নিচের কোনটি ইমানুয়েল কান্টের নীতিবিদ্যার মূলকথা নয়?
A
সৎ ইচ্ছা
B
শর্তহীন আদেশ
C
কর্তব্যের জন্য কর্তব্য
D
সামাজিক চুক্তি
উত্তরের বিবরণ
নৈতিকতা ও ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা
মূল তথ্য:
ইমানুয়েল কান্ট (Immanuel Kant):
জার্মান নীতিবিজ্ঞানী।
'কর্তব্যের জন্য কর্তব্য' ধারণার প্রবর্তক।
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি:
সৎ ইচ্ছা (Good Will)
কর্তব্যের জন্য কর্তব্য (Duty for Duty’s Sake)
শর্তহীন আদেশ (Categorical Imperative)
কর্তব্যমুখী নৈতিকতা (Deontological Ethics):
যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
ইমানুয়েল কান্টকে এই দর্শনের প্রবর্তক বলা হয়।
গুরুত্বপূর্ণ তথ্য:
সামাজিক চুক্তি (Social Contract) ইমানুয়েল কান্টের নীতিবিদ্যার মূলকথা নয়।
উৎস:
পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ব্রিটানিকা।
0
Updated: 1 month ago
‘জ্ঞান হয় পুণ্য'-এই উক্তিটি কার?
Created: 3 weeks ago
A
থেলিস
B
সক্রেটিস
C
এ্যারিস্টটল
D
প্লেটো
প্রাচীন গ্রীক দার্শনিক সক্রেটিসের মতে নৈতিক ক্রিয়া বা ন্যায়ের মূল ভিত্তি হলো জ্ঞান। তার ধারণা অনুযায়ী, যার মধ্যে ন্যায়বোধ সম্পর্কিত জ্ঞান নেই, তার পক্ষে ন্যায্য কাজ করা সম্ভব নয়।
সক্রেটিস সদগুণ এবং জ্ঞানকে একত্রিত করে বলেছেন, "জ্ঞানই পূণ্য"। তিনি মনে করতেন, ন্যায়ের ভিত্তি হলো প্রকৃত জ্ঞান এবং অন্যায়ের ভিত্তি হলো অজ্ঞতা।
-
মূল বাক্যটি ছিল “Virtue is knowledge”, অর্থাৎ পূণ্যই জ্ঞান। এই বাক্যটিকে কিছুটা ঘুরিয়ে বলা হয়েছে “জ্ঞানই পূণ্য”।
-
এই উক্তিটি পাওয়া যায় সক্রেটিস এবং Meno নামক একজন গ্রীক উদীয়মান তরুণের কথোপকথন থেকে।
-
কথোপকথনটি সংরক্ষিত আছে সক্রেটিসের শিষ্য প্লেটো রচিত গ্রন্থ Dialogues-এ।
-
যেহেতু সক্রেটিসের নিজস্ব লিখিত কোনো বই পাওয়া যায় না, তাই সক্রেটিসকে বোঝার জন্য তার ছাত্র প্লেটো-এর উপর নির্ভর করতে হয়।
-
প্লেটো তার Dialogues-এ সক্রেটিসের বিভিন্ন জ্ঞানমূলক কথোপকথন উপস্থাপন করেছেন। অর্থাৎ বইয়ের উক্তিগুলো মূলত সক্রেটিসের; প্লেটোর নিজের নয়।
-
যেহেতু Dialogues প্লেটো রচিত, অনেকেই সক্রেটিসের উক্তিগুলোকে প্লেটোর উক্তি মনে করে। এজন্য প্রায়শই বিভ্রান্তি দেখা দেয়, বিশেষ করে শিক্ষাগত আলোচনা বা প্রশ্নের ক্ষেত্রে।
-
সুতরাং আলোচ্য উক্তিটি নিশ্চিতভাবে সক্রেটিসের, এবং তার ছাত্র প্লেটো এই কথোপকথনগুলো সংরক্ষণ ও প্রকাশ করেছেন।
0
Updated: 3 weeks ago
'সুনির্দিষ্ট ভুখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।'- উক্তিটি কার?
Created: 1 month ago
A
এডমন্ড বার্ক
B
থমাস জেফারসন
C
অধ্যাপক গার্নার
D
পিয়েরে ল্যান্ডেল মিলস্
রাষ্ট্র
-
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে
-
প্রতিটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা থাকে
-
রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের উপস্থিতি এবং সার্বভৌমত্ব থাকা আবশ্যক
-
এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না
অধ্যাপক গার্নারের সংজ্ঞা:
-
“সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত স্বাধীন জনসমষ্টি” রাষ্ট্র হিসেবে বিবেচিত
রাষ্ট্রের উপাদান চারটি:
-
জনসমষ্টি
-
নির্দিষ্ট ভূখণ্ড
-
সরকার
-
সার্বভৌমত্ব
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি
0
Updated: 1 month ago
"সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।" এই উক্তিটি করেন কে?
Created: 1 month ago
A
এফ ই মেরিল
B
এফ. এল. ডানকান
C
হ্যারল্ড লাস্কি
D
ম্যাক্স ওয়েবার
সামাজিক মূল্যবোধ হলো মানুষের সেই বিশ্বাস ও মানদণ্ড, যা গোষ্ঠীগত কল্যাণ ও সুশৃঙ্খল সমাজ রক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করায়। এটি মানুষের সামাজিক আচরণ, চিন্তাভাবনা, লক্ষ্য ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে।
-
সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন, "সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের একটি ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করে।"
-
সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো ন্যায়পরায়ণতা, সততা ও শিষ্টাচার।
-
গুরুত্বপূর্ণ সামাজিক আচরণের মধ্যে রয়েছে— বড়দের সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা।
-
সামাজিক মূল্যবোধ ব্যক্তি ও সমাজের মধ্যে সংহতি, সহযোগিতা ও সামাজিক দায়বোধ বজায় রাখতে সাহায্য করে।
0
Updated: 1 month ago