"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" — Who quoted it?
A
P.B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
উত্তরের বিবরণ
Ode on a Grecian Urn
-
লেখক: John Keats
-
ধরন: English Romantic Lyric Poem
-
মূল বিষয়: একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের সম্পর্ক অনুসন্ধান।
-
বিখ্যাত উদ্ধৃতি:
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" -
অন্য উল্লেখযোগ্য উদ্ধৃতি:
-
"Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on" -
"She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!"
-
John Keats
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
বিশেষণ: Poet of Beauty
-
বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Source: Britannica
0
Updated: 1 month ago
Identify the correct spelling:
Created: 1 month ago
A
Supercilous
B
Supercelious
C
Supercilious
D
Supercillious
Correct Spelling: Supercilious
-
Supercilious (Adjective):
-
English: Behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important
-
Bangla: উন্নাসিক; উদ্ধত; গর্বিত; সবকিছুকে ঘৃণা করে এমন
-
-
Example Sentence:
-
He spoke in a haughty, supercilious voice.
-
বাংলা অর্থ: সে একটি গর্বিত, অবজ্ঞাপূর্ণ কণ্ঠে কথা বলেছিল।
-
0
Updated: 1 month ago
The "splendour in the grass, the glory in the flower" are presented as:
Created: 3 weeks ago
A
Permanent natural beauties that never fade
B
Reminders of the lost visionary gleam, no longer fully perceived by the adult speaker
C
Scientific phenomena to be studied and understood
D
Solely sources of aesthetic pleasure, devoid of deeper meaning
এই প্রসিদ্ধ লাইন কবিতার এক সংবেদনশীল মুহূর্তে এসেছে। বক্তা স্বীকার করেন যে, প্রকৃতির সৌন্দর্য এখনও বিদ্যমান—যেমন “splendour” এবং “glory”—কিন্তু তিনি আর শৈশবের মতো গভীর, আধ্যাত্মিক এবং প্রায় অতিপ্রাকৃত স্পষ্টতায় তা অনুভব করতে পারছেন না। “Visionary gleam” হারিয়ে গেছে।
-
“Splendour in the grass” এই অভিজ্ঞতাটিকে স্মরণ করায়, যা শৈশবে ঈশ্বরীয় আলোতে দেখা যেত, কিন্তু এখন প্রাপ্তবয়স্ক হিসেবে মানসিকভাবে স্বল্পতর, তবে এখনও গভীরভাবে উপলব্ধ।
-
এখানে মূল বিষয় হলো তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বস্তু বা প্রকৃতির সৌন্দর্য হারানোর নয়।
-
শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানোর সঙ্গে সাথে প্রকৃতির সৌন্দর্যকে নেওয়ার তার অনুভূতি ও উপলব্ধি পরিবর্তিত হয়েছে।
-
এটি শিশুর স্বর্গীয় দৃষ্টির সাথে প্রাপ্তবয়স্ক দৃষ্টির তুলনা এবং সেই পরিবর্তনের কারণে জন্ম নেওয়া bittersweet অনুভূতির প্রতিফলন।
-
কবিতায় এই লাইনটি পাঠককে দেখায় যে, সৌন্দর্য এখনও বিদ্যমান থাকলেও তার স্বীকৃতি এবং অভিজ্ঞতা ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার সঙ্গে সম্পর্কিত।
0
Updated: 3 weeks ago
Which of the following is a synonym for "euphemism"?
Created: 1 month ago
A
Directness
B
Veracity
C
Politeness
D
Straightforwardness
Euphemism এমন একটি বিশেষ্য, যা ব্যবহার করা হয় কোনো অপ্রিয় বা আক্রমণাত্মক শব্দ এড়িয়ে ভদ্র, শিষ্ট বা পরিশীলিত শব্দ দিয়ে প্রকাশ করার জন্য। দৈনন্দিন ভাষায় এটি সৌজন্য রক্ষার্থে বা পরোক্ষভাবে বক্তব্য প্রকাশে ব্যবহৃত হয়।
-
Euphemism (noun)
English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word
Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে ভদ্র বা পরোক্ষ শব্দের ব্যবহার; যেমন—‘মৃত্যু’ এর বদলে ‘পরলোকগমন’ বলা -
Correct Answer: গ) Politeness
-
Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (ভদ্র/পরিশীলিত শব্দ ব্যবহার), Delicacy (মাধুর্যময় কথা), Circumlocution (আড়ম্বরপূর্ণ বাকচাতুর্য)
-
Antonyms: Dysphemism (অপমানজনক/অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (যা আছে তাই সরাসরি বলা), Straightforwardness (সোজাসাপ্টা কথা), Directness (সরাসরি বলা)
-
Other Forms:
-
Euphemistic (adjective): সুভাষিত
-
-
Other Options:
-
Veracity (noun): সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
-
-
Example Sentences:
-
She wants to reclaim the word old and rejects euphemisms like elderly and seniors.
-
The story is patient, which some may find a euphemism for slow.
-
-
Source:
0
Updated: 1 month ago