Who created the character 'Dorian Gray'?
A
Oscar Wilde
B
Charles Dickens
C
George Orwell
D
Mark Twain
উত্তরের বিবরণ
The Picture of Dorian Gray
-
লেখক: Oscar Wilde
-
ধরন: Philosophical / Moral Fantasy / Gothic Novel
-
প্রকাশের সাল: ১৮৯০ (Novella), ১৮৯১ (Novel-রূপে অতিরিক্ত ৬টি চ্যাপ্টারসহ)
-
কেন্দ্রীয় চরিত্র: Dorian Gray
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Dorian Gray একজন যুবক, যিনি তার চিরকালীন যৌবন অটুট রাখতে চায়।
-
তিনি তার ছবির মাধ্যমে বয়স বৃদ্ধির পরিবর্তে চিত্রকর্মটি বয়সিত হতে দেয়।
-
Lord Henry Wotton তাকে কুমন্ত্রণা দিয়ে অপকর্মের পথে প্ররোচিত করেন।
-
কাহিনীর শেষে Dorian তার আত্মা বিক্রির ভয়াবহতা উপলব্ধি করে এবং ছবিটি ধ্বংস করার চেষ্টা করে।
-
এই কাজের ফলে তার নিজের মৃত্যু ঘটে।
Oscar Wilde
-
জাতীয়তা: Irish
-
পেশা: Poet, Novelist, Playwright
-
পূর্ণ নাম: Oscar Fingal O’Flahertie Wills Wilde
-
খ্যাতিমান রচনা:
-
The Picture of Dorian Gray
-
Lady Windermere’s Fan
-
The Importance of Being Earnest
-
Source: Britannica.com
0
Updated: 1 month ago
University wits are from -
Created: 1 month ago
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
University Wits (16th century, Elizabethan)
-
Pioneer English dramatists, Oxford/Cambridge graduates (except Thomas Kyd)।
-
বৈশিষ্ট্য: আগের ধারার নাটক পরিহার, আধুনিকতা ও বৈচিত্র্য।
Members:
-
Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe (Cambridge)
-
Thomas Lodge, George Peele, John Lyly (Oxford)
-
Thomas Kyd (no university)
0
Updated: 1 month ago
What does the literary term 'Pun' mean?
Created: 1 month ago
A
The perspective from which the narrator tells his story.
B
A Self-contradictory statement that hides a rational meaning.
C
The speaker in a poem or novel.
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তর হবে Pun। এটি এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে শব্দের ধ্বনিগত মিল থাকলেও ভিন্ন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ শব্দকে দুই বা ততোধিক ভিন্ন অর্থে ব্যবহার করা হয়।
Pun বা Paronomasia
-
শব্দের এক ধরনের মজার বা ছলনাময় ব্যবহার, যেখানে একটি শব্দ একাধিক অর্থে বোঝানো হয়।
-
সাহিত্যে অনেক লেখক এই কৌশল ব্যবহার করে, এমনকি তাদের লেখার শিরোনামেও।
-
উদাহরণ: Hemingway-এর Farewell to Arms শিরোনামে Arms শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে—যুদ্ধ/অস্ত্র এবং প্রেমিকার হাত।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Point of View: গল্প বলার দৃষ্টিকোণ বা narrator-এর দৃষ্টিভঙ্গি।
-
Paradox: স্বপরস্পরের বিপরীত একটি বিবৃতি যা আভ্যন্তরীণ অর্থ বহন করে।
-
Persona: কবিতা বা উপন্যাসে বক্তা বা চরিত্র।
0
Updated: 1 month ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 2 months ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago