Which of the following is written by Jane Austen?
A
Wuthering Heights
B
Mansfield Park
C
David Copperfield
D
Jane Eyre
উত্তরের বিবরণ
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
ধরন: English Novel, সামাজিক ও নৈতিক উপন্যাস
-
মূল বিষয়:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Fanny Price
-
Fanny একটি দরিদ্র পরিবার থেকে আসে এবং ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠানো হয়।
-
শুরুতে পরিবারের সদস্যরা তাকে রুঢ় আচরণ করে, কিন্তু তার নৈতিকতা ও দৃঢ় ব্যক্তিত্ব শেষ পর্যন্ত সকলকে মুগ্ধ করে।
-
শেষে Fanny Price Edmund Bertram-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
-
Jane Austen
-
জাতীয়তা: English
-
বিশেষত্ব: সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও চরিত্রচর্চার মাধ্যমে উপন্যাসকে আধুনিক রূপ দিয়েছেন।
-
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস:
-
Wuthering Heights — Emily Bronte
-
David Copperfield — Charles Dickens
-
Jane Eyre — Charlotte Bronte
Source: Britannica
0
Updated: 1 month ago
To a Skylark is written by
Created: 4 weeks ago
A
William Wordsworth
B
William Blake
C
John Keats
D
P.B. Shelley
To a Skylark হলো Percy Bysshe Shelley রচিত একটি lyric poem, যা একটি skylark পাখির মাধ্যমে স্বর্গীয় আনন্দ ও আত্মার প্রেরণার প্রতীক উপস্থাপন করে। কবি skylark-এর গানকে joyous spirit of the divine হিসেবে দেখেন এবং নিজেকে তার মতো করতে চান—একজন পাখি, যাকে কখনো দুঃখ, বেদনা বা হতাশা স্পর্শ করেনি। কবিতায় Shelley-এর সুনিপুণ কাব্যিক দক্ষতা ফুটে উঠেছে এবং skylark-এর উড়ান ও গানকে স্বর্গীয় আনন্দের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
-
লেখক: Percy Bysshe Shelley
-
ধরণ: Lyric Poem
-
প্রসঙ্গ: স্বর্গীয় আনন্দ, আত্মার প্রেরণা, skylark-এর গানের মাধ্যমে আনন্দের প্রকাশ
-
বৈশিষ্ট্য: কবি skylark-এর মতো উঁচুতে উড়ে দুঃখ-বেদনা থেকে মুক্ত থাকতে চায়, গানকে স্বর্গীয় বলে মনে করে
0
Updated: 4 weeks ago
Meteorology is related to -
Created: 3 weeks ago
A
concrete slabs
B
motor vehicles
C
weather forecasting
D
motor neurone disease
Meteorology শব্দটি সাধারণত Earth’s atmosphere এবং তার পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়। এটি মূলত weather forecasting বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
English meaning: The scientific study of the Earth’s atmosphere and its changes, especially for predicting weather. In short, it deals with atmosphere, weather, and climate.
-
Bengali meaning: আবহাওয়াবিজ্ঞান বা আবহবিদ্যা। অর্থাৎ, পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিজ্ঞানকেই Meteorology বলা হয়।
-
প্রয়োগ: এই শব্দের মাধ্যমে আমরা weather forecasting, climate study এবং atmosphere সম্পর্কিত বৈজ্ঞানিক বিশ্লেষণকে বুঝি।
-
অন্য অপশনগুলো: প্রদত্ত অন্যান্য শব্দগুলো এই প্রেক্ষিতে অপ্রাসঙ্গিক, তাই সঠিক উত্তর নয়।
0
Updated: 3 weeks ago
Who wrote "Shooting an Elephant"?
Created: 1 month ago
A
Rudyard Kipling
B
George Orwell
C
E.M. Forster
D
Samuel Beckett
Shooting an Elephant
-
English writer George Orwell এর একটি প্রবন্ধ।
-
প্রথম প্রকাশ: New Writing (1936), BBC Home Service এ সম্প্রচার: 12 October 1948।
-
George Orwell এর আসল নাম Eric Arthur Blair।
-
জন্ম: ব্রিটিশ ভারত।
-
বিখ্যাত উপন্যাস: Animal Farm ও Nineteen Eighty-Four।
Best Works
Novels:
-
Animal Farm (1945, allegorical story)
-
Nineteen Eighty-Four
-
Burmese Days
-
Coming up for Air
Stories/Essays:
-
Shooting an Elephant
-
A Hanging
0
Updated: 1 month ago