Gulliver's Travels was written by -
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica
0
Updated: 1 month ago
Which of the following is a correct synonym of “cognizant”?
Created: 1 month ago
A
Suppress
B
Ignorant
C
Informed
D
Composure
Cognizant হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কেউ কোনো বিষয় সম্পর্কে জ্ঞাত বা অবগত। এটি প্রকাশ করে যে কেউ কোন তথ্য বা পরিস্থিতি সম্পর্কে সচেতন ও বোঝাপড়া সম্পন্ন।
-
Correct Answer: Informed
-
Bangla Meaning: জ্ঞাত; অবগত
-
English Meaning: Having knowledge or understanding of something
-
Synonyms: Conscious (সচেতন), Informed (জ্ঞাত), Acquainted (সুপরিচিত), Aware (সচেতন), Mindful (মননশীল)
-
Antonyms: Ignorant (অজ্ঞাত), Unaware (বেখবর), Unfamiliar (অপরিচিত), Strangers (অপরিচিত), Incognizant (অজ্ঞাত)
-
Other Forms:
-
Cognizance (noun) – (আইন সম্বন্ধীয়) কোনো বিষয় সম্পর্কে অবগতি; সচেতন জ্ঞান। এছাড়াও কোনো বিষয়ে আদালতে বিচারের অধিকার।
-
-
Other Options:
-
Suppress – দমন করা; প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা
-
Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
-
Example Sentence:
-
He was cognizant of his opponent's hostility.
-
0
Updated: 1 month ago
What quality of the Yahoos shocked Gulliver most?
Created: 2 months ago
A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।
0
Updated: 2 months ago
"To be, or not to be: that is the question" - This line is an example of which literary term?
Created: 1 month ago
A
Metaphor
B
Soliloquy
C
Dialogue
D
Monologue
উক্তি “To be, or not to be: that is the question” হলো একটি Soliloquy-এর উদাহরণ। এটি Shakespeare-এর Hamlet নাটকের বিখ্যাত অংশ, যেখানে Hamlet তার মনের দ্বন্দ্ব প্রকাশ করেছে।
Soliloquy
-
যখন কোনো চরিত্র মঞ্চে নিজের মনের কথা জোরে বলে, তাকে Soliloquy বলা হয়।
-
সাধারণত চরিত্রটি একা থাকে, অথবা অন্য কেউ থাকলেও তারা নীরব থাকে।
-
এটি একটি dramatic technique, যার মাধ্যমে চরিত্রটি দর্শকদের সামনে নিজের চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করে।
-
বেশিরভাগ ক্ষেত্রে এটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বক্তৃতা আকারে হয়ে থাকে।
-
Soliloquy নাটকে character development এবং audience understanding বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 1 month ago