A
√শুচ্ + নীয়
B
√শোচ্ + অনীয়
C
√শোচ্ + নীয়
D
√শুচ্ + অনীয়
উত্তরের বিবরণ
কৃৎ প্রত্যয়: অনীয় (অনীয়র)
অর্থ: যোগ্য বা কর্তব্য বোঝাতে ব্যবহার হয়। এই কৃৎ প্রত্যয়টি বিশেষণ শব্দ গঠনে ব্যবহৃত হয়।
উদাহরণ:
ধাতু (মূল শব্দ) | কৃৎ + অনীয় | অর্থ/ব্যাখ্যা |
---|---|---|
√কৃ | করণীয় | করা যাইবার যোগ্য |
√দৃশ্ | দর্শনীয় | দেখা যাইবার যোগ্য |
√শুচ | শোচনীয় | শোক প্রকাশ করার যোগ্য |
√স্মৃ | স্মরণীয় | মনে রাখার যোগ্য |
√পালি | পালনীয় | পালন করার যোগ্য |
√বৃ | বরণীয় | গ্রহণ করার যোগ্য |
আরও উদাহরণ:
-
মাননীয়
-
পূজনীয়
-
পানীয়
-
গ্রহণীয়
-
রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
‘শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
শিশু + ষ্ণ
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + শব
D
শৈ + শব
যে শব্দের সাথে 'ষ্ণ' অ - প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ - কার ও ও - কারে পরিণত হয়। ও + অ সন্ধিতে 'অব' হয়। যেমন - গুরু + ষ্ণ = গৌরব, শিশু + ষ্ণ = শৈশব, লঘু + ষ্ণ = লাঘব, মধুর + ষ্ণ = মাধব।

0
Updated: 1 month ago
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Created: 13 hours ago
A
কথ্য ভাষা
B
সাধু ভাষা
C
আঞ্চলিক ভাষা
D
চলিত ভাষা
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল। "সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত।রাজা রামমোহন রায় তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।

0
Updated: 13 hours ago