A
উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
B
উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
C
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
D
পশ্চিমা শীতল বায়ু
উত্তরের বিবরণ
ঘূর্ণিঝড় (Cyclone)
-
পরিচয়: কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ।
-
কেন্দ্রে: নিম্নচাপ, চারপাশে: উচ্চচাপ।
-
বাংলাদেশে সংঘটনের সময়:
-
আশ্বিন–কার্তিক মাস
-
চৈত্র–বৈশাখ মাস
-
-
বর্ষাকাল: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে।
-
বিশেষ কারণ: বাংলাদেশের দক্ষিণে ফানেল আকৃতি, যা ঘূর্ণিঝড়ের প্রবাহকে ত্বরান্বিত করে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago