A
The Restoration Period
B
The Romantic Period
C
The Victorian Period
D
The Modern Period
উত্তরের বিবরণ
The Victorian Period (1832–1901)
-
ইংরেজি সাহিত্যের 19শ শতাব্দীকে Victorian Period বলা হয়।
-
নামকরণ Queen Victoria-এর নামে। যদিও তিনি 1837 সালে সিংহাসনে বসেন, সাহিত্যিক পরিবর্তন 1832 সাল থেকে লক্ষ্য করা যায়।
-
Fabian Society 1883 সালে প্রতিষ্ঠিত হয়, শ্রেণী সংগ্রামে হিংসা এড়াতে। G.B. Shaw ছিলেন এর সদস্য।
Victorian Period-এর প্রধান দুইটি উপ-সময়কাল:
-
The Pre-Raphaelites: 1848–1860
-
Aestheticism & Decadence: 1880–1901
উল্লেখযোগ্য লেখক:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler
English Literature Periods and Sub-Ages
-
Old English Period: 450–1066
-
Middle English Period: 1066–1500
-
Anglo-Norman Period
-
Age of Chaucer
-
-
Renaissance Period: 1500–1660
-
Elizabethan Period (1558–1603)
-
Jacobean Period (1603–1625)
-
Caroline Period (1625–1649)
-
Commonwealth Period (1649–1660)
-
-
Neoclassical Period: 1660–1785
-
Restoration Period (1660–1700)
-
Augustan Period (1700–1745)
-
Age of Sensibility (1745–1785/1798)
-
-
Romantic Period: 1798–1832
-
Victorian Period: 1832–1901
-
Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
-
-
Modern Period: 1901–1939
-
Edwardian Period (1901–1910)
-
Georgian Period (1910–1939)
-
-
Post-Modern Period: 1939–present
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 day ago
"Life is but a walking shadow, a poor player" - This quote is from -
Created: 1 day ago
A
Macbeth
B
As You Like It
C
Hamlet
D
Othello
Macbeth
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy
-
প্রথম লেখা: 1607 (প্রকাশিত 1623)
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)
-
কাহিনী সংক্ষেপ:
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত General।
-
তিন ডাইনী ভবিষ্যদ্বাণী করেন যে Macbeth হবে Scotland-এর রাজা।
-
তার স্ত্রী’র উত্সাহে Macbeth রাজাকে হত্যা করে ও আরো হত্যাকাণ্ড ঘটায়।
-
ফলশ্রুতিতে গৃহযুদ্ধ এবং আরও মৃত্যু সংঘটিত হয়।
-
নাটকটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং Shakespeare-এর ছোট Tragedy গুলোর মধ্যে অন্যতম।
-
বিখ্যাত উক্তি:
-
"Life is but a walking shadow, a poor player"
-
"Fair is foul, and foul is fair"
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand"
-
"What's done cannot be undone"
William Shakespeare
-
জন্ম ও মৃত্যু: 23 April 1564 – 23 April 1616
-
জন্মস্থান: Stratford Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, Swan of Avon
-
রচনা: 37 plays, 154 sonnets
Source: Britannica

0
Updated: 1 day ago
Who is Mr. Bennet’s favorite daughter?
Created: 1 week ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
Mr. Bennet Elizabeth-কে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তার বুদ্ধি, ব্যঙ্গবোধ ও সাহস তার সঙ্গে মেলে। Mrs. Bennet যেখানে Lydia-কে বেশি পছন্দ করে, Mr. Bennet সেখানে Elizabeth-কে নিজের সঙ্গী মনে করেন। তবে Austen দেখান—Mr. Bennet আসলে দায়িত্বহীন পিতা, কারণ সে মেয়েদের শৃঙ্খলা দিতে পারেনি। Elizabeth-এর প্রতি তার ভালোবাসা সত্যিকারের হলেও, বাস্তব দায়িত্ব পালনে তিনি ব্যর্থ।

0
Updated: 1 week ago
London town is found a living being in the works of -
Created: 3 weeks ago
A
Thomas Hardy
B
W. Congreve
C
D. H. Lawrence
D
Charles Dickens
Charles Dickens তার উপন্যাসে লন্ডন শহরকে প্রায়ই একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। তার লেখায় শহরের রাস্তা, গলি, জনজীবন এবং পরিবেশ এমনভাবে বর্ণিত হয়েছে যেন শহরটি শ্বাস নিচ্ছে ও জীবন্ত।
উদাহরণ:
“It was one of those March days when the sun shines hot and the wind blows cold: when it is summer in the light, and winter in the shade.” — Great Expectations
Dickens-এর অন্যান্য উপন্যাস যেমন Bleak House, Oliver Twist, এবং David Copperfield-এও লন্ডনকে প্রাণবন্ত পরিবেশ হিসেবে দেখানো হয়েছে।
Charles Dickens (1812–1870)
-
জন্ম: 7 ফেব্রুয়ারি 1812, Portsmouth, Hampshire, England
-
Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, বিশেষত দরিদ্র মানুষের সংগ্রাম ও সমাজের অন্যায় তুলে ধরার জন্য প্রসিদ্ধ।
-
ছদ্মনাম: Boz
-
জনপ্রিয় উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
-
Dickens-এর সাহিত্য লন্ডন শহরকে যেন প্রাণবন্ত করে তুলে ধরেছে এবং Victorian সমাজের বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার গভীর চিত্র ফুটিয়ে তুলেছে।

0
Updated: 3 weeks ago