What does the term ‘Catharsis’ refer to in literature?
A
The purging or cleansing of emotions
B
The dialogue between two characters
C
The tragic end of dramatic events
D
The indirect meaning of a word
উত্তরের বিবরণ
Catharsis
-
উত্তর: ক) The purging or cleansing of emotions
-
অর্থ: আবেগমুক্তি; দয়া (pity) এবং ভয় (fear) থেকে মুক্তি পাওয়া।
-
সংজ্ঞা:
-
গ্রীক শব্দ “catharsis” থেকে উদ্ভূত, যার অর্থ “cleansing” বা পরিশোধন।
-
Aristotle-এর মতে, ট্র্যাজেডি নাটকে দর্শক বা পাঠক চরিত্রের যন্ত্রণার মাধ্যমে এতোটাই আবেগ অনুভব করে যে, পরে তারা তাদের নিজস্ব ক্ষতিকর আবেগ থেকে মুক্তি পায়।
-
এটি মূলত ট্র্যাজেডি নাটকের লক্ষ্য – দর্শক বা পাঠকের মনে গভীর আবেগের পরিশোধন ঘটানো।
-
-
উদাহরণ:
-
ট্র্যাজেডি নাটকের মধ্যে চরিত্ররা যখন যন্ত্রণার মুখোমুখি হয়, দর্শকরা সেই দৃশ্য দেখে দয়া ও ভয় অনুভব করে, যার ফলে তাদের আবেগিক চাপ দূর হয়।
-
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman; literaryterms.net
0
Updated: 1 month ago
Some of the studies show positive results, ______ others do not.
Created: 1 month ago
A
whereas
B
as soon as
C
so
D
but
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.
0
Updated: 1 month ago
The teacher asked the students _________.
Created: 2 months ago
A
to sat down
B
to sitting down
C
to sit down
D
to be sit down
Infinitive after Certain Verbs
-
কিছু verb এর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
-
এই verb গুলোর সাথে verb + ing ব্যবহার করা যায় না।
Common Verbs:
-
agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask, ইত্যাদি
Example:
-
Correct: The teacher asked the students to sit down.
-
Incorrect: The teacher asked the students sitting down.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Who is the author of "Wuthering Heights"?
Created: 1 month ago
A
Charlotte Bronte
B
Emily Bronte
C
Jane Austen
D
Lord Byron
Wuthering Heights হলো Emily Brontë-এর লেখা একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৪৭ সালে। প্রকাশনার সময় তিনি Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় উপন্যাস হিসেবে স্বীকৃত, যেখানে প্রেম, প্রতিশোধ, সামাজিক ভেদাভেদ এবং প্রজন্মান্তরের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
সারসংক্ষেপ:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক, যাকে আশ্রয় দেন Earnshaw পরিবার।
-
Heathcliff বড় হতে হতে Earnshaw পরিবারের মেয়ে Catherine Earnshaw-এর প্রেমে পড়ে এবং Catherine-ও তাকে ভালোবাসে।
-
কিন্তু Catherine সামাজিক মর্যাদার কথা ভেবে Edgar Linton-কে বিয়ে করে। এতে ক্ষুব্ধ হয়ে Heathcliff বাড়ি ছেড়ে চলে যায়।
-
কিছুদিন পর সে প্রচুর সম্পদের মালিক হয়ে ফিরে আসে এবং প্রতিশোধের পথে এগোতে থাকে।
-
সে Wuthering Heights দখল করে এবং Catherine-এর ননদকে সম্পত্তির লোভে বিয়ে করে, যদিও সেই সম্পর্ক ভেঙে যায়।
-
Catherine মারা যায়, তার ভাই Hindley-ও মৃত্যুবরণ করে। এরপর তাঁদের সন্তানরা এবং Heathcliff-এর পরবর্তী প্রজন্ম গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
-
এভাবে উপন্যাসের কাহিনি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গড়ে ওঠে এবং এক গভীর সামাজিক ও মানসিক দ্বন্দ্বের চিত্র আঁকে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Heathcliff
-
Catherine Earnshaw
-
Edgar Linton
-
Cathy Linton
Emily Brontë:
-
তিনি বিখ্যাত লেখিকা Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তাঁর একমাত্র উপন্যাস এবং মূলত এই উপন্যাসের মাধ্যমেই তিনি অমর হয়ে আছেন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য রচনা:
-
Poems by Currer, Ellis and Acton Bell (যৌথ কাব্যসংকলন)
-
Wuthering Heights
0
Updated: 1 month ago