’মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ’’- উক্তিটি কার?
A
মিশেল ক্যামডেসাস
B
এম ডব্লিউ পামফ্রে
C
ম্যাককরনী
D
এম আর উইলিয়ামস
উত্তরের বিবরণ
সুশাসন (Good Governance)
সংজ্ঞা ও ব্যাখ্যা:
-
মিশেল ক্যামডেসাস:
"রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।"
-
এম. ডব্লিউ. পামফ্রে:
"মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।"
-
কফি আনান (Kofi Annan):
"সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে প্রবর্তন করে।"
-
ম্যাককরনী (MacCorny) মতে:
"সুশাসন রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক বোঝায়।"
উৎস:
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
'অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন' উক্তিটি করেছেন -
Created: 1 month ago
A
ডাইসি
B
স্পেনসার
C
লাস্কি
D
কোল
সাম্যের প্রকারভেদ বিভিন্ন রকমের হতে পারে, যেমন: সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, এবং আইনগত সাম্য।
-
অর্থনৈতিক সাম্য:
-
অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করা নয়।
-
এটি বোঝায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ্যতা অনুযায়ী সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া।
-
প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ অর্থনৈতিক সাম্যের অংশ।
-
উদাহরণ: বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি।
-
কোল এর মতে, “অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।”
-
0
Updated: 1 month ago
বিখ্যাত গ্রন্থ ’Utilitarianism’ এর লেখক-
Created: 1 month ago
A
এরিস্টটল
B
সক্রেটিস
C
জন স্টুয়ার্ট মিল
D
কার্ল মার্কস
জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) ও Utilitarianism
মূল তথ্য:
জন স্টুয়ার্ট মিল:
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা।
বিখ্যাত গ্রন্থ ‘On Liberty’-তে বলেন:
"মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা।"
উপযোগবাদ (Utilitarianism):
জন স্টুয়ার্ট মিলের লেখা।
মূলত মানুষের সর্বাধিক সুখ বা কল্যাণকে নীতিগত মানদণ্ড হিসেবে গ্রহণ করে।
জন স্টুয়ার্ট মিলের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
Considerations on Representative Government
Examination of Sir William Hamilton's Philosophy
On Liberty
Principles of Political Economy
The Subjection of Women
Utilitarianism
অন্য দার্শনিক ও গ্রন্থসমূহ (তুলনামূলক তথ্য):
কার্ল মার্কস: Das Capital
প্লেটো: The Republic
জন লক: An Essay Concerning Human Understanding, Two Treatises of Government
উৎস:
ব্রিটানিকা (Encyclopaedia Britannica)
0
Updated: 1 month ago
"সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।" এই উক্তিটি করেন কে?
Created: 1 month ago
A
এফ ই মেরিল
B
এফ. এল. ডানকান
C
হ্যারল্ড লাস্কি
D
ম্যাক্স ওয়েবার
সামাজিক মূল্যবোধ হলো মানুষের সেই বিশ্বাস ও মানদণ্ড, যা গোষ্ঠীগত কল্যাণ ও সুশৃঙ্খল সমাজ রক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করায়। এটি মানুষের সামাজিক আচরণ, চিন্তাভাবনা, লক্ষ্য ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে।
-
সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন, "সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের একটি ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করে।"
-
সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো ন্যায়পরায়ণতা, সততা ও শিষ্টাচার।
-
গুরুত্বপূর্ণ সামাজিক আচরণের মধ্যে রয়েছে— বড়দের সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা।
-
সামাজিক মূল্যবোধ ব্যক্তি ও সমাজের মধ্যে সংহতি, সহযোগিতা ও সামাজিক দায়বোধ বজায় রাখতে সাহায্য করে।
0
Updated: 1 month ago