Who wrote the novella 'Seize the Day'?
A
John Steinbeck
B
Toni Morrison
C
Chinua Achebe
D
Saul Bellow
উত্তরের বিবরণ
Seize the Day
-
লেখক: Saul Bellow
-
ধরন: Novella
-
প্রকাশ: 1956
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
কাহিনী কেন্দ্রিত Tommy Wilhelm-এর জীবনের একদিনের ওপর।
-
Tommy মধ্যম স্তরের চাকরিজীবী থেকে পতিত হয়ে বেকারত্ব, বিবাহবিচ্ছেদ এবং হতাশার মধ্যে পড়ে।
-
গল্পটি মানুষের পার্থিব সাফল্যের প্রতি দ্ব্যর্থক মনোভাব ও নায়কের জীবন সংগ্রামের যাত্রাকে তুলে ধরে।
-
Saul Bellow
-
জাতীয়তা: American
-
পেশা: Novelist
-
পুরস্কার ও সম্মাননা:
-
Nobel Prize (1976)
-
Pulitzer Prize (1976)
-
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Seize the Day
-
The Adventure of Augie March
-
Herzog
-
Dangling Man
-
Henderson the Rain King
-
The Victim
-
Source: Britannica
0
Updated: 1 month ago
If winter comes, can spring be far behind?
Is taken from:
Created: 3 weeks ago
A
Queen Mab
B
Adonais
C
Ode to the West Wind
D
To a Skylark
Correct answer: Ode to the West Wind
Ode to the West Wind:
-
কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
এই কবিতাকে গণ্য করা হয় কবির passionate language এবং symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে।
-
Shelley এখানে West Wind এর কাছে সাহায্য প্রার্থনা করেছেন এবং সেটিকে পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন।
-
কবিতাটি লেখা হয় Cascine Wood near Florence, Italy তে।
-
অনেকের মতে, কবিতাটি Shelley তাঁর পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন।
-
কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
-
কবিতার বিখ্যাত শেষ লাইনটি হলো — "If Winter comes, can Spring be far behind?"
P. B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁর personal love এবং social justice অনুসন্ধানের আবেগময় প্রয়াস তাঁর কবিতাকে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যসমূহের পর্যায়ে উন্নীত করেছে।
Best works:
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
Famous quotations:
-
“Our sweetest songs are those that tell of saddest thought.” (Ode to a Skylark)
-
“If Winter comes, can Spring be far behind?” (Ode to the West Wind)
-
“The more we study, the more we discover our ignorance.” (Queen Mab)
0
Updated: 3 weeks ago
Sidney believed that poetry teaches better than:
Created: 5 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।
0
Updated: 5 months ago
The story of 'Moby Dick' centers on—
Created: 1 month ago
A
a mermaid
B
a whale
C
a crocodile
D
a shark
Herman Melville was a prominent American novelist, short-story writer, and poet, best known for his profound contributions to American literature.
His works often explore themes of obsession, human struggle, and the complexity of the human condition.
-
Moby Dick is a novel by Herman Melville, first published in London in October 1851 under the title The Whale, and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
-
The novel is dedicated to Nathaniel Hawthorne and is widely regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.
-
The story revolves around the hunt for a giant whale, depicting the relentless pursuit of Ahab and the symbolic struggle between man and nature.
-
Main characters include Ishmael (the narrator), Ahab (the ship’s captain), Queequeg, and Starbuck among others.
Some of Herman Melville’s other famous novels are:
-
White Jacket
-
Bartleby, the Scrivener
0
Updated: 1 month ago