Who wrote the novella 'Seize the Day'?
A
John Steinbeck
B
Toni Morrison
C
Chinua Achebe
D
Saul Bellow
উত্তরের বিবরণ
Seize the Day
-
লেখক: Saul Bellow
-
ধরন: Novella
-
প্রকাশ: 1956
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
কাহিনী কেন্দ্রিত Tommy Wilhelm-এর জীবনের একদিনের ওপর।
-
Tommy মধ্যম স্তরের চাকরিজীবী থেকে পতিত হয়ে বেকারত্ব, বিবাহবিচ্ছেদ এবং হতাশার মধ্যে পড়ে।
-
গল্পটি মানুষের পার্থিব সাফল্যের প্রতি দ্ব্যর্থক মনোভাব ও নায়কের জীবন সংগ্রামের যাত্রাকে তুলে ধরে।
-
Saul Bellow
-
জাতীয়তা: American
-
পেশা: Novelist
-
পুরস্কার ও সম্মাননা:
-
Nobel Prize (1976)
-
Pulitzer Prize (1976)
-
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Seize the Day
-
The Adventure of Augie March
-
Herzog
-
Dangling Man
-
Henderson the Rain King
-
The Victim
-
Source: Britannica
0
Updated: 1 month ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 2 months ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com
0
Updated: 2 months ago
“বানরের গলায় মুক্তোর মালা পড়ানো” is best represented by which English proverb?
Created: 1 month ago
A
Cast pearls before swine.
B
Charity begins at home.
C
Bright gem in a dark cave.
D
Cleanliness is next to godliness.
Cast pearls before swine একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো মূল্যবান কিছু এমন মানুষের কাছে দেওয়া যারা তা বোঝে বা মূল্যায়ন করতে পারে না।
-
বাংলা অর্থ: বানরের গলায় মুক্তোর মালা পড়ানো / উলু বনে মুক্তা ছড়ানো।
-
অর্থ: কাউকে এমন কিছু দেওয়া যা তার মূল্য বা গুরুত্ব বোঝার ক্ষমতার বাইরে।
-
অন্যান্য বিকল্প:
-
খ) Charity begins at home → পরিবারকে সাহায্যকে অগ্রাধিকার দেওয়ার উপদেশ।
-
গ) Bright gem in a dark cave → লুকানো প্রতিভা বোঝায়।
-
ঘ) Cleanliness is next to godliness → পরিচ্ছন্নতা নৈতিকতার সঙ্গে সম্পর্কিত।
-
0
Updated: 1 month ago
Make it passive: The cake tastes delicious.
Created: 1 month ago
A
The cake is delicious to taste.
B
The cake be delicious as it is tasted.
C
The cake is delicious when it is tasted.
D
The cake is delicious if it is tasted.
Quasi Passive Voice এবং এর ব্যবহার বোঝার জন্য নিম্নলিখিত তথ্যগুলো প্রাসঙ্গিক।
-
Active sentence: The cake tastes delicious.
-
Passive sentence: The cake is delicious when it is tasted.
-
প্রদত্ত বাক্যটি একটি Quasi Passive Voice-এর উদাহরণ।
-
Quasi-Passive verbs: feel, look, smell, read, write, taste, sell ইত্যাদি।
-
এই verbs-এর পরে যদি complement থাকে, তবে passive করার নিয়ম আছে।
-
-
Passive করার দুইটি পদ্ধতি:
-
Active voice-এর subject কে passive voice-এর subject হিসেবে রাখা হয় + tense অনুযায়ী auxiliary verb বসানো হয় + complement বসানো হয় + when + প্রথম subject অনুযায়ী it/they বসানো হয় + tense অনুযায়ী auxiliary verb + মূল verb-এর past participle
-
উদাহরণ:
-
Active: The cake tastes delicious.
-
Passive: The cake is delicious when it is tasted.
-
-
-
Active voice-এর subject কে passive voice-এর subject হিসেবে রাখা হয় + tense অনুযায়ী auxiliary verb বসানো হয় + মূল verb-এর past participle + complement বসানো হয়
-
উদাহরণ:
-
Active: The book reads difficult.
-
Passive: The book is read difficult.
-
-
-
-
সাধারণ Quasi Passive structure:
-
Subject + be verb + complement + when (if) + it/they + be verb + V3
-
0
Updated: 1 month ago