A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
উত্তরের বিবরণ
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com

0
Updated: 1 day ago
Sidney
agrees fully with Stephen Gosson's views on poetry.
Created: 3 months ago
A
None
B
True/Flase
C
False
D
True
Coming...

0
Updated: 3 months ago
What does Caliban symbolize in the play?
Created: 3 weeks ago
A
Pure evil
B
Heroic figure
C
Divine power
D
Colonial subject
Caliban দ্বীপের স্থানীয় বাসিন্দা, যাকে Prospero দাসে পরিণত করেছে। তার চরিত্র ইউরোপীয় উপনিবেশবাদের প্রতীক—স্থানীয় মানুষকে দমন ও শোষণ। Caliban স্বাধীনতা চায় এবং বিদ্রোহ করে। এভাবে নাটকে Caliban উপনিবেশিত জনগোষ্ঠীর প্রতিরোধ ও কষ্টকে প্রতিফলিত করে।

2
Updated: 3 weeks ago
How does Lady Macbeth persuade Macbeth to commit the murder?
Created: 3 weeks ago
A
By questioning his manhood
B
By attacking his courage
C
By mocking his hesitation
D
By challenging his bravery
লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে রাজা ডানকানকে হত্যা করতে রাজি করান মূলত তার পৌরুষকে প্রশ্নবিদ্ধ করে। তিনি ইঙ্গিত দেন, যদি ম্যাকবেথ এই কাজ না করে তবে সে দুর্বল এবং ভীরু প্রমাণিত হবে। তার সাহসকে আঘাত করে ও দ্বিধাকে ব্যঙ্গ করে তিনি বোঝান, হত্যা করলেই কেবল সে সত্যিকারের সাহসী ও শক্তিশালী পুরুষ হিসেবে প্রমাণিত হবে।

1
Updated: 3 weeks ago