Gulliver's Travels was written by -
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica
0
Updated: 1 month ago
Who is the author of A Tale of a Tub?
Created: 1 month ago
A
John Bunyan
B
Alexander Pope
C
Jonathan Swift
D
Samuel Johnson
Jonathan Swift ছিলেন একজন আঙ্গলো-আইরিশ লেখক ও ইংরেজি ভাষার শ্রেষ্ঠ ব্যঙ্গকারদের একজন। তাঁর বিখ্যাত রচনা A Tale of a Tub একটি প্রখর গদ্য ব্যঙ্গরচনা, যা ১৬৯৬–১৬৯৯ সালের মধ্যে রচিত হয়। এটি Swift-এর প্রথম প্রধান কাজ হিসেবে স্বীকৃত এবং তিনটি ভাগে বিভক্ত—A Tale of a Tub, The Battle of the Books, এবং A Discourse Concerning the Mechanical Operation of the Spirit।
-
Swift তাঁর রচনায় টব বা tub–এর একটি রূপক ব্যবহার করেছেন। যেমন নাবিকরা তিমির দৃষ্টি আকর্ষণ এড়াতে সমুদ্রে টব ফেলে, তেমনই এই রচনা সমালোচকদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি প্রলুব্ধক বা decoy হিসেবে কাজ করে।
-
মূল গ্রন্থটি এগারোটি ভাগে বিভক্ত, যেখানে খ্রিস্টধর্মের ইতিহাস এবং সমসাময়িক শিক্ষাবৃত্তি নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক আলোচনা করা হয়েছে।
-
Swift-এর parody, ironic digressions এবং কল্পনাশক্তির ব্যবহার এই রচনাটিকে বিশেষভাবে অনন্য করেছে।
Jonathan Swift (1667–1745) ছিলেন ধর্ম, রাজনীতি, সমাজ ও মানব প্রকৃতির ব্যঙ্গাত্মক সমালোচনার জন্য বিখ্যাত। তিনি অনেক সময় Isaac Bickerstaff ছদ্মনামে লিখতেন। তাঁর সর্বাধিক পরিচিত রচনা হলো Gulliver’s Travels, যা এখনও বিশ্বসাহিত্যের এক অনন্য ব্যঙ্গ-উপন্যাস হিসেবে বিবেচিত হয়।
-
Gulliver’s Travels (novel)
-
A Tale of a Tub (prose satire)
-
A Modest Proposal (satiric essay)
-
The Battle of the Books (book)
-
Journal to Stella (book)
0
Updated: 1 month ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 2 months ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.
1
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
The information she provided was relevant.
B
The informations she provided was relevant.
C
The information she provided were relevant.
D
The informations she provided were relevant.
The correct sentence is – The information she provided was relevant।
-
"Information" একটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
-
সেক্ষেত্রে singular verb হিসেবে was ব্যবহার করা হয়।
-
সুতরাং, সঠিক বাক্যটি হলো: The information she provided was relevant।
-
অন্যদিকে, informations ব্যবহার করা ভুল, কারণ "information"-এর কোনো plural রূপ নেই।
0
Updated: 3 weeks ago