"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
উত্তরের বিবরণ
A Tale of Two Cities
- 
লেখক: Charles Dickens 
- 
ধরন: Novel 
- 
ভাষা: English 
- 
প্রকাশকাল: 1859 
- 
Setting: London এবং Paris 
- 
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম 
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
- 
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান। 
- 
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন। 
- 
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত। 
- 
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 
উল্লেখযোগ্য চরিত্র
- 
Sydney Carton 
- 
Lucie Manette 
- 
Charles Darnay 
- 
Dr. Alexandre Manette 
- 
Madame Defarge 
বিখ্যাত উক্তি
- 
প্রথম লাইন: 
 “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.”
- 
শেষ লাইন: 
 "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
- 
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। 
উল্লেখযোগ্য রচনা
- 
A Christmas Carol 
- 
David Copperfield 
- 
Bleak House 
- 
A Tale of Two Cities 
- 
Great Expectations 
- 
Our Mutual Friend 
- 
Hard Times 
- 
The Pickwick Papers 
Options:
- 
খ) Great Expectations — লেখক: Charles Dickens 
- 
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen 
- 
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway 
Source: Live MCQ Lecture, Britannica.com
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Who wrote the poem The Canonization?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
W.B. Yeats
C
Robert Browning
D
John Donne
Correct answer: John Donne
The Canonization:
John Donne রচিত এই কবিতাটি ১৫৯০ সালে লেখা এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়। এটি তাঁর বিখ্যাত সংকলন Songs and Sonnets-এর প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত। কবিতাটিতে বক্তা ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে প্রমাণ করতে চান যে তাঁর ভালোবাসা সাধারণ পার্থিব সম্পর্ক নয়, বরং এমন এক পবিত্র ও উচ্চতর ভালোবাসা, যা সন্তত্বের (saintliness) পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ, প্রেমকে এখানে একটি ধর্মীয় সাধনার রূপে তুলে ধরা হয়েছে।
Famous Quotations from The Canonization:
- 
“For God’s sake hold your tongue, and let me love.” 
- 
“As well a well-wrought urn becomes 
 The greatest ashes, as half-acre tombs.”
John Donne (1572–1631):
- 
তিনি ছিলেন Renaissance যুগের অন্যতম বিশিষ্ট কবি। 
- 
তাঁকে বলা হয় “Father of Metaphysical Poetry”, কারণ তিনিই ইংরেজি সাহিত্যে আধ্যাত্মিক বা দার্শনিক কবিতার ধারা শুরু করেন। 
- 
তাঁর কবিতায় প্রেম, ধর্ম, আত্মা, মৃত্যু, ও মানব-অস্তিত্বের গভীর দার্শনিক বিশ্লেষণ পাওয়া যায়। 
- 
তিনি একই সঙ্গে Poet of Love and Religion নামেও পরিচিত। 
- 
রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতার ভাব ও দার্শনিক গভীরতায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। 
John Donne-এর বিখ্যাত কবিতাসমূহ:
- 
The Good Morrow 
- 
The Canonization 
- 
The Flea 
- 
The Sun Rising 
- 
A Valediction: Forbidding Mourning 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
If someone says, "I'm going to hit the sack," what are they most likely doing?
Created: 1 month ago
A
Going to sleep early
B
Preparing for a fight
C
Starting a workout
D
Packing their bags
• Idiom: "hit the sack"
- 
Meaning: Go to sleep or go to bed. 
Details:
- 
English Meaning: To go to bed in order to sleep. 
- 
Bangla Meaning: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া। 
Example Sentence:
- 
I’m really tired, so I’m going to hit the sack early tonight. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
Most days were spent lounging _________ the pool.
Created: 3 weeks ago
A
in
B
on
C
around
D
aside
Complete Sentence: Most days were spent lounging around the pool।
- 
lounging (verb) - 
English Meaning: to sit, lie, or stand in a relaxed or lazy way 
- 
Bangla Meaning: আরাম করে বসা বা শুয়ে থাকা 
 
- 
- 
আরাম করে শুয়ে থাকা বা বসা বোঝাতে lounging-এর সাথে সাধারণত preposition হিসেবে ‘by’ বা ‘around’ ব্যবহার করা হয় - 
এখানে ‘around’ ব্যবহার করা হয়েছে, যা বোঝায় পুলের আশেপাশে বা পার্শ্বে আরাম করা 
 
- 
- 
Correct Answer: গ) around 
- 
Example Sentences: - 
On summer afternoons, we love lounging around the pool with cold drinks. 
- 
They spent the weekend lounging around the garden, enjoying the sun. 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago