'মুখর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A
জ্ঞানী
B
মৌনী
C
গৌণ
D
মিতব্যয়ী
উত্তরের বিবরণ
বিপরীতার্থক শব্দ
-
মুখর ↔ মৌনী
-
মূর্খ ↔ জ্ঞানী
-
মুখ্য ↔ গৌণ
-
মিতব্যয়ী ↔ অমিতব্যয়ী
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
বাংলা ব্যাকরণের কোন আলোচ্য বিষয়কে বাগর্থতত্ত্ব বলে?
Created: 1 month ago
A
অর্থতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
ধ্বনিতত্ত্ব
বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো অর্থতত্ত্ব, যা মূলত শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। একে বাগর্থতত্ত্ব নামেও পরিচিত।
-
আলোচ্য বিষয়: বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি।
-
অতিরিক্ত আলোচনা: শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা সম্পর্কেও ব্যাকরণের এই অংশে বিশদভাবে আলোচনা করা হয়।
0
Updated: 1 month ago
‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি হবে?
Created: 3 weeks ago
A
পথের রাজা
B
রাজার পথ
C
রাজা নির্মিত পথ
D
রাজাদের পথ
‘রাজপথ’ এর ব্যাসবাক্য পথের রাজা। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: পথের রাজা = রাজপথ, হাঁসের রাজা = রাজহাঁস।
0
Updated: 3 weeks ago
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
একই স্বভাবের দোষে দোষী
B
বাইরের বিপদ ঘরে টেনে আনা
C
একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া
D
কষ্টের ওপর আরো কষ্ট
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদের অর্থ হলো একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এক ক্ষুরে মাথা কামানো: একই স্বভাবের দোষে দোষী
-
খাল কেটে কুমির আনা: বাইরের বিপদ ঘরে টেনে আনা
-
গোদের ওপরে বিষফোঁড়া: কষ্টের ওপর আরও কষ্ট
উৎস:
0
Updated: 1 month ago