A
কোনটিই নয়
B
অর্থনৈতিক অধিকার
C
রাজনৈতিক অধিকার
D
সামাজিক অধিকার
উত্তরের বিবরণ
রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারগুলো নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক অধিকার বলতে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য নাগরিকরা যেসব অধিকার ভোগ করে, যেমন—ভোটদান, নির্বাচনে অংশগ্রহণ, সরকারি চাকরি লাভ, সরকারি কাজের সমালোচনা করা এবং আবেদন করা। সামাজিক অধিকারগুলো জীবন রক্ষা, মত প্রকাশ, চলাফেরা, বিনা বিচারে আটক না হওয়া, সংঘবদ্ধ হওয়া, সভা-সমিতি আয়োজন, চুক্তি স্থাপন, সম্পত্তি ভোগ, আইনের চোখে সমতা লাভ, শিক্ষা লাভ, সংবাদপত্রের স্বাধীনতা, পরিবার গঠন এবং নিজ-নিজ সংস্কৃতি ও ভাষা চর্চা করার অধিকার। অর্থনৈতিক অধিকারগুলোর মধ্যে রয়েছে কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিক ও অবকাশ যাপন। এই অধিকারগুলো মিলিতভাবে নাগরিকদের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে।
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago