'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
উত্তরের বিবরণ
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'অতি উচ্চ ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 3 weeks ago
A
অত্যাসন্ন
B
উতরোল
C
মহানাদ
D
অট্টহাস্য
‘অতি উচ্চ ধ্বনি’-এর এক কথায় প্রকাশ হলো মহানাদ। এই শব্দ দ্বারা অত্যন্ত জোরালো বা তীব্র শব্দ বা ধ্বনিকে বোঝানো হয়, যা সাধারণত দূর পর্যন্ত শোনা যায়।
অন্যদিকে—
-
অতি উচ্চ বিকট হাসি — অট্টহাস্য
-
অতি উচ্চ রোল — উতরোল
-
অতি আসন্ন — অত্যাসন্ন
0
Updated: 3 weeks ago
'তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না' - বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
Created: 2 weeks ago
A
তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না
B
তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন
C
তিনি জেগে রইলেন কথা না শুনে
D
তিনি কথা শুনে জেগে রইলেন
বাক্যটি “তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না” একটি নেতিবাচক বাক্য, কারণ এখানে ‘না’ শব্দটি দ্বারা অস্বীকৃতি বোঝানো হয়েছে। এই বাক্যটিকে অস্তিবাচক রূপে প্রকাশ করতে হলে ‘না’ বাদ দিয়ে এমনভাবে বলতে হয় যাতে মূল অর্থ অক্ষুণ্ণ থাকে কিন্তু তা ইতিবাচকভাবে প্রকাশিত হয়।
তথ্যগুলো নিম্নরূপ—
-
“ঘুমাতে পারলেন না” কথাটির অর্থ হয় “জেগে রইলেন”; অর্থাৎ কাজটি হয়নি, বরং তার বিপরীত ঘটনাই ঘটেছে।
-
তাই অস্তিবাচক রূপে বাক্যটি হবে — “তিনি কথা শুনে জেগে রইলেন।”
-
এই বাক্যে মূল ভাব অপরিবর্তিত থেকেও এটি একটি ইতিবাচক (Affirmative) বাক্যে রূপান্তরিত হয়েছে।
-
অন্য বিকল্পগুলোর মধ্যে এখনো ‘না’ শব্দটি রয়ে গেছে, ফলে সেগুলো নেতিবাচক বাক্যের অন্তর্ভুক্ত।
0
Updated: 2 weeks ago
'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
উত্ঃ + বন্ধন
B
উদ্ + বন্ধন
C
উধ্ + বন্ধন
D
উৎ + বন্ধন
বাংলা ভাষায় সন্ধির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধ্বনির সংযোগে উচ্চারণে পরিবর্তন ঘটে। বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। এর নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-এর পর যদি থাকে—
-
একই বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি
-
ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য > জ)
-
ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব)
-
ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র)
-
অথবা আবারো ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব)
তবে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে ঘোষ অল্পপ্রাণ রূপে রূপান্তরিত হয়।
-
-
উদাহরণ:
-
উৎ + ঘাটন → উদঘাটন
-
উৎ + যোগ → উদ্যোগ
-
উৎ + বন্ধন → উদ্বন্ধন
-
তৎ + রূপ → তদ্রুপ
-
উৎস:
0
Updated: 1 month ago