The famous play The Borderers was written by -
A
Thomas Hardy
B
William Wordsworth
C
Ernest Hemingway
D
P.B. Shelley
উত্তরের বিবরণ
The Borderers
-
লেখক: William Wordsworth
-
ধরন: নাটক / Tragedy
-
লিখিত সাল: ১৮৯৬-৯৭ (ফ্রান্স থেকে ফিরে আসার পর)
-
প্রকাশিত সাল: ১৮৪২
-
ভাষা ও ধরণ: Blank Verse, ৫টি Acts
-
মূল বিষয়: মানব প্রকৃতি, যা মানুষকে পাপ ও অপরাধের পথে নিয়ে যায়।
-
প্রভাব: French Revolution-এর বাস্তব অভিজ্ঞতা নাটকে প্রতিফলিত।
William Wordsworth
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
পদ: Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
বিশেষণ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael
-
-
গুরুত্বপূর্ণ অবদান:
-
Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা)
-
Romantic Age-এর সূচনাকারী; তাকে “The Father of Romantic Age” বলা হয়।
-
Source: Britannica
0
Updated: 1 month ago
Who wrote the picaresque novel titled 'Tom Jones'?
Created: 1 month ago
A
Samuel Richardson
B
Horace Walpole
C
Henry Fielding
D
Laurence Sterne
Henry Fielding (1707–1754) ছিলেন অগাস্টান যুগের সবচেয়ে সফল ঔপন্যাসিক এবং তাকে আধুনিক ইংরেজি উপন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সাহিত্য জগতে বিশেষভাবে তার হাস্যরসাত্মক ও সমালোচনামূলক রচনার জন্য পরিচিত।
-
তিনি The Augustan period বা Pope যুগের অন্যতম প্রধান সাহিত্যিক।
-
তাকে আধুনিক ইংরেজি উপন্যাসের পিতামাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Tom Jones (1749)
-
Amelia
-
Joseph Andrews
-
Jonathan Wilde
-
Top Secret
-
Tom Jones, পুরো নাম The History of Tom Jones, a Foundling, একটি হাস্যরসাত্মক উপন্যাস যা 1749 সালে প্রকাশিত হয়। এটি ১৮ শতকের প্রথমার্ধের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
The author of ‘To Autumn’ belongs to which literary period?
Created: 2 months ago
A
Renaissance
B
Modernist
C
Romantic
D
Victorian
• ‘To Autumn’ কবিতার রচয়িতা জন কিটস (John Keats) ছিলেন রোমান্টিক যুগের একজন প্রধান কবি। তাই ‘To Autumn’ কবিতার লেখক রোমান্টিক সাহিত্য যুগের অন্তর্ভুক্ত। রোমান্টিক যুগ ছিল ১৮শ শতাব্দীর শেষ থেকে ১৯শ শতাব্দীর শুরু পর্যন্ত এক সাহিত্য আন্দোলন, যা প্রকৃতি, অনুভূতি, কল্পনা ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্য অপশনগুলো হলো: রেনেসাঁ (Renaissance), যা মধ্যযুগের পরে ইউরোপে শিল্প, বিজ্ঞান ও সাহিত্যচর্চার পুনর্জাগরণের সময়কাল; মডার্নিস্ট (Modernist) সাহিত্য ছিল ২০শ শতাব্দীর শুরুতে নতুন রচনাশৈলী ও চিন্তাধারা নিয়ে; আর ভিক্টোরিয়ান (Victorian) সাহিত্য ছিল ১৯শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার শাসনকালে লেখিত সাহিত্য। সুতরাং, ‘To Autumn’ রোমান্টিক যুগের কবিতা।
• বিস্তারিত আলোচনা:
• To Autumn:
- To Autumn John Keats এর শেষ প্রধান কবিতা।
- এটি ১৮২০ সালে Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems গ্রন্থে প্রকাশিত হয়।
- "To Autumn" কবিতাটি শরৎ ঋতুর সৌন্দর্য ও পরিপূর্ণতা উদযাপন করে।
- এখানে শরৎকে মৃত্যুর পূর্বাভাস বা পতনের সময় হিসেবে দেখানো হয়নি, বরং এটি এক শান্ত, পূর্ণতা প্রাপ্ত ঋতু হিসেবে তুলে ধরা হয়েছে।
- যদিও গ্রীষ্ম শেষ হয়ে গেছে, তবুও শরতের মধ্যে এক ধরনের শান্তি ও সময়ের স্থিতাবস্থা রয়েছে, যেখানে জীবনের ক্ষণস্থায়ীত্বের চিন্তা খুব একটা প্রাধান্য পায় না।
• John Keats (1795-1821):
- John Keats ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কাব্য কবি।
- তিনি প্রাচীন পুরাণের মাধ্যমে একটি দর্শনীয় চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন।
0
Updated: 2 months ago
They wanted to make lemonade, but ________.
Created: 2 months ago
A
they didn’t have much sugar
B
they hadn’t many sugar
C
there was not too many sugar
D
there was not a great amount of sugar
Complete Sentence:
They wanted to make lemonade, but they didn’t have much sugar.
Bangla Translation:
তারা লেমনেড বানাতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে বেশি চিনি ছিল না।
বিকল্পগুলোর ভুল কারণ:
-
they hadn’t many sugar
-
‘hadn’t many’ শুধুমাত্র countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
Sugar হলো uncountable noun, তাই এটি ভুল।
-
-
there was not too many sugar
-
“too many” countable noun-এর জন্য ব্যবহৃত হয়, sugar uncountable।
-
এছাড়া, “there was” singular, কিন্তু “many sugar” countable-এর সঙ্গে মেলেনি।
-
-
there was not a great amount of sugar
-
“great amount” সাধারণত বড় পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়।
-
এই ক্ষেত্রে এটি উপযুক্ত নয়।
-
সঠিক ব্যবহার: much + uncountable noun → much sugar
0
Updated: 2 months ago