'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
"তারা তোমাদের ভোলেনি।" - কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
অনুজ্ঞাবাচক বাক্য
B
আবেগবাচক বাক্য
C
বিবৃতিবাচক বাক্য
D
কোনোটিই নয়
বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক বাক্য।
-
বিবৃতিবাচক বাক্য : যেসব বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায়, সেগুলো বিবৃতিমূলক বাক্য। এগুলো ইতিবাচক বা নেতিবাচক উভয় রকম হতে পারে।
যেমন–-
আমরা রোজ বেড়াতে যেতাম।
-
তারা তোমাদের ভোলেনি।
-
-
প্রশ্নবাচক বাক্য : বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন–-
তোমার নাম কী?
-
সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
-
-
অনুজ্ঞাবাচক বাক্য : আদেশ, নিষেধ, অনুরোধ বা প্রার্থনা প্রকাশের জন্য অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয়।
যেমন–-
আমাকে একটি কলম দাও।
-
তার মঙ্গল হোক।
-
-
আবেগবাচক বাক্য : হঠাৎ কিছু দেখে বা শুনে বিস্ময়, আনন্দ বা ভয় প্রকাশ করতে যে ধরনের বাক্য গঠিত হয়, তাকে আবেগবাচক বাক্য বলে।
যেমন–-
দারুণ! আমরা জিতে গিয়েছি।
-
অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি!
-
(উৎস:
0
Updated: 1 month ago
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ কোনটি?
Created: 1 month ago
A
তিন
B
তেহাই
C
তৃতীয়
D
তেসরা
বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যাশব্দ কোনো সংখ্যার ক্রমিক অবস্থান বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো মূলত তিন ধরনের ভাগে বিভক্ত।
-
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি
-
-
তারিখপূর্ণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি
-
-
ভগ্নাংশপূর্ণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: আধ, সাড়ে পোয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি
-
-
ক্রমবাচক উদাহরণ: তিন
উৎস:
0
Updated: 1 month ago
'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অত্যন্ত ছোট মাছ
B
গুড়িগুড়ি বৃষ্টি
C
গুড়ি গুড়ি কচুরিপানা
D
ইলিশের মৌসুম
• 'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ গুড়িগুড়ি বৃষ্টি।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
- কচুপোড়া - অখাদ্য বস্তু।
- একবনের শিয়াল - একদলের লোক।
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ।
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি।
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি।
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি।
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া।
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।
0
Updated: 1 month ago