The famous play The Borderers was written by -
A
Thomas Hardy
B
William Wordsworth
C
Ernest Hemingway
D
P.B. Shelley
উত্তরের বিবরণ
The Borderers
-
লেখক: William Wordsworth
-
ধরন: নাটক / Tragedy
-
লিখিত সাল: ১৮৯৬-৯৭ (ফ্রান্স থেকে ফিরে আসার পর)
-
প্রকাশিত সাল: ১৮৪২
-
ভাষা ও ধরণ: Blank Verse, ৫টি Acts
-
মূল বিষয়: মানব প্রকৃতি, যা মানুষকে পাপ ও অপরাধের পথে নিয়ে যায়।
-
প্রভাব: French Revolution-এর বাস্তব অভিজ্ঞতা নাটকে প্রতিফলিত।
William Wordsworth
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
পদ: Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
বিশেষণ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael
-
-
গুরুত্বপূর্ণ অবদান:
-
Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা)
-
Romantic Age-এর সূচনাকারী; তাকে “The Father of Romantic Age” বলা হয়।
-
Source: Britannica
0
Updated: 1 month ago
"Oliver Twist" is the title character of a novel, created by-
Created: 1 month ago
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
0
Updated: 1 month ago
What is the central loss that the speaker mourns at the beginning of the "Immortality Ode"?
Created: 3 weeks ago
A
The death of a close friend
B
The destruction of a beautiful natural landscape
C
A "celestial light" or divine vision that once seemed to cover the earth
D
The loss of his poetic abilities
কবিতার শুরুতে বক্তার মূল শোক হলো সেই “celestial light” বা আধ্যাত্মিক দৃষ্টির হারিয়ে যাওয়া, যা একসময় পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছিল। শৈশবে প্রকৃতির সাথে যে গভীর আত্মিক সংযোগ তিনি অনুভব করতেন, প্রাপ্তবয়সে এসে তা ম্লান হয়ে গেছে। কবিতার প্রারম্ভিক স্তবকগুলো এই বেদনার সবচেয়ে স্পষ্ট প্রকাশ ঘটায়—
"There was a time when meadow, grove, and stream,
The earth, and every common sight,
To me did seem
Apparelled in celestial light."
"It is not now as it hath been of yore;—
Turn wheresoe'er I may,
By night or day,
The things which I have seen I now can see no more."
এরপর তিনি বলেন—
"But yet I know, where'er I go,
That there hath past away a glory from the earth."
কবি স্বীকার করেন, তিনি এখনও প্রকৃতির সৌন্দর্য—রংধনু, গোলাপ, চাঁদ—দেখতে পান, কিন্তু এগুলো আর সেই শৈশবের মতো “glory and the freshness of a dream” ধারণ করে না। তাই তাঁর শোক কেবল সৌন্দর্যের হারানোর জন্য নয়, বরং সেই বিশেষ ক্ষমতার অভাবের জন্য, যা প্রকৃতির ভেতরে এক ঐশ্বরিক, অতিপার্থিব সত্তার আভাস দেখতে পারত।
-
শৈশবের অভিজ্ঞতায় প্রকৃতিকে এক আধ্যাত্মিক আভায় আচ্ছন্ন মনে হতো।
-
প্রাপ্তবয়সে এসে সেই আভা মিলিয়ে গিয়ে কেবল বাহ্যিক সৌন্দর্য দৃশ্যমান থাকে।
-
কবির শোক প্রকৃতির সৌন্দর্য হারানোর নয়, বরং সেই দৃষ্টি হারানোর, যা সৌন্দর্যের ভেতরে ঈশ্বরীয় আভাস অনুভব করত।
-
কবিতার শুরুতেই "glory from the earth" চলে যাওয়ার কথা বলা হয়েছে, যা আধ্যাত্মিক সংযোগ হারানোর প্রতীক।
-
শিশু ও প্রাপ্তবয়স্কের দৃষ্টিভঙ্গির এই পার্থক্য কবিতার মূল বার্তা তুলে ধরে, যেখানে সময়ের প্রবাহে নিষ্পাপ আধ্যাত্মিকতা হারানোর বেদনাকে কেন্দ্রীয় বিষয় করা হয়েছে।
0
Updated: 3 weeks ago
"The Pilgrim's Progress" is a literary work from -
Created: 6 months ago
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
2
Updated: 6 months ago