'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-
0
Updated: 1 month ago
‘পুত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
তপন
B
তনয়
C
আত্মজা
D
শোভন
পুত্র শব্দের প্রতিশব্দ হলো তনয়।
পুত্র এর অন্যান্য প্রতিশব্দ:
-
ছেলে
-
আত্মজ
-
নন্দন
-
দুলাল
-
সুত
-
তনয়
-
খোকা
-
কুমার
অন্যান্য শব্দ ও তাদের প্রতিশব্দ:
-
কন্যা = আত্মজা
-
সূর্য = তপন
-
সুন্দর = শোভন
উৎস:
0
Updated: 1 month ago
'Bilingual' শব্দের পারভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
দ্বি-পাক্ষিক
B
দ্বি-ভাষিক
C
দ্বি- দৃষ্টিক
D
দ্বি-বার্ষিক
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Bilingual : দ্বি-ভাষিক
-
Biennial : দ্বি-বার্ষিক
-
Bifocal : দ্বি-দৃষ্টিক
-
Bilateral : দ্বি-পাক্ষিক
উৎস:
0
Updated: 1 month ago