A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
উত্তরের বিবরণ
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 day ago
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
Created: 3 months ago
A
শব্দ
B
কারক
C
পদ
D
ক্রিয়াপদ
• পদ:
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে৷
অন্যভাবে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
• বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা:
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- ক্রিয়া,
- ক্রিয়াবিশেষণ,
- অনুসর্গ,
- যােজক,
- আবেগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 3 months ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 6 days ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা ভাষায় সমাসের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের প্রভাবেই এসেছে। সমাস প্রাচীন সংস্কৃত ব্যাকরণে পাণিনির "অষ্টাধ্যায়ী" গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে।

0
Updated: 6 days ago
উপকণ্ঠ- শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 3 weeks ago
A
কণ্ঠের সমীপে
B
কণ্ঠের সদৃশ
C
উপ যে কণ্ঠ
D
কণ্ঠ পর্যন্ত
যে সমাসে সমস্যমান পদের পদ অবৈধ অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যায়ীভাব সমাস বলে। যেমন - দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকন্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।

0
Updated: 3 weeks ago