The Da Vinci Code is written by -
A
Sidney Sheldon
B
Leonardo da Vinci
C
Dan Brown
D
Paulo Coelho
উত্তরের বিবরণ
The Da Vinci Code
- 
লেখক: Dan Brown 
- 
প্রকাশ: রহস্য-থ্রিলার উপন্যাস 
- 
কেন্দ্রীয় ঘটনা: লুভর মিউজিয়ামের কিউরেটর Jacques Sauniere-এর হত্যাকাণ্ড। 
মূল চরিত্র ও ঘটনা:
- 
Robert Langdon: হার্ভার্ডের ধর্মীয় প্রতীকবিদ্যা অধ্যাপক, রহস্য সমাধানে মূল চরিত্র। 
- 
Sophie Neveu: ফরাসি ক্রিপ্টোলজিস্ট, Langdon-এর সহযোগী। 
- 
গুরুত্বপূর্ণ সংগঠন: Priory of Sion, Opus Dei। 
- 
অন্যান্য চরিত্র: রহস্যময় সন্ন্যাসী Silas, ব্রিটিশ ঐতিহাসিক Sir Leigh Teabing। 
- 
প্লট: লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মে লুকানো সংকেত অনুসন্ধান এবং ধর্ম, ইতিহাস ও শিল্পের জটিল সম্পর্কের মধ্যে গোপন সত্য উন্মোচন। 
Dan Brown সম্পর্কে:
- 
জন্ম: June 22, 1964 
- 
প্রখ্যাত রচনাসমূহ: - 
Angels & Demons 
- 
The Da Vinci Code 
- 
The Lost Symbol 
- 
Inferno 
 
- 
Source: Britannica
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Choose the plural form of 'Memorandum'.
Created: 2 months ago
A
Memorandumes
B
Memoranda
C
Memorandumies
D
Memorandi
Memorandum (Singular)
- 
English meaning: a memo; an official note from one person to another within the same organization. 
- 
Bangla meaning: স্মারক 
- 
Plural form: memorandums or memoranda 
- 
Examples: - 
Michael Davis has prepared a memorandum outlining our need for an additional warehouse. 
- 
An internal memorandum. 
- 
Leaks of confidential memoranda. 
 
- 
Source: Cambridge Dictionary
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
If she had more free time, she _______ to cook Italian food.
Created: 1 month ago
A
would learned
B
have learned
C
would have learned
D
would learn
Complete sentence: If she had more free time, she would learn to cook Italian food.
- 
এই বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ। 
Second Conditional-এর নিয়ম:
- 
If + past indefinite tense, subject + would/could/might + verb (base form) + … 
- 
অর্থাৎ, If যুক্ত clause-এ past indefinite tense থাকবে, এবং পরবর্তী clause-এ subject + would/could/might + verb (base form) ব্যবহার হবে। 
এখানে:
- 
had হলো মূল verb (past indefinite) 
- 
would learn হলো পরবর্তী clause-এর ক্রিয়া, যা শর্ত পূরণের সম্ভাবনা নির্দেশ করছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In which Shakespearean play does the character "Claudio" appear?
Created: 1 month ago
A
Measure for Measure
B
Macbeth
C
Othello
D
Hamlet
Claudio চরিত্রটি উপস্থিত আছে Measure for Measure নাটকে, যা William Shakespeare রচিত একটি ৫-act বিশিষ্ট Dark Comedy। এটি প্রায় ১৬০৩-০৪ সালে লেখা হয় এবং ১৬২৩ সালের প্রথম ফলিওতে প্রকাশিত হয়।
- 
সারসংক্ষেপ: - 
Duke of Vienna অস্থায়ীভাবে ক্ষমতা Angelo-কে দেন 
- 
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে গর্ভবতী করেছে 
- 
Claudio-এর বোন Isabella, একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo-এর কাছে অনুরোধ করে 
- 
Angelo কুপ্রস্তাব দেয়—Claudio মুক্ত করতে হলে Isabella-কে তার সতীত্ব ত্যাগ করতে হবে, যা Isabella অগ্রাহ্য করে 
- 
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন 
- 
শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয় এবং Angelo-এর অন্যায় উদঘাটিত হয় 
- 
Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন, নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয় 
 
- 
- 
Characters: - 
Isabella, Vincentio, Claudio, Lord Angelo, Juliet, Mistress Overdone, ইত্যাদি 
 
- 
- 
William Shakespeare: - 
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England 
- 
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon 
- 
Byname: Bard of Avon বা Swan of Avon 
- 
English poet, dramatist, এবং actor 
- 
প্রায়শই English National Poet বলা হয় এবং বিশ্বের সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত 
- 
রচনা করেছেন ৩৭টি নাটক 
 
- 
- 
Notable Works: - 
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet, ইত্যাদি 
- 
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure 
- 
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor 
- 
Historical Play: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago