডি নাটকে দর্শক বা পাঠক চরিত্রের যন্ত্রণার মাধ্যমে এতোটাই আবেগ অনুভব করে যে, পরে তারা তাদের নিজস্ব ক্ষতিকর আবেগ থেকে মুক্তি পায়।
-
এটি মূলত ট্র্যাজেডি নাটকের লক্ষ্য – দর্শক বা পাঠকের মনে গভীর আবেগের পরিশোধন ঘটানো।
-
-
উদাহরণ:
-
ট্র্যাজেডি নাটকের মধ্যে চরিত্ররা যখন যন্ত্রণার মুখোমুখি হয়, দর্শকরা সেই দৃশ্য দেখে দয়া ও ভয় অনুভব করে, যার ফলে তাদের আবেগিক চাপ দূর হয়।
-
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman; literaryterms.net
0
Updated: 1 month ago
Who wrote Lady Chatterley's Lover?
Created: 1 month ago
A
E.M. Forster
B
Henry Miller
C
Virginia Woolf
D
D. H Lawrence
Lady Chatterley's Lover
-
লেখক: D. H. Lawrence
-
প্রকাশ: 1932 (England), পূর্ণ প্রকাশ: 1959 (New York), 1960 (London)
-
মূল ভাবনা: পুরুষ ও মহিলারা শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করবে এবং আবেগপ্রবণ প্রেমে যুক্ত হবে
Summary:
-
Sir Clifford Chatterley: সম্পদশালী জমিদার, কোমরের নিচের অংশ অবশ, সারাদিন বিছানায় থাকেন
-
Constance (Lady Chatterley): স্বামীর অক্ষমতার কারণে মানসিক ও শারীরিক অশান্তিতে ভুগে
-
প্রেমের এক অসফল চেষ্টা শেষে তিনি Oliver Mellors-এর প্রতি আকৃষ্ট হন
-
Oliver Mellors: নিম্নবিত্ত শ্রেণীর, কিন্তু শক্তিশালী চরিত্র, অবৈধ প্রণয়ে মত্ত হয়
D. H. Lawrence
-
English author, novelist, poet, playwright, essayist, critic
-
গুরুত্বপূর্ণ novels: Sons and Lovers, The Rainbow, Women in Love
His Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
0
Updated: 1 month ago
Utopia was first written in _______.
Created: 6 months ago
A
Latin
B
English
C
Greek
D
French
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.
2
Updated: 6 months ago
What kind of literary style is Jonathan Swift famous for?
Created: 2 months ago
A
Romanticism
B
Satire
C
Tragedy
D
Pastoral poetry
✦ Jonathan Swift
জাতীয়তা: Anglo-Irish
পেশা: Author ও clergyman
যুগ: Neoclassical period
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের প্রধান prose satirist
ছদ্মনাম: Isaac Bickerstaff
বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা:
Gulliver’s Travels
A Tale of a Tub
A Modest Proposal
The Battle of Books
0
Updated: 2 months ago