A
Novel
B
Play
C
Short story
D
Poem
উত্তরের বিবরণ
The Birthday Party
-
Renaissance: Harold Pinter-এর লেখা একটি play।
-
Genre: Comedy of Menace।
-
Significance: এটি Pinter-এর প্রথম full-length play যা তার trademark “comedy of menace” সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
কাহিনী ও প্রধান চরিত্র:
-
Stanley: মূল চরিত্র, একটি সস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভাড়া থাকে।
-
Stanley সারাক্ষণ আতঙ্কে ভোগে এবং বিশ্বাস করে যে Goldberg ও McCann নামের দুইজন অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্মদিনে একটি পার্টি আয়োজন করে।
-
নাটকটি মূলত Stanley-এর মানসিক অবস্থা ও তার আতঙ্কের ওপর ভিত্তি করে এগিয়ে চলে।
Harold Pinter
-
ইংরেজি নাট্যকার, বিশ্বখ্যাত post-World War II dramatist।
-
উল্লেখযোগ্য নাটক:
-
Moonlight
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
অন্যান্য নাট্যকার ও নাটক (উল্লেখযোগ্য):
-
T.S. Eliot: The Cocktail Party
-
K. Mansfield: The Garden Party
-
Harold Pinter: The Birthday Party
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 day ago
The God of Small Things belongs to which author?
Created: 3 weeks ago
A
William Blake
B
George Orwell
C
Arundhati Roy
D
Alexander Pope
The God of Small Things (১৯৯৭) ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় (পুরো নাম Suzanna Arundhati Roy) রচিত প্রথম ও বিখ্যাত উপন্যাস, যা বুকার পুরস্কার লাভ করে। ১৯৬০ সালের কেরালার প্রেক্ষাপটে এক পরিবারের গল্পের মাধ্যমে প্রেম, সামাজিক বৈষম্য, লিঙ্গভিত্তিক ও রাজনৈতিক জটিলতা চিত্রিত হয়েছে। উপন্যাসটি ছোট ছোট বিষয়ে জীবনের গভীর প্রভাবকে তুলে ধরে।
বিখ্যাত রচনা: The God of Small Things, The Ministry of Utmost Happiness।
উত্তর: গ) অরুন্ধতী রায়

0
Updated: 3 weeks ago
Which of the following is the best example of Irony?
Created: 1 day ago
A
“Water, water everywhere, nor any drop to drink.”
B
“Life is but a walking shadow.”
C
“Time is a thief.”
D
“He passed away.”
Irony হলো এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে কথার আক্ষরিক অর্থের বিপরীতে প্রকৃত অর্থ লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ, Coleridge-এর The Rime of the Ancient Mariner-এ বলা হয়েছে— “Water, water everywhere, nor any drop to drink।” এখানে irony হলো চারপাশে জল থাকা সত্ত্বেও পান করার মতো কোনো জল নেই।
Irony তিন রকম— Verbal Irony (কথার আক্ষরিক অর্থের বিপরীত অর্থ বোঝানো), Dramatic Irony (পাঠক কোনো তথ্য জানে, কিন্তু চরিত্র জানে না), এবং Situational Irony (ঘটনার ফলাফল প্রত্যাশার বিপরীত হওয়া)। Shakespeare-এর নাটকে Dramatic Irony প্রচুর ব্যবহৃত হয়েছে। Irony সাহিত্যে ব্যঙ্গ, বিস্ময় এবং গভীরতা সৃষ্টি করে।

0
Updated: 1 day ago
The correct antonym of “Bombastic” is -
Created: 2 days ago
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary

0
Updated: 2 days ago