A
জ্ঞানী
B
মৌনী
C
গৌণ
D
মিতব্যয়ী
উত্তরের বিবরণ
বিপরীতার্থক শব্দ
-
মুখর ↔ মৌনী
-
মূর্খ ↔ জ্ঞানী
-
মুখ্য ↔ গৌণ
-
মিতব্যয়ী ↔ অমিতব্যয়ী
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 day ago
গঠন বিবেচনায় 'পাখি' কোন ধরনের শব্দ?
Created: 1 month ago
A
সাধিত শব্দ
B
রূঢ়ি শব্দ
C
মৌলিক শব্দ
D
যোগরূঢ় শব্দ
গঠন বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ-
গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়।
মৌলিক শব্দ
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সগুলোকে সাধিত শব্দ বলে।
উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ।
অন্যদিকে,
- অর্থানুসারে শব্দ তিন প্রকার।
যথা:
(ক) যৌগিক শব্দ,
(খ) রূঢ়ি শব্দ এবং
(গ) যোগরূঢ় শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)

0
Updated: 1 month ago
'অন্তর্ভুক্তিমুলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
Created: 1 month ago
A
৫
B
৬
C
৭
D
৮
সঠিক উত্তর: খ) ৬।
‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দের উচ্চারণ বিশ্লেষণ
‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দটি উচ্চারণ করলে এতে ৬টি অক্ষর পাওয়া যায়।
উচ্চারণ: অন্-তোর্-ভুক্-তি-মূ-লক
মোট অক্ষর: ৬টি
অক্ষর
অক্ষর (ইংরেজি: syllable) হচ্ছে এমন একটি ধ্বনি বা ধ্বনির অংশ, যা একবারে উচ্চারণ করা যায়।
তাই একে শব্দাংশও বলা হয়।
অক্ষরের প্রকারভেদ
অক্ষর দুই ধরনের হতে পারে:
-
মুক্ত অক্ষর: যেগুলো একটানে টানা যায় না।
উদাহরণ: ক / লা -
বদ্ধ অক্ষর: যেগুলো টানা যায়।
উদাহরণ: দিন / রাত
আরেকটি উদাহরণ
‘বিশ্ববিদ্যালয়’ শব্দে রয়েছে ৫টি অক্ষর:
বি + শ্ব + বি + দ্যা + লয় = মোট ৫টি অক্ষর
তথ্যসূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ছন্দ-অক্ষর বিশ্লেষণ গ্রন্থ

0
Updated: 1 month ago
সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
Created: 12 hours ago
A
উত্তম পুরুষ
B
প্রথম পুরুষ
C
মধ্যম পুরুষ
D
উপরের সবগুলো
সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।

0
Updated: 12 hours ago