'মুখর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A
জ্ঞানী
B
মৌনী
C
গৌণ
D
মিতব্যয়ী
উত্তরের বিবরণ
বিপরীতার্থক শব্দ
- 
মুখর ↔ মৌনী 
- 
মূর্খ ↔ জ্ঞানী 
- 
মুখ্য ↔ গৌণ 
- 
মিতব্যয়ী ↔ অমিতব্যয়ী 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব। 
- 
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- 
বাংলা আধুনিক উপন্যাসের জনক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। 
- 
তাঁর প্রধান ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। 
- 
বঙ্কিমচন্দ্র ‘সাম্য’ নামক প্রবন্ধ গ্রন্থও রচনা করেন। 
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
- 
কপালকুণ্ডলা 
- 
মৃণালিনী 
- 
বিষবৃক্ষ 
- 
ইন্দিরা 
- 
যুগলাঙ্গুরীয় 
- 
চন্দ্রশেখর 
- 
রাধারানী 
- 
রজনী 
- 
কৃষ্ণকান্তের উইল 
- 
রাজসিংহ 
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 2 months ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'হেমাঙ্গ' এর স্ত্রীবাচক শব্দ-
Created: 1 month ago
A
হেমাঙ্গী
B
হেমাঙ্গা
C
হেমাঙ্গিনি
D
উপরের সবকটি
বাংলা ভাষায় নরবাচক শব্দকে নারীবাচক শব্দে রূপান্তর করার জন্য বিভিন্ন প্রত্যয় ব্যবহার করা হয়। এটি মূলত শব্দের লিঙ্গ পরিবর্তনের নিয়ম। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
- 
উদাহরণ: - 
হেমাঙ্গ → হেমাঙ্গী / হেমাঙ্গা / হেমাঙ্গিনি 
 
- 
- 
নরবাচক থেকে নারীবাচক রূপান্তরের জন্য ব্যবহৃত প্রত্যয় ও উদাহরণ - 
আ : বৃদ্ধ → বৃদ্ধা, প্রিয় → প্রিয়া 
- 
ই : দাদা → দাদি, জেঠা → জেঠি 
- 
ইনি : কাঙাল → কাঙালিনি, বাঘ → বাঘিনি 
- 
িনী : বিজয় → বিজয়িনী, তেজস্বী → তেজস্বিনী 
- 
ঈ : নার → নারী, কিশোর → কিশোরী 
- 
নি : জেলে → জেলেনি, বেদে → বেদেনি 
- 
বতী : গুণবান → গুণবতী, পূণ্যবান → পূণ্যবতী 
- 
মতী : বুদ্ধিমান → বুদ্ধিমতী, শ্রীমান → শ্রীমতী 
 
- 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago