Which play tells the story of a jealous Moorish general?
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
উত্তরের বিবরণ
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com
0
Updated: 1 month ago
The tragedy 'Samson Agonistes' was penned by ______.
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
Henrick Ibsen
C
John Milton
D
Arthur Miller
Samson Agonistes একটি নাট্যকৃতি যা John Milton রচিত এবং ১৬৭১ সালে প্রকাশিত হয়। এটি গ্রিক মডেলের উপর ভিত্তি করে রচিত এবং অনেক সমালোচক এটিকে “greatest English drama” হিসেবে অভিহিত করেছেন।
নাটকটি মূলত পড়ার জন্য লেখা হয়, মঞ্চে উপস্থাপনার জন্য নয়। কাজটি Samson-এর জীবনের শেষ অধ্যায় নিয়ে এবং এটি বাইবেলীয় Book of Judges এর কাহিনীকে পুনরায় বর্ণনা করে।
-
এটি closet tragedy নামেও পরিচিত।
-
নাটকের বিষয়বস্তু মূলত Samson-এর জীবনের শেষ পর্ব ও তার সংগ্রামকে কেন্দ্র করে।
-
এই ধরনের নাটক সাধারণত পড়ার উপযোগী, সরাসরি মঞ্চস্থ করার জন্য নয়।
John Milton ১৬০৮ সালে লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একজন English poet, pamphleteer এবং historian ছিলেন। শেক্সপিয়ারের পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ English লেখক হিসেবে বিবেচিত।
যদিও তিনি মূলত কবি হিসেবে পরিচিত, তবুও কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও রচনা করেছেন। তাকে বলা হয় the Epic Poet এবং তিনি Blank Verse-এর মহান মাস্টার হিসেবেও পরিচিত।
Milton-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
0
Updated: 1 month ago
Synonym of 'jocose' is -
Created: 1 month ago
A
Blithe
B
Melancholy
C
Competent
D
Prudent
বিশ্লেষণ:
-
Jocose মানে রসিক, হাসিখুশি, তামাশাপূর্ণ, যা "playful বা humorous" বোঝায়।
-
Blithe মানে প্রফুল্ল, আনন্দিত, হাসিখুশি—যা jocose এর সঙ্গে অর্থে মিলে যায়।
-
অন্য অপশনগুলো (Melancholy = বিষাদ, Competent = দক্ষ, Prudent = বিচক্ষণ) অর্থে মেলে না।
0
Updated: 1 month ago
The line "Life is but a walking shadow" is taken from which play by Shakespeare?
Created: 1 month ago
A
King Lear
B
Romeo and Juliet
C
The Merchant of Venice
D
Macbeth
“Life is but a walking shadow” লাইনটি নেওয়া হয়েছে William Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি Macbeth থেকে। এটি Shakespeare-এর অন্যতম ছোট ট্র্যাজেডি, যেখানে ক্ষমতার লোভ, নৈতিক বিচ্যুতি এবং এর ফলাফলের ভয়ঙ্কর পরিণতি ফুটে ওঠে।
-
Macbeth হলো Shakespeare-এর লেখা একটি ছোট ট্র্যাজেডি, যার কেন্দ্রীয় চরিত্র Macbeth, স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকের মূল বিষয়: King Duncan-এর হত্যা এবং এর ফলে ঘটে যাওয়া ঘটনা।
-
লেখা হয়েছে ১৬০৭ সালের দিকে, প্রথম প্রকাশিত ১৬২৩ সালে।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সারসংক্ষেপ:
-
স্কটল্যান্ডের সেনানায়ক Macbeth তিন ডাইনের থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক খুন চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth এবং Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে; Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের ময়দানে মারা যায়।
-
নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Life is but a walking shadow.”
William Shakespeare (April 26, 1564 – April 23, 1616)
-
Stratford-upon-Avon, England-এ জন্মগ্রহণ।
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
একজন ইংরেজি poet, dramatist, এবং actor।
-
প্রায়শই ইংরেজির জাতীয় কবি বলা হয় এবং সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য।
-
মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
উল্লেখযোগ্য কাজ:
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical Plays: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I-III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago