Which kind of literary work is Harold Pinter's "The Birthday Party"?
A
Novel
B
Play
C
Short story
D
Poem
উত্তরের বিবরণ
The Birthday Party
-
Renaissance: Harold Pinter-এর লেখা একটি play।
-
Genre: Comedy of Menace।
-
Significance: এটি Pinter-এর প্রথম full-length play যা তার trademark “comedy of menace” সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
কাহিনী ও প্রধান চরিত্র:
-
Stanley: মূল চরিত্র, একটি সস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভাড়া থাকে।
-
Stanley সারাক্ষণ আতঙ্কে ভোগে এবং বিশ্বাস করে যে Goldberg ও McCann নামের দুইজন অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্মদিনে একটি পার্টি আয়োজন করে।
-
নাটকটি মূলত Stanley-এর মানসিক অবস্থা ও তার আতঙ্কের ওপর ভিত্তি করে এগিয়ে চলে।
Harold Pinter
-
ইংরেজি নাট্যকার, বিশ্বখ্যাত post-World War II dramatist।
-
উল্লেখযোগ্য নাটক:
-
Moonlight
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
অন্যান্য নাট্যকার ও নাটক (উল্লেখযোগ্য):
-
T.S. Eliot: The Cocktail Party
-
K. Mansfield: The Garden Party
-
Harold Pinter: The Birthday Party
Source: Britannica, Live MCQ Lecture
0
Updated: 1 month ago
The Pilgrim's Progress is a/an -
Created: 4 weeks ago
A
elegy
B
sonnet
C
religious allegory
D
dramatic monologue
The Pilgrim's Progress হলো John Bunyan রচিত একটি প্রসিদ্ধ religious allegory prose, যা ১৬৭৮ সালে লেখা হয়। এটি Neoclassical Period-এর অন্যতম সাহিত্যকর্ম এবং puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশদভাবে প্রকাশ করে। কবিতার মতো নয়, এটি একটি প্রতীকী কাহিনী, যা একজন ধার্মিক মানুষের জীবনের যাত্রাপথকে চিত্রিত করে। জনপ্রিয়তার দিক থেকে, The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় স্থান দখল করেছিল এবং মুদ্রিত কপি সমূহের মধ্যে এখনও এটি সবচেয়ে জনপ্রিয় Christian allegory।
-
লেখক: John Bunyan
-
জন্ম: 1628
-
ধরণ: Religious allegory prose
-
প্রকাশকাল: ১৬৭৮
-
প্রসঙ্গ: ধার্মিক মানুষের জীবনের প্রতীকী যাত্রা
-
উপলব্ধি: Puritan religious outlook
John Bunyan সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English minister, preacher এবং author।
-
Restoration period-এর একজন স্বনামধন্য সাহিত্যিক।
John Bunyan-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Grace Abounding
-
The Holy War
-
The Life and Death of Mr. Badman
-
The Pilgrim’s Progress
0
Updated: 4 weeks ago
Who among the following did not receive the Nobel Prize in Literature?
Created: 2 months ago
A
Ernest Hemingway
B
Leo Tolstoy
C
William Faulkner
D
T.S. Eliot
সঠিক উত্তর: খ) Leo Tolstoy
বিস্তারিত ব্যাখ্যা:
Leo Tolstoy:
-
পুরো নাম: Lev Nikolayevich Tolstoy
-
জাতীয়তা: Russian
-
জন্ম: ৯ সেপ্টেম্বর ১৮২৮
-
মৃত্যু: ২০ নভেম্বর ১৯১০
-
সাহিত্যিক পরিচিতি: রাশিয়ার অন্যতম মহান novelist, বিশ্বসাহিত্যে গভীর প্রভাব ফেলা।
-
প্রধান কাজসমূহ:
-
War and Peace (১৮৬৫–৬৯)
-
Anna Karenina (১৮৭৫–৭৭)
-
The Death of Ivan Ilyich (১৮৮৬)
-
-
বিশিষ্টতা: Realistic fiction-এর মাস্টার এবং সর্বকালের সেরা novelist-এর একজন।
অপশন বিশ্লেষণ:
-
Ernest Hemingway — Nobel Prize in Literature, 1954
-
William Faulkner — Nobel Prize in Literature, 1949
-
T.S. Eliot — Nobel Prize in Literature, 1948
উপসংহার: Tolstoy-এর War and Peace ও Anna Karenina উপন্যাসগুলো তাকে সারাবিশ্বে শ্রেষ্ঠ novelist হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
0
Updated: 2 months ago
Idylls of the King is written by -
Created: 2 months ago
A
Robert Browning
B
Alfred Tennyson
C
P.B. Shelley
D
Herman Melville
• Idylls of the King:
- এই কবিতাটি রচনা করেন Alfred Tennyson.
- Arthurian legend কে কেন্দ্র করে এই কবিতার পটভূমি রচিত। রাজা আর্থারের বিভিন্ন কাহিনীকে ভিক্টোরিয়ান যুগের আদলে সাজিয়েছেন কবি এখানে।
- Sir Thomas Malory এর লেখা Le Morte D'arthur এর উপর ভিত্তি করেই এটি লেখা। মোট ১২ কি কবিতা স্থান পেয়েছে।
• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson, একজন English poet
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry.
• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D'Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.
0
Updated: 2 months ago