1832-1901 - This is the time frame of -
A
The Restoration Period
B
The Romantic Period
C
The Victorian Period
D
The Modern Period
উত্তরের বিবরণ
The Victorian Period (1832–1901)
-
ইংরেজি সাহিত্যের 19শ শতাব্দীকে Victorian Period বলা হয়।
-
নামকরণ Queen Victoria-এর নামে। যদিও তিনি 1837 সালে সিংহাসনে বসেন, সাহিত্যিক পরিবর্তন 1832 সাল থেকে লক্ষ্য করা যায়।
-
Fabian Society 1883 সালে প্রতিষ্ঠিত হয়, শ্রেণী সংগ্রামে হিংসা এড়াতে। G.B. Shaw ছিলেন এর সদস্য।
Victorian Period-এর প্রধান দুইটি উপ-সময়কাল:
-
The Pre-Raphaelites: 1848–1860
-
Aestheticism & Decadence: 1880–1901
উল্লেখযোগ্য লেখক:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler
English Literature Periods and Sub-Ages
-
Old English Period: 450–1066
-
Middle English Period: 1066–1500
-
Anglo-Norman Period
-
Age of Chaucer
-
-
Renaissance Period: 1500–1660
-
Elizabethan Period (1558–1603)
-
Jacobean Period (1603–1625)
-
Caroline Period (1625–1649)
-
Commonwealth Period (1649–1660)
-
-
Neoclassical Period: 1660–1785
-
Restoration Period (1660–1700)
-
Augustan Period (1700–1745)
-
Age of Sensibility (1745–1785/1798)
-
-
Romantic Period: 1798–1832
-
Victorian Period: 1832–1901
-
Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
-
-
Modern Period: 1901–1939
-
Edwardian Period (1901–1910)
-
Georgian Period (1910–1939)
-
-
Post-Modern Period: 1939–present
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
0
Updated: 1 month ago
Who has written the play 'Volpone'?
Created: 2 months ago
A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica
0
Updated: 2 months ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica
0
Updated: 2 months ago
Which of the following is a correct synonym of “wag”?
Created: 1 month ago
A
Bar
B
Shake
C
Halt
D
Wily
Wag (verb) অর্থ হলো কোনো অংশ নাড়া বা নাড়া দেওয়া, বিশেষত লেজ, আঙুল বা মাথা।
-
ইংরেজি অর্থ:
-
If a dog wags its tail, its tail moves from side to side several times.
-
To shake your finger or your head from side to side or up and down, often because you do not approve of something.
-
-
বাংলা অর্থ: (লেজ ইত্যাদি) নড়া; নাড়া।
-
Synonyms: Shake (নাড়ানো), Nod (মাথা ঘুরানো), Stir, Waggle (আলোড়ন), Release (মুক্তি)
-
Antonyms: Be still (অবিচল), Freeze (স্থির), Bar, Block, Suspend (সাসপেন্ড)
-
অন্যান্য রূপ:
-
Wag (noun) → রসিক/আমুদে/ফুর্তিবাজ/রগুড়ে লোক
-
Waggish (adjective) → রগুড়ে/আমুদে; সকৌতুক
-
Waggishly (adverb) → পরিহাসচ্ছলে; রগড়চ্ছলে ইত্যাদি
-
-
অন্যান্য বিকল্প:
-
Halt → সাময়িক নিবৃত্তি; বিরতি
-
Wily → চতুর ও ধূর্ত
-
-
উদাহরণ বাক্য:
-
Just remember what I said,’ she repeated, wagging her finger at him.
-
The happy dog wagged his tail.
-
সঠিক সমার্থক শব্দ: Shake
0
Updated: 1 month ago